পুরনো অ্যালবামে নতুন ছবির স্মৃতিচারণ||~~

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব

꧁..পুরনো অ্যালবামে নতুন ছবি ꧂


꧁পুরনো অ্যালবামে নতুন ছবি ✍🏻 ꧂


কবি আমি ছবি আমি
আমি সেলিনা সাথী
আঁধার ঘরে জ্বলে ওঠা
নিয়ন আলোর বাতি।

IMG_20240319_121843~2.jpg

সকলকে কবিতা দিবসের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।


বন্ধুরা, বন্ধুরা পুরনো অ্যালবামের নতুন ছবির চমৎকার অনুভূতি নিয়ে হাজির হলাম আজ। বন্ধুরা গতকাল সারাদিন ঝড় বৃষ্টি ছিল আমাদের নীলফামারীতে। বিদ্যুৎও ছিল না। সেই সাথে প্রচন্ড ঠান্ডা বাতাস।একই রকম আবহাওয়া রয়েছে আজও।
যাই হোক সেইসব দিকে না যাই। গত পরশুদিন ঘর গোছাতে গিয়ে হঠাৎ পুরনো একটি অ্যালবাম আমার হাতে আসে। আর অ্যালবামের ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ করে সিয়াম এবং শিপুর সেই ছোটবেলার বেশ কয়েকটি ছবি দেখতে পেলাম অ্যালবামে। হঠাৎ করে ছবিগুলো দেখতে পেয়ে আমার যে সে কি আনন্দ। মুহূর্তে সেই সব দিনে ফিরে চলে গেলাম।সেই পুরনো স্মৃতিগুলো অনবরত চোখের সামনে ভাসতে লাগলো। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিপু। ছোটবেলায় দেখতে ও আরো অনেক বেশি সুন্দর ছিল।আর ঠিক এভাবেই জড়িয়ে থাকত সারাক্ষণ আমাকে। গায়ের কাছ থেকে সরতেই চাইত না।আমার গায়ের জামা কিংবা ওড়না ও সব সময় মুখে ধরে থাকতো। একটুও চোখের আড়াল হতে দিত না। সেটা অন্যরকম এক মায়া মমতায় ঘেরা ছিল সেই দিনগুলি।

IMG_20240319_122043~2.jpg

আর এই যে ছবিটা দেখছেন এই ছবিটা কার বলতে পারেন-?এই ছবিটি হচ্ছে আমার বাংলা ব্লগের সম্মানিত মডারেটর আল সারজীল সিয়াম এর।ও ছোটবেলায় দেখতে যতটা সুন্দর ছিল তার চেয়েও বেশি ছিল মায়া ভরা মুখ।ওর দিকে যে কেউ তাকালেই ওর প্রেমে পড়ে যেত।ওকে দেখে অনেক পথচারীরাও চকলেট কিনে দিত।ওর গাল ধরে টানার চেষ্টা করত কোলে নেওয়ার চেষ্টা করতাম। সিয়াম ছিল ওর নানুর প্রাণ।ওর নানু ভাই ওকে ভীষণ আদর করত।প্রতিদিন সকালবেলা এসে আমাদের বাসা থেকে ওকে কোলে করে নিয়ে চলে যেত। আর্ ঠিক সন্ধ্যেবেলা দিয়ে যেত। সিয়াম ছোটবেলায় আমার গাল না ধরে একদম ঘুমাতো না।ওকে ঘুম পাড়াতে আমার কোন কষ্টই হতো না।।জাস্ট ওকে নিয়ে শুয়ে মাথায় যদি হাত বুলিয়ে গান শোনাতাম এবং ওর হাত দুটি যদি আমার দুই গালের মধ্যে দেয়া থাকতো তাহলে ও অটোমেটিক ঘুমিয়ে যেত মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে।

image~2.jpg

আর আজ আমার দুই ছেলে আমার চেয়ে বড় বড়।তাদের দেখলে কেউ মনে করে না ওরা আমার সন্তান।
ভাই ভাইস্তা কিংবা বন্ধু মনে করে।আর সত্যি বলতে আমি ওদেরকে সেরকমই চোখে দেখি।কখনো বন্ধু কখনো অভিভাবক কখনো সন্তান।মোট কথা ওরা আমার স্বপ্ন।আর এই স্বপ্নকে ঘিরেই আমার পৃথিবী।বন্ধুরা আজ আমার দুই পৃথিবী আপনাদেরকে দেখিয়ে দিলাম।এদের জন্য আপনারা সবাই সব সময় দোয়া করবেন ওরা যেন ওদের কাঙ্খিত লক্ষীপুর হতে পারে এবং আমার স্বপ্নগুলো কি সত্যি করতে পারে।আমার খুব ভালো লেগেছে পুরনো অ্যালবামের নতুন এই ছবিগুলো দেখতে পেয়ে।কারণ এই ছবিগুলো আমার কে সেই সমস্ত স্মৃতিচারণ করিয়ে দিল আজ আবারো।স্মৃতি হোক মধুময়।
সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মত এখানে

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: স্মৃতিচারণ

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

আপু একটা কথা বলতে ইচ্ছে করে ৷ সেটা হলো সন্তান কখনো মা বাবা কাছে বড় হয় না ৷ আমি এখনো মাঝে মধ্যে মায়ের কলে মাথা রেখে থাকতে ভালোবাসি ৷ যা হোক আমাদের জীবনে স্মৃতিগুলো অনবরত চোখের সামনে আসলে কত কথা মনে পড়ে ৷সিয়াম,শিপু আপনার স্বপ্ন তারা আরও অনেক দুর এগিয়ে যাগ এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷ সেই সাথে শুভকামনা রইল অবিরাম ৷

 2 years ago 

মন থেকে দোয়া করি সব সময় ওরা দুজনের প্রতিষ্ঠিত হোক ভালো মানুষ হোক।স্বপ্নগুলো সফলতার সাথে সম্পন্ন করুক।অর্থাৎ বাস্তবে রূপ দিক এটাই একান্ত চাওয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সিয়াম ভাইয়া শিপু ভাইয়া এবং আপনি সহ আপনার পরিবারের খুবই সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে শৈশবের এরকম স্মৃতিগুলো যখন প্রাপ্তবয়স্ক অবস্থায় আমাদের মনে পড়ে তখন মনটা অনেক ভালো হয়ে যায়। আমাদের শৈশবের জীবনটাই অনেক আনন্দদায়ক ছিল। আসলেই সিয়াম ভাইয়া ছোটেও দেখছি অনেক বেশি সুন্দর ছিল সাথে শিবু ভাইয়া দেখতে বেশ দারুন ছিল। এখনো অবশ্যই তাদের ব্যক্তিত্ব অমায়িক
যেহেতু আপনার হাতেই তারা গড়া আপনি তাদের কারিগর সুতরাং বলাই যায় উত্তম ব্যক্তিত্বের অধিকারী হবে তারা। এবং এই আশায় ব্যক্ত করছি অবশ্যই উনারা আপনার মনের কাঙ্খিত আশা পূর্ণ করতে পারবেন। আপনার পুরো ফ্যামিলির জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপু।

 2 years ago 

সন্তানরা বড় হয়ে যাওয়ার পর যখন শৈশবের স্মৃতিগুলো মনে হয় তখন আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। অনেক সময়ই এই স্মৃতিগুলো আনন্দদায়ক হয় আবার অনেক সময় বেদনাদায়ক হয়।

 2 years ago 

শৈশবের স্মৃতিগুলো আসলে অনেক আনন্দদায়ক। ঘর গোছাতে গিয়ে পুরাতন একটি এলবাম আপনার হাতে চলেএলো।
সেই অ্যালবামটি দেখে আপনি অনেক খুশি হয়েছেন। অ্যালবামে সিয়াম ভাইয়া ও শিপু ভাইয়ার ছবি ছিল। আসলে ফেলে আসা দিনগুলোর ছবি যদি থাকে মুহূর্তে সেই স্মৃতিগুলো চোখে ভেসে ওঠে। সিয়াম ভাইয়া ও সিপু ভাইয়া ছোটবেলায় দেখতে যেমন কিউট ছিল বড় হয়েও দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার পরিবারের জন্য দোয়া রইল । ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু শৈশবের স্মৃতিগুলো আসলেই ভীষণ আনন্দদায়ক।সিয়াম সিবুর সাথে শৈশবে যা যা করেছিলাম এখন তা মনে হলে সত্যিই একা একা বসে হাসি।সন্তানরা যখন ছোট থাকে তখন মায়েদের বিভিন্ন রূপ ধারণ হয়। আর এই রূপ ধারণ করতে মায়েরা চাইলেও হয়, না চাইলেও হয়।

 2 years ago 

আসলে মা ছেলের সম্পর্ক এমনি হওয়া উচিত। সত্যি আপু বাচ্চারা আপনার চেয়ে বড় হয়ে গেছে। আর আমার মনে হয় মেয়ের কিংবা ছেলের বড় সন্তান নানা নানির প্রাণ থাকে।আসলে আপু অনেক দিন পরে ছবি গুলো দেখলে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন বড় সন্তানেরা বেশি আদরের হয়।বাবা মা ছাড়া ও দাদা-দাদী নানা-নানী সবার কাছে।তেমনি ছিল সিয়াম।

 2 years ago 

হ্যাঁ ছবি দেখলেই বোঝা যাচ্ছে সিয়াম ভাই ছোটবেলায় অনেক কিউট ছিল তাই তো মেয়েরা তাকে চকলেট দিত হা হা হা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওকে শুধু মেয়েরা না। যে কোন পথচারীরা দেখলেও ওকে চকলেট খাওয়াতো। গাল ধরে টানতো কোলে নিতে চাইতো।আর আমার মামাতো বোন ওকে মেয়ে জামাই বানাতে চাইত।

 2 years ago 

পুরনো স্মৃতির এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে সিয়াম ভাইকে ছোট বলে অনেক কিউট দেখতে লেগেছিল। আর আসলে আপনি ঠিকই বলেছেন আপনার দুই সন্তান আপনার পৃথিবী, তবে এই দুই সন্তানকে ভাই, ভাইস্তা বা বন্ধু মনে করবে সবাই, আসলে ওরা আপনার বন্ধুর মতই অভিভাবকের মতই থাকে। এটাই যেন সার্থকতা খুবই ভালো লাগলো আজকের পোস্ট পড়ে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলেছেন সিয়াম ছোটবেলায় দেখতে ভীষণ সুন্দর ছিল।ওকে সবাই বেশ আদর করত।আর আমার কাছে তো কলিজার টুকরা।

 2 years ago 

আমিও মাঝে মাঝে ভাবি, এখন এত এত ছবি তলা হয় ঠিক ই,কিন্তু তা যেন ফোনের গ্যালারি তেই থেকে যায়। অথচ এভাবে আগের মতোই এলবাম করে রাখলে, তা এমন করে সামনে পড়লে কি সুন্দর অনুভূতি হয়। আপনার পোষ্ট দেখে মনে পড়লো, বেশ কিছু ছবি প্রিন্ট আউট করে সংরক্ষণ করতে হবে আমারো। অথচ করি করি করেও করা হয় না।আপনার অনুভূতি এবং আপনার সন্তান্দের ছোটবেলার কিছু কথা জেনে ভালো লাগলো আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পুরনো অ্যালবামে যখন নতুন ছবি দেখা হয় তখন আসলে অন্যরকম একটা অনুভূতি ছুঁয়ে যায় হৃদয়ে। আসলে কিছু কিছু ছবি ধারণ করে রাখাটা উচিত।হঠাৎ করে অনেকদিন পর ছবিগুলো দেখলে একটু ভালোলাগা কাজ করে।
এবং সেই সময়ের নানা রকম স্মৃতি বিজড়িত সময় গুলো মনে পড়ে।

 2 years ago 

কথাটা ঠিক বলেছেন আপু আপনার দুই ছেলেকে দেখলে কেউ বিশ্বাস করবে না ওরা আপনার ছেলে। আমি নিজেও প্রথমে করেছিলাম না। সিয়াম ভাই দেখছি ছোটবেলা একেবারে সেইরকম ছিল হা হা। পুরাতন অ‍্যালবাম গুলো সামনে পড়লে কিছু ছবি যেন এককথায় ইতিহাস হয়ে দাঁড়ায় অন্যরকম কিছু প্রকাশ করে। অনেক স্মৃতি অনেক আবেগ জড়িয়ে থাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই ঠিক বলেছেন পুরনো ছবিগুলো দেখলে ঠিক ইতিহাসের মতোই মনে হয়।।আপনার মত এই ভুলটা সবাই করে। কেউ বিশ্বাস করতে চায় না ওরা আমার সন্তান।

 2 years ago 

আসলে পুরনো সেই দিনের ছবি দেখলেই যেন মনে পড়ে যায় স্মৃতিময় সেই দিনের কথা। আপনার আজকের এই ফটোগ্রাফি এর মাধ্যমে দেখতে পেলাম সিয়াম ভাইয়ের ছোটবেলার ছবি।আসলে আপনাকে দেখে মনে হয় না আপনি ওদের মা, আপনাকে বড় বোন বা খালা , বন্ধুর মতো এভাবেই মিশে থাকুন দোয়া রইলো।

 2 years ago 

একদম ঠিক বলেছেন। এভাবেই আমি ওদের সাথে মিশিয়ে থাকতে চাই। যতদিন আমার জীবন আছে।খুব সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।