এসএসসি ২০২৫ এর ফল প্রকাশ

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। গত ১০ জুলাই বাংলাদেশে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ফলাফল প্রকাশিত হয়েছে। করোনা পরবর্তী সময়ে এই বছরের ফলাফল বেশ চমকপ্রদ। তাছাড়া, নতুন বাংলাদেশ সরকারের অধীনে নতুন এই ফলাফল কেমন হবে তা নিয়ে জনগণের মধ্যে যথেষ্ট সংশয় ছিল। গতকাল এই ফল প্রকাশের মধ্য দিয়ে সব ধরনের সংশয় দূর হয়। চলুন সংক্ষিপ্তভাবে এ বছরের ফলাফলের কিছু তথ্য জেনে নেওয়া যাক।

মোট পরিক্ষার্থী সংখ্যা১৯,০৪,০৮৬
পাশের হার৬৮.৪৫%
মোট এ+১,৩৯,০৩২

এবছর প্রকাশিত ফলাফলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে পাশের হার এবং এ+ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, দুটিই কমেছে। অর্থাৎ মনে হচ্ছে দেশের শিক্ষার মান কমে গেছে। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে উল্টো। বর্তমান ফলাফল দেশের আসল চিত্র আর মেধার প্রতিফলন ঘটিয়েছে। অথচ আগের চিত্র ছিলো ভিন্ন।


friend-2727307_1280.jpg

Photo Source


শিক্ষার্থীদের অশিক্ষার্থী সুলভ আচরণ, অতিরিক্ত মোবাইলে আসক্ত, পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনা একদমই না করা;এমন ছাত্র-ছাত্রীরাও বিগত বছরগুলোতে ভালো রেজাল্ট করেছে। অর্থাৎ বুঝা যায় সেখানে সঠিক মূল্যায়ন করা হয়নি। গড়পড়তা নাম্বার দেওয়ার কারণে সকলের ফলাফল ভালো হয়েছিল। কিন্তু এবছর সঠিক মূল্যায়ন ও যথাযত নাম্বার প্রদান করায় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পাস করা শিক্ষার্থী এবং ভালো রেজাল্ট করা শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে যে ফলাফল পেয়েছে সে সেটার যোগ্য।

বাংলাদেশের সাধারণ জনগণ এই ফলাফলকে অভ্যর্থনা জানিয়েছে। একই সাথে আমরা এই আশা ব্যক্ত করি, ভবিষ্যতে প্রকাশিত ফলাফলগুলো যেন এই ধারা বজায় রেখে সঠিক মূল্যায়ন ও যথাযথ ফলাফল জাতি এবং বিশ্ব দরবারে উপস্থাপিত করে। সকলকে ধন্যবাদ।


IMG_5055.jpg