হঠাৎ কেনাকাটা করার মূহুর্ত

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

হঠাৎ কেনাকাটা করার মূহুর্ত

1000028112.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই কেনা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথায় নেই। আসলে বাচ্চাদের জন্য প্রতি নিয়ত কেনাকাটা করতে হয়।বিশেষ করে স্যান্ডেল কিনতে হয়। আমার মনে হয় বাচ্চাদের জুতা, স্যান্ডেল একটু বেশি লাগে। কয়েক দিন ধরে মেয়ে বলছে তার জন্য স্কুলে পড়ার একজোড়া স্যান্ডেল কিনে আনতে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000028112.jpg

1000028111.jpg

আমরা পরিবারের সবাই গিয়েছিলাম। যেহেতু আপনার ভাই সাথে ছিল তাই ভাবলাম নিজের জন্য কিছু কিনি।আসলে স্যান্ডেলের দোকানের সামনে রয়েছে কাপড়ের দোকান তাই ভাবলাম আগে নিজের জন্য কিছু কিনি।তাই গিয়েছিলাম কাপড়ের দোকানে।আসলে দোকানে গিয়ে দেখি দোকানদার ঘুমাচ্ছে। আসলে এখন বেচাকেনা কম তার জন্য এমন মনে হচ্ছে। কি আর করা এখন গড় সিজন তাই বেঁচাকেনা একটু কম। তারপর গিয়েছিলাম একটু ব্যাগ দেখতে। যদি ও কিনার উদ্দেশ্যে দেখতে যাওয়া, তবে দেখে চলে আসলাম কিন্তু কিনিনি।

1000028114.jpg

1000028117.jpg

1000028116.jpg

তারপর চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য স্যান্ডেল কেনার জন্য। যদি ও এখন প্রায় দোকানে নতুন স্যান্ডেল আসেনি। আসলে কিছু দিন আগে ঈদ গিয়েছে তাই এখন প্রায় দোকানে নতুন জিনিস আনেনি।তবে এখন কিনলে একটু কম দামে কিনতে পারা যায়। তারপর স্লিপার গুলো দেখতে লাগলাম। আসলে মেয়ে বয়সে ছোট হলেও লম্বা অনেক। তারজন্য তার পছন্দ অনুযায়ী স্যান্ডেল পেতে ঝামেলা হয়।সে নতুন এক ধরনের স্যান্ডেল কিনবে তবে মার্কেটে কয়েক দোকান দেখার পরে সেই গুলো পেলাম না।তারপর অনেক স্যান্ডেল কেনার জন্য চলে আসলাম।

1000028118.jpg

1000028113.jpg

1000028109.jpg

তারপর কয়েক দোকান দেখে আমি দুই জোড়া স্যান্ডেল কিনলাম। যদি ও বেশি দামি নয়। আসলে রাফ ব্যবহার করবে তাই মোটামুটি দামের মধ্যে। দুই জোড়া স্যান্ডেল নিয়েছে ১২০০ টাকার মতো। যাইহোক বেশ ভালো লেগেছে স্যান্ডেল গুলো। বাচ্চারা অনেক খুশি।আশাকরি আপনাদ কাছে ও ভালো লাগবে।

1000000176.gif

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

1000028178.jpg

 6 days ago 

আপনার কেনাকাটার মুহূর্ত দেখে খুবই ভালো লাগল! এমন আনন্দময় কেনাকাটার অভিজ্ঞতা সত্যিই প্রশংসনীয়।আপনার কেনাকাটা দেখে অনুপ্রাণিত হলাম।আপনার পছন্দের আইটেমগুলো দেখে মনে হচ্ছে আপনার স্টাইল সেন্স অসাধারণ।আপনার মতো করে আনন্দের সাথে কেনাকাটা করা সত্যিই দারুণ! এমন ছোট ছোট মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে।

 5 days ago 

ধন্যবাদ আপনাকে।