স্কুলের সেই দিনগুলো!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
২০১৪ থেকে ২০১৯ সম্ভবত আমার জীবনের সেরা সময় ছিল। সেরা সময় বলার কারণ ঐ সময় টা ছিল আমার মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যায়। ঐসময় টা না ছিল কোন ক্যারিয়ারের দুশ্চিন্তা না ছিল পরিবারের দায়িত্ব না ছিল অন্য কোন চিন্তা। ঐসময় টা অনেক উপভোগ করতাম। স্কুলে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা। টিফিনের সময় একসঙ্গে ক্রিকেট খেলা স্কুল ছুটির পরে সাইকেল নিয়ে রেস। কে আগে যেতে পারে। সবমিলিয়ে দিনগুলো ছিল অসামান্য। তবে সবচাইতে আনন্দদায়ক মূহূর্ত ছিল বৃষ্টির সময়ের। আমাদের স্কুল মাঠটা বলা যায় আমাদের উপজেলার সবচাইতে সুন্দর মাঠ। ঐরকম মাঠ আর আমাদের শহরে নেই। অনেক বড় এবং মাঠে এবং সুন্দর সব ঘাস। সবমিলিয়ে সুন্দর। কত দৌড়াদৌড়ি করেছি এই মাঠে।
বর্ষা মৌসুমে স্কুলে গেলে যখনই বৃষ্টি নামতো কোন ছাএ আর ক্লাসে থাকতো না। ক্লাস বাদ দিয়ে সবাই বৃষ্টিতে ভিজতে মাঠে নেমে পড়তো। ঐসময় কেউ বৃষ্টিতে ফুটবল খেলতো কেউ একে অন্য কে ধরার চেষ্টা করতো। এবং আমাদের স্যার রাও কখনও আমাদের বাঁধা দিতেন না। এইরকম আবওহাওয়া তৈরি হলে উনারাও আমাদের মাঠে বৃষ্টিতে ভিজতে দিতেন। সেই দিনগুলো এখন খুবই মিস করি। সেই অনূভুতি আর নেই এখন। কয়েকদিন আগের কথা। হঠাৎ আমার এক ছোট ভাই তৌফিক আমাকে এই ভিডিও টা দেয়। ও এখন দশম শ্রেণিতে পড়ে। আমাদের কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। ভিডিও টা ওর ধারণ করা। ঐদিন যখন এমন বৃষ্টি শুরু হয়েছে। স্কুলের সব ছাএরা ক্লাস বাদ দিয়ে বৃষ্টিতে ভিজতে মাঠে নেমে পড়েছে। এবং ঐ মূহূর্তের তৌফিক ভিডিও টা ধারণ করে আমাকে দিয়েছে।
সত্যি বলতে ভিডিও টা দেখে আমি মূহুর্ত্তের মধ্যেই যেন সেই অতীতে ফিরে গিয়েছি। আমি যেন আমার সেই অতীত টা স্বচক্ষে দেখতে পেলাম। কোন কিছুরই পরিবর্তন হয়নি। স্কুলের মাঠ আমগাছ স্যার রা সবাই আগের মতোই আছে। স্কুলটার মধ্যে প্রাণশক্তি এখনও ভরপুর। কিন্তু পার্থক্য শুধু আমরা আর আগের জায়গাই নেই। আমাদের জায়গাই এবং এসেছে নতুন কুড়ি। এরা চলে যাবে এরপর আবার নতুন কেউ আসবে। এভাবে চলতেই থাকবে। ভাবলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেয়। পাশাপাশি স্টিমিটে রেখে দেয়। ভবিষ্যতে কখনও গিয়ে মনে পড়লে সহজেই আবার দেখে নেওয়া যাবে। ভিডিও টা দেখার পরে আমার খুব করে ইচ্ছা করছিল ঐ দিনগুলো আবার ফিরে পাওয়ার জন্য।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1942145294420091095?t=DnLtzOUzT6CO67pBoarNrA&s=19
https://x.com/Emon423/status/1942145551128305704?t=i2AAy048fltK1mubA7z0Yg&s=19
https://x.com/Emon423/status/1942145724168491079?t=MJxyGAyArJ4GrVmShNezFw&s=19
https://x.com/Emon423/status/1942145981858144659?t=oa5sAHiSHr05e-22SyAOcA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.