কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেনডম ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে ফটোগ্রাফি করার চেষ্টা করি। যদিও সময়ের অভাবে সব সময় বাইরে যেতে পারি না। তবে ফোনের গ্যালারি থেকে কিছু ফটোগ্রাফি নিয়েছি।যাইহোক রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। আসলে রেনডম ফটোগ্রাফি এর এক সাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। যাইহোক ফটোগ্রাফি আগে আমার নেশা ছিল কিন্তু এখন পেশা পরিণত হয়েছে।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আমরা বিকেল বেলা একটু আমাদের চারপাশ দিয়ে ঘুরছিলাম। তারপর আমাদের পরিচিত একজন এর সাথে দেখা হয়েছিল।তারপর তাদের বাড়িতে গিয়েছিলাম। প্রথম বাড়িতে ঘুকেই দেখি একটা বাবু একটা বিড়াল কোলে করে দাঁড়িয়ে আছে।সত্যি বিড়ালসহ বাবুকে অনেক কিউট লেগেছিল।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আসলে সকাল বা বিকেল বেলার নাস্তা হিসেবে লুচি আর আলুদম খেতে অনেক ভালো লাগে। তবে সব সময় তো আর তৈরি করা যায় না। কিন্তু পছন্দের খাবার মাঝে মাঝে তো একটু খেতেই হয়।যাইহোক কয়েক দিন আগে বৃষ্টির ভিতরে বিকেল বেলা লুচি আর আলুরদম তৈরি করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিল।
এগুলো হয়তো আমরা সবাই চিনি।এগুলো হচ্ছে নদীর পাঁচমিশালি মাছ। নদীর মাছের স্বাদ অনেক। তবে এগুলো অনেক দাম। যাইহোক কিছু দিন আগে মাছ বাজারে গিয়ে কিছু ফটোগ্রাফি করেছি। সত্যি মাছ গুলো অনেক স্বাদের।
এগুলো হয়তো আমরা অনেকেই চিনি এগুলো হচ্ছে রাজহাঁস। আসলে এমন রাজহাঁস দেখতে ও খেতে অনেক ভালো লাগে। তবে আমি নিজে কখনো পালন করিনি।যাইহোক আমাদের বাড়ির পাশে রেললাইন সেখানে একদিন ঘুরতে গিয়ে রাজহাঁস দেখলাম। তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি হাঁসগুলো দেখতে অনেক কিউট লেগেছিল।
এগুলো হচ্ছে পায়েস। এই পায়েস আপনার ভাইয়ের অনেক পছন্দ। তাই তো আমি মাঝে মাঝে রান্না করি সবাই অনেক মজা করে খায়।আর মিষ্টি প্রিয় মানুষের তো কথায় নেই। বেশ মজার খাবার।
এগুলো হচ্ছে তালের বড়া। তালের বড়া খেতে অনেক ভালো লাগে। কয়েক দিন আমি এই তালের বড়া গুলো বানিয়েছিলাম।আসলে বিকেলের নাস্তা হিসেবে তালের বড়া তুলনা হয় না। তাই তো আমি মাঝে মাঝে বানিয়ে খায়। সত্যি অনেক মজার খাবার। আশাকরি খাবার গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1965064987778719820?t=1u8latVH60pV2FqtA35i6g&s=19
https://x.com/MimiRimi1683671/status/1965066322825621851?t=RnGh_4f3XU0FMJnyj-e_zQ&s=19
বাহ ফটোগ্রাফি গুলি তো দারুণ হয়েছে আপু। মানতেই হবে আপনি ফটোগ্রাফিতে বেশ এক্সপার্ট। সেই সাথে বর্ণনা গুলি ও খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি এবং বর্ণনা পড়ে ভালই লাগলো।
খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে আপনি বাচ্চার হাতে নেওয়া এই বিড়ালের সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷
আজকে আপনি চমৎকার কিছু বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করছেন। আর বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখলে কিন্তু এমনিতে ভালো লাগে। তবে রাজহাঁসের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আর আপনি রাজহাঁস লালন পালন না করলেও আমরা কিন্তু অনেক লালন পালন করেছি। এবং এই হাঁসের তাড়া খায় নাই এমন মানুষ নেই বলে চলে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।