৯৯+মাকের্টে কেনাকাটার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
৯৯+মাকের্টে কেনাকাটার মূহুর্ত
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই পছন্দ করি।আর যদি পছন্দের জিনিস হয় তাহলে তো কথায় নেই। যাইহোক কয়েক দিন আগে গিয়েছিল ৯৯+ মার্কেটে। আসলে মেইল উদ্দেশ্য ছিল বাচ্চাদের জন্য চায়ের কাপ কেনার। আসলে আমার ছোট মেয়ে তারজন্য ছোট চিনামাটির কাপ কিনতে হবে।যদিও আমাদের অনেক কাপ রয়েছে। তবে তারজন্য আলাদা ছোট কাপ কিনতে হবে। কি আর করা বাচ্চা বলে কথা। তাই চলে গিয়েছিলাম ৯৯+ মার্কেটে।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রথমে আমরা চলে গিয়েছিলাম ৯৯± মার্কেটে। যাইহোক আমাদের মেইন উদ্দেশ্য ছিল কাপ কেনা। তারজন্য সরাসরি চলে গিয়েছিলাম কাপ কিনতে। অনেক কাপ রয়েছে তবে সবচেয়ে ছোট কাপ গুলো বাচ্চারা খুজতে লাগলো। অবশেষে তাদের পছন্দের কাপ কিনতে পেয়েছে এটাই অনেক। আমার মেয়ে খুঁজে ছোট কাপ পেয়েছে সে অনেক আনন্দ করেছিল পছন্দের কাপ পেয়ে।
তারপর চলে গিয়েছিলাম অন্য পাশে। আসলে একটা কিনতে গেলে তো আর হয় না। সত্যি বলতে একটার উদ্দেশ্যে যাওয়া হয় তবে পছন্দের জিনিস দেখলে কিনতে ইচ্ছে করে।তারপর আমরা সংসারের জন্য কিছু দেখতে লাগলাম। আসলে যত দেখি ততোই কিনতে ইচ্ছে করে।সংসারে জিনিস গুলো আমাদের প্রতিনিয়ত কিনতে হয়। তাই ঘরে থাকলেই কি সামনে পড়লে আবারো কিনতে ইচ্ছে করে।
তারপর আমরা আরো চলে গিয়েছিলাম অন্য কিছু কিনার জন্য। সত্যি বলতে সেই দিন সময় নিয়ে বেশ কিছু কেনাকাটা করেছি। আসলে সময় নিয়ে কিনতে অনেক ভালো লাগে। যাইহোক পছন্দের জিনিস কিনতে পেরেছি এটাই অনেক। বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1973041839768047670?t=TNIZs43toyY9GS9QHwQmvA&s=19
https://x.com/MimiRimi1683671/status/1973042748203917348?t=rxyidaTHHIfvQYOhy4HDig&s=19