শিরদাঁড়া
আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই?মানুষ সৃষ্টির সেরা জীব। জগতে সবার উপরে স্থান দেওয়া,হয়েছে।কিন্তু এটা কেন দেওয়া হয়েছে? এই বিষয়টি নিয়ে চিন্তা করলেই আপনি পৌছে যাবেন কল্পনার এক অসীম সীমানায়।যেটা আপনাকে ভাবতেই বাধ্য করবে। জ্ঞান বুদ্ধি বিবেচনায় সবার চেয়ে ভিন্ন হওয়াতে এর স্থান সবার উপরে।আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে সেটা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন।
আমরা সবাই মানুষ।এটা একটা প্রজাতি বিশেষ।মানুষের প্রকৃত রূপ তার মনুষ্যত্বে।তার গুনাবলিতে।প্রশ্ন আসতে পারে একজনকে সাহায্য করা অথবা একজনকে অন্যায়ভাবে হত্যা করা দুইটাই তো মানুষের কাজ।আমি বলেছি মানুষ একটা প্রজাতি বিশেষ।তাহলে গুনাবলি হতে হবে মহৎ গুনাবলি।মানুষে হতে গেলে তার মান এবং হুস দুটোই থাকা লাগবে।হাতে- কলমে আমরা সবাই মানুষ।ভিন্নতা আসে মনুষ্যত্বে,গুনাবলিতে,ব্যবহারে।একই পৃথিবীতে বাস করেও কারো জীবন সংগ্রামময়, কারো জীবন বিলাসে ভরা। কেন এই বৈষম্য? আসলে পার্থক্যটা তার জন্মে নয়, পার্থক্যটা শিরদাঁড়ায়—অর্থাৎ মানসিকতা, সাহস, আত্মমর্যাদা আর নৈতিক দৃঢ়তায়।
ছোটবেলায় একটা কথা শিক্ষক শিখিয়েছে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুজনে সমান আপরাধী।নিজেকে ভালো রাখার জন্য আপনার সামনে ঘটে যাওয়া একটি অন্যায় কাজকে আপনি প্রশ্চয় দিলেন।চিন্তা করে দেখবেন আপনিও সম অপরাধে দন্ডিত।তাহলে পার্থক্য কোথায়?পার্থক্য হলো শিরদাঁড়ায়।শিরদাঁড়া কেবল শরীরের একটি হাড় নয়।শিরদাঁড়া মানে হচ্ছে দৃঢ়তা, নীতি ও আত্মসম্মান। যে মানুষ অন্যায়ের সামনে মাথা নত করে না,বুক পেতে মৃত্যুকে বরন করতে রাজি হয়, অধিকার আদায় করতে পিছপা হয় না,সে ব্যক্তি প্রকৃত অর্থে মানুষ জাতির প্রতিনিধি করে।অনেকে স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়।সত্যকে বিকিয়ে দিয়ে অন্যায়কে মেনে নেয় সে শুধু মানুষ প্রজাতির প্রতিনিধিত্ব করে আদর্শ মানুষের নয়।
ইতিহাসের পাতায় বহু কিংবদন্তির নাম ধারন করে গেছেন যাদের শিরদাঁড়া উচুছিলো।নেলসন মেন্ডেলার নাম হয়তো সবাই শুনেছি।দক্ষিণ আফ্রিকার কালো রাষ্ট্রনায়ক।যিনি বণ্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই চালিয়েছেন।বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, গোটা বাংলাদেশে তার অবদান অনেক।রাষ্ট্রোপতি জিয়াউর রহমান সহ মহান ব্যক্তিবর্গ রয়েছে।ড. মুহাম্মোদ শহীদুল্লাহকে ভুলে যাওয়ার মতো নয়।পাশ্ববর্তী রাষ্ট্র ভারতের মাহাত্ম্য গান্ধীর মতো মানুষ ইতিহাসের পাতা দখল করে রয়েছে।
পরিশেষে বলতে চাই " তুমিও মানুষ আমিও মানুষ, পার্থক্য শুধু শিরদাঁড়ায়"।নিজের যতটুকু শক্তি সামর্থ্য আছে তা দিয়ে লড়াই করার চেষ্টা কর।ধন্যবাদ সবাইকে।
আমি-আরিফুল ইসলাম।স্টিমিট আইডি-@apulam. জাতীয়তা:বাংলাদেশী।বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন এ ২য় বর্ষে অধ্যায়নরত।২০২৫ সালের ফেব্রয়ারি মাসের ৪ তারিখে যুক্ত হয়েছি।ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে।পাশাপাশি ভ্রমন পছন্দ করি।স্বপ্ন দেখি বিশ্ব ভ্রমন করার। |