Sad Love

in #sad8 years ago

এখনও যখন মাঝে মাঝে রাত জেগে বসে থাকি! মাঝে মাঝে তোমার ছবি দেখি! তখন নিজেকেই প্রশ্ন করি, এই ছবির মানুষটার কাছেই তো আমি আমার সব ভালবাসা , আনন্দ , সুখ , বিক্রি করে কষ্ট কিনে নিয়েছিলাম! তখন নিজেকে অনেক অনেক অপরাধী মনে হয়! শত চেষ্টা করেও অশ্রু জল আটকে রাখতে পারি না!

এতকিছুর পরেও তোমাকে সেই আগের মতই ভালবাসি! বিশ্বাস না হলে একবার ফিরেই এসে দেখ না! তুমি আমাকে যেখানে রেখে গিয়েছিলে আমি এখনো সেখানেই আছি!!