ঈদের শপিং পর্ব-০২(নিউমার্কেটে ঈদের কেনাকাট) ||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কালকে আপনাদের মাঝে ঈদ শপিং পর্ব-০১ শেয়ার করেছিলাম। এই পর্বে আমি নতুন বাজার থেকে নিউমার্কেটে যাওয়ার অনুভূতি ও অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনারা যারা আমার পোস্টটি পড়েন নি তারা পড়ে আসতে পারেন। আজ আমি এরই দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে নিউমার্কেটে যেয়ে কেনাকাটার অনুভূতি ও অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভাল লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।

IMG_20240401_190045.jpg

আমি ও আমার বন্ধু যখন নিউমার্কেটে গিয়ে পৌঁছাই তখন বিকেল পাঁচটা বেজে গিয়েছিল। আমরা নিউমার্কেটে ঢুকে প্রথমেই প্যান্টের দোকানে যাই। বেশ কয়েকটি দোকানে ঘুরে ঘুরে আমরা প্যান্ট দেখতে থাকি। এর মধ্যে একটি দোকানে আমার দুটি প্যাট ভালো লাগে। আমি সব সময় জিন্স প্যান্ট পরি তাই এবার ঠিক করলাম গাবাডিং প্যান্ট নিব। তাই এক দোকানে আবার যেই দুটি প্যান্ট পছন্দ হয় সেই দুটি প্যাড দামাদামি করে কিনে নেই। নিউমার্কেটে ও প্রচুর ভিড় ছিল। আমাদের মত অনেক মানুষ ঈদের কেনাকাটা করার জন্য নিউ মার্কেটে এসেছিল।
প্যান্ট কিনার পর ইফতারির সময় হয়ে গিয়েছিল। আমি ও আমার বন্ধু মিলে নিউমার্কেট থেকে একটি রিক্সা নিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের সামনে যাই। কারণ এখানে ইফতারির খুবই সুন্দর প্যাকেজ পাওয়া যায়। আমরা আযান দেওয়ার ১০ মিনিট আগেই সেখানে পৌঁছে যাই। সেখানে যাওয়ার পর দুইটি ১০০ টাকার ইফতারের প্যাকেজ কিনে নেই। কিছুক্ষণ পর আজান দিলে আমি ও আমার বন্ধু একসাথে ইফতারি করে নেই।

IMG_20240401_181746.jpg

ইফতারি করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এলিফ্যান্ট রোডে যাই কারণ নিউমার্কেটের আশেপাশে এলিফ্যান্ট রোডেই ইজি ব্রান্ড রয়েছে। আমার সাথে যেই বন্ধুটি গিয়েছিল সেই ইজি থেকে একটি পাঞ্জাবী কিনবে তাই আমরা এলিফ্যান্ট রোডের ইজির শোরুমে যাই। শোরুমে গিয়ে আবার বন্ধু ও আমি তার জন্য পাঞ্জাবী দেখে থাকি। ইজি শোরুমের পাঞ্জাবি গুলো বেশ সুন্দর। পাঞ্জাবি দেখতে দেখতেই একটি পাঞ্জাবি আবার বন্ধুর পছন্দ হয়ে যায়,এরপর পাঞ্জাবিটি ট্রাইল দিয়ে দেখে। পাঞ্জাবিটি পরেও তাকে বেশ ভালই লাগছিল ।এরপর আমরা পাঞ্জাবিটি কিনে নেই।

IMG_20240402_225301.jpg

এরপর ইজি শোরুম থেকে বের হয়ে আমার জন্য স্যান্ডেল খুঁজতে থাকি। বেশ কয়েকটি দোকানে সেন্ডেল দেখি কিন্তু পছন্দমত সেন্ডেল পাচ্ছিলাম না। তাই ঠিক করি ঈদের স্যান্ডেল বাসায় যেয়েই কিনব। এরপর যাই একটি গেঞ্জির দোকানে সেখানে দুটি গেঞ্জি আমার অনেক ভালো লেগেছিলো তাই সেখান থেকে দুটি গেঞ্জি কিনে নেই। এরপর আমরা নুরজাহান মার্কেটে ঢুকি সেখানে আমার বন্ধু একটি জার্সিতে কিনে, আমি যেহেতু স্পোর্টস লাভার ক্লাবের জার্সিগুলো একদম আমার চোখের সামনে ভাসছিল। বর্তমানে এসি মিলনের কালো জার্সি ও ম্যানচেস্টার সিটির সাদা জার্সিটি আবার অনেক পছন্দের। তাই সেখান থেকে দুটি জার্সি কিনে নেই।
এরপর আমার বন্ধুর জুতা কেনার জন্য জুতোর দোকানে যাই। সেখানে গিয়ে বেশ কয়েকটি জুতো দেখার পর তার একটি জুতো পছন্দ হয়। সেই জুতাটি ট্রাইল দিয়ে দেখে যে পড়ে কমফোরটেবল কিনা। সবদিক দিয়েই জুতাটি বেশ ভালো ছিল। তার পছন্দ করা জুতাটি আমারও পছন্দ হয়েছিল। তাই সে জুতাটি কেড়ে নেয় ।

IMG_20240330_203227.jpg

এই ছিল নিউমার্কেটে আমাদের টুকটাক কেনাকাটা। ঈদের শপিং উপলক্ষে নিউ মার্কেটে গিয়ে আমরা এই শপিং গুলো করেছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি ঈদের শপিং এর শেষ পর্বে আপনাদের মাঝে শপিং শেষে নিউ মার্কেট থেকে নতুন বাজার আসার অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করব। এতক্ষণ ধরে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ঈদ উপলক্ষে কেনাকাটা করতে গেছেন। আর সেই কেনাকাটার দারুণ মুহূর্ত আমাদের মাঝে ক্যামেরাবন্দি করে দেখিয়েছেন পাশাপাশি তার বর্ণনা। একই সাথে কিন্তু অনেক তথ্য বহন করেছেন এই পোস্টের মাঝে। যেখানে মার্কেট করতে গিয়ে ইফতারের সময় হয়ে গেছে এরপর ইফতারের জন্য ইফতারির ১০০ টাকার প্যাকেজ কিনে কাজ সম্পন্ন করলেন এরপর আবারও মার্কেটের দিকে। সব মিলে কিন্তু বেশ ভালো লাগলো আপনার এই মার্কেট করার মুহূর্ত জানতে পেরে।

 last year 

আমার মার্কেট করার মুহুর্ত জানতে পেরে আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

নিউমার্কেটে ঈদের কেনাকাট করার কিছু মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া ।নিউ মার্কেটে যে আপনাদের ইফতারের সময় হয়ে গিয়েছিল সেজন্য আপনারা ১০০ টাকা দিয়ে একটা ইফতারের প্যাকেজ কিনে ইফতার করেন। ধন্যবাদ ভাইয়া মার্কেট করার কিছু মুহূর্ত এবং অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile