Followup Post: দ্বিতীয়ত প্রাক্তন সেনাকর্তা বলছেন, শেখ হাসিনা নাকি

in #sheikhhasina4 years ago

Followup Post: দ্বিতীয়ত প্রাক্তন সেনাকর্তা বলছেন, শেখ হাসিনা নাকি বার বার ভারত সরকারের কাছে অনুরোধ করেছেন যে জেএমবি'র জঙ্গিরা নাকি তার ক্র্যাকডাউন চালাবার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে এসে পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে, তাদের ধরা হোক। সেরম‌ই যদি হয়ে যাচ্ছে, তাইলে কেন শোনা যাচ্ছে যে, জেএমবির মূল চক্রী/পান্ডা নাকি ঢাকা নিকটস্থ জেলের ভিতর থেকে বিভিন্ন নির্দেশ পাঠাচ্ছে পশ্চিমবঙ্গের জঙ্গিদের! তাইলে ত বলতে হয় এতে হাসিনা সরকারের‌ই গাফিলতি আছে, তাদের পুলিশ বা সেনা ফোর্সে জেহাদি সমর্থনকারী আছে। ন‌ইলে জেলের থেকে নির্দেশ কিভাবে পাচার হয়?

হাসিনা আগে নিজেদের গাফিলতিগুলো ঠিক করে নিজের মধ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের ধরুন, তারপর বলতে আসবেন!