কেনাকাটার ফটোগ্রাফি ❤️

in আমার বাংলা ব্লগ19 days ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

InShot_20250903_233027501.jpg

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো কেনাকাটার করার গল্প আশা করছি আপনাদের ভালো লাগবে।
সংসার করা হয়নি সেভাবে আমার। আমার বিয়ের এক বছর পেরুতে না পেরুতেই আমার বর চলে যায় দেশের বাহিরে মিশনে আর তখন থেকেই বাবার বাড়িতে থাকতাম। বিদেশ থেকে আসার পর বাসায় গিয়েছিলাম খাগড়াছড়ি আর খাগড়াছড়ি গিয়ে সংসার করার চাইতে ঘুরাঘুরি করতাম বেশি সকাল দুপুর সন্ধ্যা পাহাড় ঘুরে ঘুরে বেড়াতাম। এর পর মেয়ে পেটে আসলে অসুস্থতার জন্য আবার চলে আসি বাড়িতে। বাবার বাড়িতেও রান্না করতে হতো না এবং শ্বশুর বাড়িতে ও না।বাসায় থাকাকালীন সংসার সামলাতো শ্বশুড়ি আর শ্বশুড়বাড়িতে আমার দিদি কারণ আমার দিদি ও আমার এক পরিবারে বিয়ে হয়েছে।

সংসার বলতে বেশি ভাগ রান্না বান্নাকে বোঝানো হয় কারন মেয়েদের বেশিভাগ সময় দিতে হয় রান্নাঘরে আর আমার তা ছিলো না।

আমার ননদের মাধ্যমে যখন বাংলা ব্লকে ঢুকলাম তারপর থেকে শুরু হলো রান্না বান্নার কাজ। যে আমি আগে কোন রান্না করতাম না পারতাম না সেই আমি সারাক্ষণ ভাবি কি রেসিপি করা যায়। আমার বাংলা ব্লগের মাধ্যমে রান্নার হাতে খড়ি আমার আর এখন যখন আমি বাসায় এসেছি এবং নতুন করে সংসার সাজিয়ে নিচ্ছি ও রান্নাঘরের জন্য সুন্দর সব জিনিসপত্র কিনে গুছিয়ে নিচ্ছি সুন্দর সুন্দর রেসিপি করবো বলে আর সেই সময় আমার বাংলা ব্লগ বন্ধ করে দেওয়া ঘোষণা শুনতে পেয়ে বুকের ভীতরটা ক্ষতবিক্ষত হয়ে গেলো কিন্তুু এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা যেহেতু দাদা আর সে এই প্লাটফর্মের ভালো মন্দ ভালো বোঝেন। কোন কারণ ছারা নিশ্চয়ই বন্ধ করে দিচ্ছেন না।

যাই হোক যেহেতু নতুন সংসার আমার তাই অনেক কিছু কেনাকাটা করতে হচ্ছে। এর আগেও অনেক কেনাকাটা করেছি তবে সেগুলোর ফটোগ্রাফি করা হয়নি কিন্তুু আজকে কেনাকাটা করলাম কি কি তা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।
তো চলুন দেখা যাক কি কি কিনেছি।

এর আগে রাইস কুকার চুলা কিনেছি কিন্তুু ফটোগ্রাফি করা হয়নি।আজ কিনলাম খুবই দরকারী একটা জিনিস আর তা হলো প্রসার কুকার যদিও বা আগেও একটা কিনেছি আর সেটা কিনেছি সারে তিন লিটার আর আজ কিনলাম দের লিটার। মায়ের খাবার রান্না হয় যেহেতু তাই ভাবলাম ছোট দরকার আর সেজন্য কেনা দের লিটারের চমৎকার সুন্দর প্রেসার কুকারটি।দেখতে চমৎকার সুন্দর আর যে কোন ছোট জিনিস দেখতে কিন্তুু দারুণ লাগে।

IMG20250901183810.jpg

প্রেসার কুকার।কেনার পর কিনে নিলাম দুটো মগ। আমার ও আমার বরের জন্য কিনেছি একই কালারের দুটো মগ। মগের কালার টি খুবই ভালো লেগেছে আমার। এক সাথে একই কালারের মগে চা খেতে খুবই ভালো লাগবে। ছোট বেলা থেকেই আমার জল খাওয়ার গ্লাস ও চায়ের মগ আলাদা।চা খুব কম খাওয়া হয় কিন্তুু মগ আলা লাগবে আর আমার মগে অন্য কেউ চা খাক তা আমি চাই না।যৌথ পরিবারে এসব মানা কঠিন কারণ দেখবেন হঠাৎ কেউ না কেউ ভুল করে হলেও খেয়ে ফেলে চা। যেহেতু আমি এখন একা তাই আমার ও বরের জন্য কিনে নিলাম সুন্দর মগ দুটো।

IMG20250901183929.jpg

![InShot_20250903_233027501.jpg](UPLOAD FAILED)

InShot_20250903_233027501.jpg

InShot_20250903_233020466.jpg

এরপর কিনলাম ছোট ছোট ছয়টি মেলামাইনের বাটি।এই বাটিতে করে সস, ফুচকার টক ইত্যাদি কিছু পরিবেশের জন্য খুবই ভালো।দেখতে ভীষণ সুন্দর বাটি গুলো। প্রথমে দুটো বাটি শুধু কেনার ইচ্ছে থাকলেও বাটি গুলোর সৌন্দর্যের কাছে হার মেনে গিয়ে ছয়টি বাটি কিনে ফেলেছি।

IMG20250901184003.jpg

IMG20250901183949.jpg
এখন কিনলাম একটি অয়েল কেটলি। ভীষণ উপকারী এই কেটলি কারণ আমরা অনেক সময় নানান রকমের পাকোড়া, পিঠা খেয়ে থাকি আর সেজন্য অনেক পোড়া তেল হয় আর তা এই অয়েল কেটলির সাহায্যে ছেকে রেখে পরবর্তীতে খাওয়া যায়। এটি একটি ইন্ডিয়ান চমৎকার প্রডাক্ট। সব থেকে মজার বিষয় হলো এটি চায়ের কেটলি হিসেবেও অনায়াসে ব্যাবহার করা সম্ভব।

IMG20250901183903.jpg

IMG20250901183850.jpg
এই ছিলো আমার কেনাকাটার ফটোগ্রাফি ও অনুভুতি। আরো অনেক কিছু কেনাকাটা করা হয়েছে সেগুলোর ফটোগ্রাফি করতে ভুলে গিয়েছিলাম জন্য শেয়ার করতে পারছি না।
আজকের মতো এখানেই শেষ করছি। আবার ও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif


<h

IMG_20250903_234115.png

IMG_20250903_234102.png

Sort:  
 17 days ago 

আপু সংসার জীবনে অনেক কিছু কিনে কাটা করতে হয়। বিয়ের পর যখন স্বামী দেশে থাকে না তখন পরিবারে অনেক কিছু কিনে কাটা হয় না। তবে প্রসার কুকার পরিবারের বেশি দরকার হয়। আর এখন বেশি বিভাগ পরিবারে দেখা যায় প্রসার কুকার । আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো।