হঠাৎ সবজি কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

হঠাৎ সবজি কেনার অনুভূতি

1000029274.jpg

মনের মতো আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে আসলে আজ এসেছি একটা অনুভূতি মূলক পোস্ট নিয়ে। সত্যি বলতে আমি মাঝে মাঝে সবজি কিনি।তবে এবারের কেনা একটু ভিন্ন ধরনের। আসলে অনেক দিন পরে গিয়েছি। যদিও সাথে আপনাদের ভাই ছিল। তবে এবার সবজি কিনতে গিয়ে চোখ একেবারে কপালে।আসলে প্রতিটি সবজির এত দাম বলার মতো নয়। মাছ মাংসের দাম তো রয়েছে। তবে সবজির দাম এমন হলো মানুষ কি খাবে।আসলে দরিদ্র মানুষের জন্য অনেক কষ্টকর। তারা একটু সবজি খেয়ে বেঁচে থাকত। তাতে যদি আগুন লাগে তাহলে আর কি করা।আসলে এবার ঘন বৃষ্টির জন্য সবজির এত দাম হয়েছে। আমার মনে হয় কোন সরকারি এখন দাম নির্ধারণ করে দিতে পারছে না।

1000029267.jpg

1000029271.jpg

আমি মাঝে মাঝে নিজেই বেশির ভাগ সময় সবজি কিনি।তবে এবার কিনতে গিয়ে অবাক।আজ বিশেষ করে সবজি কেনার জন্য গিয়েছিলাম।সত্যি বলতে আমাদের এখানে তেমন কোন সবজি পাওয়া যায় না বলেই চলে। তারপর দাম অনেক। কোন সবজি ১০০ টাকার নিচে নয়। আর সবজি গুলো দাম হলেও তেমন ভালো থাকে না। তারজন্য গিয়ে ছিলাম সবজি কেনার উদ্দেশ্যে।সত্যি দাম দেখে আমি অবাক।কচুর লতি দিয়ে ইলিশ মাছ খাবে, তবে ইলিশ মাছের থেকে কচুর লতি বেশি দাম। তাহলে মানুষ কি খাবে। আর শাকের কথা কও বলব দেখে মনে হয় কিছু কিনি কিন্তু দামের জন্য আর ভালো লাগে না। যেহারে দাম তাতে ১০০ টাকা হলে এক বেলা হবে হয়তো।

1000029272.jpg

তারপর গিয়েছিলাম কিছু মসলা কেনার জন্য। আসলে এখন শুধু মসলা না আমার মনে হয় সব কিছুর দাম অনেক। তবে বেঁচে থাকতে হলে আমাদের সব কিছু কিনতে হবে। আসলে প্রয়োজনীয় জিনিস গুলো কিনতেই হবে। তবে বর্তমান সবকিছু দাম তাই সাধারণ মানুষের পক্ষে কেনা অসম্ভব।

1000029274.jpg

1000029269.jpg

1000029266.jpg

আর লাউ গুলোর এত দাম বলে বুঝানো মুশকিল। তবে আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছে তাই লাউ আনতে হবে। সত্যি বলতে কৃষকদের একটু বেশি সবজি লাগে। তারপর কিছু কাঁচাকলা, পেঁপে ইত্যাদি কিনেছি। আসলে দাম হলেও বেঁচে থাকার জন্য কিনতেই হবে।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

1000029293.jpg

 3 days ago 

আপু বর্তমানে বাজারে গেলে বুঝা যায় শাক সবজির দাম কেমন। আপনি দেখছি ভাইয়ার সাথে বাজার করতে গিয়ে ভালোই অভিজ্ঞতা করেছেন। আর আমাদের এই দিকে সবজির দাম শুনলে মাথা ঘুরে। কারণ প্রতিটা সবজি ১০০ টাকার উপরে আমাদের এদিকে। তবে এটি ঠিক বেঁচে থাকার জন্য তো কিনতে হবে। পোস্টটি করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

বৃষ্টির কারণে সবজির দাম অনেক বৃদ্ধি পায়। আর তখন আমাদের মত মধ্যবিত্ত মানুষদের আরো বেশি কষ্ট করতে হয় আপু। কিছুই করার নেই। সময় আর পরিস্থিতি সবকিছুই বদলে দেয়।