শারদীয়া কনটেস্ট ১৪৩২❤️🙏🙏❤️

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো

সবাই কে শারদীয় শুভেচ্ছা দিয়ে শুরু করছি।কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো দাদার আয়োজিত শারদীয়া কনটেস্ট। প্রতি বছর দূর্গা পূজার পর দাদা এই শারদীয় কনটেস্ট আয়োজন করে থাকেন।আমি অংশগ্রহন করিনি গতবছর আর গতবছর যখন কনটেস্টের ফলাফল ঘোষণা করা হলো তখন আমি ভেবেছিলাম এবছর অংশগ্রহণ করবো। কিন্তুু কিছু ব্যাক্তিগত সমস্যার কারনে গ্রামে পূজায় যাওয়া হয়নি তাই এবার শহরের পূজা দেখেছি ও অঞ্জলি দিয়েছি। আমার বাসার পাশেই শনিমন্দির আর সেই মন্দিরে আমি অঞ্জলি দিয়েছি।গ্রামের বাড়িতে মেয়েকে ও আমার বরকে পাঠিয়েছিলাম। রাত্রি বেলায় ঠাকুর দেখার মজা অনেক কিন্তুু একা হওয়ার কারনে রাতে সাহস হয়নি মন্দিড়ে যাওয়ার সকালে বিকেলে দেখা হয়েছে আর রাতে একদিন শুধু বের হয়েছিলাম বরের সাথে।

তো চলুন দেখা যাক আমার মা দূর্গা দর্শন কেমন ছিলো।

ষষ্ঠীতে মা দূর্গা দর্শন

আমার বাসার পাশেই গাইবান্ধা সদর শনিমন্দিরের ষষ্ঠী পূজায় অঞ্জলি দিতে গিয়ে তোলা মা দূর্গার ফটোগ্রাফি।

IMG20251001182849.jpg

IMG20251001181939.jpg

IMG20251001181919.jpg

সময় ১১ টা,২৮/৯/২০২৫ শনি মন্দির।

সপ্তমীতে মা দূর্গার ফটোগ্রাফি

সপ্তমীতে আমি মায়ের দর্শনে গিয়েছিলাম ডিবিট কম্পানি পাড়ায় মায়ের দর্শনে।অপূর্ব লাগছে মা কে।
সপ্তমী পূজা মানে পূজার মূল পর্বের শুরু।যেখানে দেবী দূর্গার কালরাত্রি রুপে পূজা করে অশুভ শক্তির বিনাশ ঘটানো হয় ও শুভ শক্তির প্রতিষ্ঠা করা হয়।এই দিনে নবপত্রিকা স্থাপন ও কলা বউয়ের স্নান অনুষ্ঠিত হয় যা দেবী দূর্গার মূর্তির পাশে রাখা হয়।

IMG20251001191601.jpg

IMG20251001191557.jpg

২৯/৯/২০২৫সময় দুপুর ১২ টা মধ্যেপাড়া।

অষ্টমীর মা দূর্গার ফটোগ্রাফি

মহা অষ্টমী তিথিতে মায়ের দর্শন মধ্যে পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে। দূর্গা পূজার অষ্টমী পূজা মূলত মহিষাসুরনাশীনি রুপের আরাধনা।অষ্টমীতে কুমারী পূজা হয়।

IMG20251001201529.jpg

IMG20251001201528.jpg

রাত্রি ১১ টা ৩০/৯/২০২৫ ব্রিজরোড গাইবান্ধা।

নবমী পূজার ফটোগ্রাফি

নবমী পূজা হলো শারদীয় দূর্গা পূজার চুরন্ত পর্বের একটি গুরুত্বপূর্ণ দিন।নবমী পূজায় গিয়েছিলাম নান্দনিক পূজা মন্দিরে। এই পূজাও গাইবান্ধা সদরে। বেশ চমৎকার এবং গাইবান্ধার সব থেকে সুন্দর ও বিগ বাজেটের পূজা এটি।

IMG20251001223013.jpg

IMG20251001223009.jpg
সময় ১২ টা ৩০ মিনিট নান্দনিক পূজা মন্দির গাইবান্ধা।

দশমী ফটোগ্রাফি

দশমী মায়ের বিসর্জনের দিন।সবাইকে কাঁদিয়ে মা দূর্গা পৃথিবী ছেড়ে চলে যায় কৈলাশে।দশমীতে বিসর্জনের আগে মায়ের দর্শন।

IMG20251001183711_01.jpg

IMG20251001183707_01.jpg

IMG_20251002_194929.jpg

বিকেল ৪ টা ২/১০/২০২৫ বৃহস্পতিবার।

স্থান গাইবান্ধা সদর ও বাড়ির মন্দির।
এই ছিলো দাদার আয়োজিত শারদীয়া কনটেস্ট আয়োজিত মা দূর্গা দর্শনের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে।সবাই কে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীশারদীয়া কনটেস্ট ২০৩২
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

IMG_20251010_112727.png

IMG_20251010_112640.jpg