ছোটকালের স্মৃতিচারণ।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে ছোটকালের একটি স্মৃতি চারণ পোস্ট করব। মানুষের জীবনে অনেক স্মৃতি থাকে আর ওই স্মৃতিগুলো যখন বড় হলে মনে পড়ে তখন নীরবে অনেকে বসে বসে হাসে। আবার মানুষের কিছু স্মৃতি থাকে ছোটকালে যেগুলো মানুষকে নিরোলায় কাদায়। আর প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু স্মৃতি থাকে মধুর আবার কিছু থাকে কষ্টের। আর মৃত্যুর আগ পর্যন্ত ওই স্মৃতি মনে থাকবে। আমি যখন চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করতাম। তখন আমাদের প্রাইমারি স্কুলে ফুটবল খেলার আয়োজন করা হয়। আর ওই সময় তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণি এবং পঞ্চম শ্রেণি তিন দল দিয়ে খেলা টুর্নামেন্ট চালু করত।

আর ওইখানে যারা ভালো খেলতে এদেরকে নিয়ে অন্য প্রাইমারি স্কুলে খেলা দিতেন। তবে আমাদের ক্লাসে ছাত্র কম থাকার কারণে আমি ফুটবল খেলার সুযোগ পেলাম। যদিও ফুটবল খেলা মোটামুটি ভালই খেলতে পারতাম। আর বাড়ির সামনে খেলা বিদায় একটু নজর ছিল বেশি। আর ওই খেলায় প্রথম অর্ধেক খেলায় আমাকে মাঠে নামায় নাই। প্রথম যাদেরকে সুযোগ দিয়েছে তারা মোটামুটি ভালো খেলেছিল। আর শেষের অর্ধেকের মধ্যে আমাকে মাঠে নামালো ফুটবল খেলানোর জন্য। আর আমি ফুটবল খেলতে গিয়ে অবাক কান্ড করে বসলাম। কারণ নেমে প্রথম ১০ মিনিটের মধ্যে খেলতে গিয়ে আমার মাথা এবং অন্যজনের মাথার ফাটিয়ে ফেললাম।

আর মুহূর্তের মধ্যে মাথা দিয়ে রক্ত যেতে লাগলো। আর রক্ত দেখে আমাদের খেলাধুলা বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে হাউমাউ করে চিৎকার করে গেল সবাই। যদিও আমি প্রথম বুঝতে পারি নাই আমার মাথা ফাটিয়ে গেল। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমার মাথা দিয়ে শরীরের দিকে রক্ত পরতে লাগলো। আর যে ছেলেটির প্রথম মাথা কাটলো ওই তো অনেক জোরে চিৎকার করতে লাগলো। আর আমি রক্ত দেখে সাথে সাথে ওইখানে অজ্ঞান হয়ে গেলাম। কারণ জোরে মাথা দিয়ে রক্ত দিতে লাগলো। আর আমাদের বাড়ির সামনে খেলা বিদায় আমার বড় ভাই এবং বাবা তাড়াতাড়ি ওইখানে গেল। এবং সাথে সাথে স্কুলের পক্ষ থেকে আমাদেরকে হাসপাতালে নিয়ে গেলেন।

আর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তো আরো অবাক কান্ড। কারণ ছোট ছোট বাচ্চা দুইজন ফুটবল খেলতে গিয়ে মাথা ফাটিয়ে ফেলল। এই কারণে আশেপাশে লোক গুলো দেখতে আসলো আমাদেরকে। যদিও হাসপাতালটি আমাদের চৌধুরী গ্রামের হাসপাতাল। আর কিছু লোক দেখতে এসে বলতে লাগলো এই লোকগুলো তো মনে হচ্ছে রোনালদো সেজে গেল। আরো অনেক কথা বলতে লাগলো। আর এই কথাগুলো বললে বলে আমাদেরকে আরো গরম করতে লাগলো। আর ওই সময় তাদের কথাগুলো শুনে মেজাজ আরো খারাপ হয়ে গেল। তারপর ডাক্তার ওষুধ এবং মাথায় সিলাই করে দিলেন। আমার মাথায় পাঁচটি সেলাই করেছে। আর আমার সাথে লোকটিকে ও পাঁচটি সেলাই করে ছিল।

যদিও ওই ছেলেটি আমাদের বাড়ির পাশে। কিছুদিন আগে বিদেশ থেকে আসার পর আমার সাথে দেখা হল এবং ওই কথা বলতে লাগলো। এবং বলতে লাগলো ফুটবল খেলতে গিয়ে তোমার সাথে আমার মাথার বাড়ি লেগে মাথা ফাটিয়ে গেল। আর এই কথা বলার সাথে সাথে সত্যি পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আর এই কথা বলতে বলতে অনেকক্ষণ আমরা অন্যান্য কথা বলতে লাগলাম। ওই লোকটি ও আমার সমবয়সী। সত্যি বলতে ওই কথা মনে পড়ার পর রাত্রে বেলা আমি আমার ওয়াইফের সাথে কথাটি বলতে লাগলাম। বিশেষ করে ছেলেটির সাথে দেখা হওয়ার পর ছোটকালের এই স্মৃতি মনে পড়ে গেল। আশা করি আমার টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0000.jpg