হঠাৎ কেনাকাটার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
হঠাৎ কেনাকাটার মূহুর্ত
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই কেনা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথায় নেই। আসলে এবার অনেক দিন পরে কিনতে গিয়েছিলাম। আসলে হঠাৎ করেই কেনা হয়েছে। যদিও তেমন কিছু কিনিনি তবে বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু কেনা হয়েছে। যাইহোক সকাল সকাল গিয়েছিলাম এক জায়গায় তারপর ফিরার পথে মার্কেটে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। আসলে পছন্দের জিনিস দেখলে কিনতে ইচ্ছে করে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আমরা ছিলাম কয়েক জন। আসলে বাজারের ভিতরে যাওয়ার আগে বাচ্চাদের কিছু খাওয়াতে হলো।সত্যি বলতে আমরা বেশ কিছু সময় বাইরে ছিলাম। তারজন্য বাচ্চাদের বেশি ক্ষুধা লেগেছিল। তারপর রাস্তা পাশে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম। সত্যি সেই মূহুর্ত আমার কাছে বেশি ভালো লেগেছিল।
তারপর আমরা মার্কেটের ভিতরে চলে গিয়েছিলাম।আসলে আমাদের সবার উদ্দেশ্য ছিল থ্রি পিস কেনার। সত্যি বলতে আমার ভাই আমাদের সবাইকে একটা করে থ্রি পিস দেবে।যদি ও সবাইকে পছন্দ করতে বলেছে হাজারের ভিতরে। আসলে পাঁচ জন পাঁচটা থ্রি পিস কিনবে।সত্যি বলতে আমরা এমন এক দোকানে গিয়েছিলাম লোকটা প্রথমে মুখে হাত দিয়ে বসে ছিল। আসলে এখন তেমন বেচাকেনা নেই বলেই চলে। যাইহোক আমাদের হাতে তেমন সময় ছিল না তারজন্য এক দোকান থেকে আমরা সুতি পাঁচটা থ্রি পিস কিনলাম। সত্যি বলতে থ্রি পিস গুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল।যদি ও আর কিছু কেনার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে কিনতে পারিনি।
তারপর আমরা মার্কেট থেকে বের হয়ে দেখলাম পাশেই একটা মেলা বসেছে। যদিও মেলাতে যাওয়ার তেমন ইচ্ছে ছিল না। তবে বাচ্চাদের জন্য না গিয়ে আর উপায় হলো।তবে সব জায়গায় ঘুরা হয়নি। যাইহোক বাচ্চাদের মন সব জায়গায় থেকে খেলার দিকে বেশি থাকে। যাইহোক তারপর বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনলাম। সত্যি বলতে মেলাতে ক্লে দেখে কয়েকটি কিনে এনেছি। সত্যি মেলা থেকে কিনতে বেশি ভালো লেগেছিল। তবে অনেক দিন পরে এভাবে হঠাৎ করেই কেনা হলো।বেশ ভালোই কিনেছিলাম। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রলয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1940063082098683932?t=fOjxOH73ea5PZNH19-MB6g&s=19
https://x.com/MimiRimi1683671/status/1940064716749201473?t=24NbNw5TwwNV-59fcLXv2Q&s=19