নিজের সাথে কিছু কথা

in আমার বাংলা ব্লগ5 days ago
নিজের সাথে কিছু কথা

1000058385.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি তবে শারীরিক দিক থেকে একটু অসুস্থ রয়েছি। বর্তমানে এমন একটি সময় কাটাচ্ছে যে সময়ে আসলে আমার কি করতে হবে কিংবা কি করা উচিত সেই বিষয়টা বুঝে উঠতে পারছি না।

এদিকে আমার পড়াশোনা প্রায় শেষ প্রান্তে চলে এসেছে। আর কয়েকটা মাস হলেই আমার বি এস সি এম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ হয়ে যাবে। এরপরে কি করব কিংবা আমার পরবর্তী পদক্ষেপ কি হবে সেই সব বিষয়গুলো নিয়েই, বর্তমানে ব্যাপক চিন্তিত রয়েছি। আসলে আমার কি করা উচিত এদিকে আবার তারা আমায় যেখানে কাজ করতাম সেই জায়গাটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এমন একটি অবস্থার মত পড়েছি কি করব সেটা আসলেই বোঝাতে পারছি না।

আমি সব সময় সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার এটা বিশ্বাস হয়েছে সৃষ্টিকর্তার আর যাই করবেন না কেন তা আমাদের সকলের ভালোর জন্যই করবেন। এই একটা বিষয়ে একটু সান্ত্বনা ছাড়া আর অন্য কোন বিষয়ে আমি কোন ধরনের সান্তনা পাচ্ছি না কোন ধরনের। দিক-বিদিক খুঁজে পাচ্ছি না। আসলে আমার কি করা উচিত মাঝেমধ্যেই এসব বিষয়গুলো নিয়ে নিজের মধ্যেই চিন্তাভাবনা করতে থাকি, আবার নিজের সাথে নিজেই কথা বলতে থাকি।

1000058387.jpg

1000058384.jpg

1000058386.jpg

প্রত্যেকটা মানুষের জীবনে কখনো সফলতা আসে কখনো আবার ব্যর্থতা আসে। এই সফলতা এবং ব্যর্থতা নিয়েই আমাদের সকলের জীবন কোন এক মহান ব্যক্তির একটি কথা বলেছিলেন সফলতা কিংবা ব্যর্থতা কোনটাই চিরস্থায়ী নয়। যদি সফলতা এসে থাকে তবে অবশ্যই সেটাই চিরদিন থাকবে না। সেটাও কোন একদিন ব্যর্থতায় রূপান্তরিত হবে আবার যদি আপনি ব্যর্থতার মধ্যেই থাকেন তাহলে কোন না কোন এক সময় আপনি সফলতার মুখ দেখবেন এটাই চিরন্তন সত্য।

এদিকে আমার মায়ের অসুস্থতার জন্য আমি আরও বেশি টেনশন এর মধ্যে রয়েছি। ইতিমধ্যেই আমার মা কে ঢাকায় নিয়ে এসেছি এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন ধরনের পেস্ট করিয়েছি। আজ বিকেলের দিকে আবারো আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাব জানিনা কি হবে রিপোর্টে কি এসেছে, সব মিলিয়েই ব্যাপক চিন্তিত রয়েছি। এছাড়াও পরিবারের দায়িত্ব এখন মোটামুটি সব কিছুই আমার উপরে রয়েছে। আমি যদি ইনকাম করতে ব্যর্থ হই সে ক্ষেত্রে আমার পুরো পরিবার এই বিষয়টার উপরেই সাফার করবে। তাই যত দ্রুত সম্ভব কিছু একটা আমাকে করতে হবে এবং কি করব সেটাই ভেবে উঠতে পারছি না। অনেক ধরনের আইডিয়া কিংবা অনেক ধরনের ব্যবসার কথা ভাবছি কিন্তু সব সময়ই ব্যর্থতার ভয় কিংবা সেই জায়গায় সেই ব্যবসাটা হবে কিনা সেই বিষয়ে অনেকটাই সমস্যার মধ্যে পড়ছি।

যাই হোক না কেন সৃষ্টিকর্তার কাছে আমার অকুল আবেদন এবং প্রার্থনা সবকিছু জেনো অনেক ভালোভাবেই সম্পূর্ণ হতে পারে। আমার মায়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে বারবার প্রার্থনা করছি তিনি যেন আমার মাকে দ্রুত সুস্থতা দান করেন। এছাড়াও আমাদের এই কঠিন সময় ও আমাদের পাশে জানার সৃষ্টিকর্তা থাকেন এবং কোন একটা রাস্তা কিংবা পথ দেখান সেই কামনাই করছি। যাইহোক আজকের মত এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: নিজের সাথে কিছু কথা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  

Wow, @alsarzilsiam, this post is incredibly powerful and relatable! Your vulnerability in sharing your current anxieties about the future, your mother's health, and the pressures you face resonates deeply. It's a reminder that we all go through periods of uncertainty, and your honesty is truly appreciated.

The photos you've included add a personal touch, making the post even more engaging. Your gratitude towards the community and your faith in a higher power shine through.

I especially appreciate your acknowledgement of both success and failure not being permanent. It’s great that you're considering new ideas, even with a fear of failing. Keep sharing your journey with us. I'm sure many others can relate and offer support! Let’s hear some words of encouragement for @alsarzilsiam in the comments!

 5 days ago 

আপনার অনুভবগুলো গভীরভাবে ছুঁয়ে গেল। এই কঠিন সময়ে আপনি যেভাবে নিজেকে ধরে রাখছেন, তা সত্যিই প্রশংসনীয়।আল্লাহ নিশ্চয়ই আপনার মা'কে দ্রুত সুস্থতা দান করবেন। আপনি যেভাবে দায়িত্ব নিচ্ছেন, তা একজন সৎ ও সাহসী সন্তানের পরিচয়।