লাইফ স্টাইল পোস্ট -- 💝 " পছন্দের মাছ কেনার জন্য স্বপ্ন সুপার শপে " || আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
হ্যালো,
আমার বাংলা ব্লগবাসী,কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।আমার বাংলা ব্লগএর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আজ আমি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।
পছন্দের মাছ কেনার জন্য স্বপ্ন সুপার শপেঃ
বন্ধুরা,আমি আজ নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে চলে এলাম।আপনারা জানেন আমি মাঝে মাঝেই স্বপ্ন কিংবা সোনালী বাজার নামক সুপার শপে চলে যাই পছন্দের যেকোনো কিছু কেনাকাটা করতে।নিজের পছন্দ মতো কিছু কেনার মাঝে অনেক বেশী আনন্দ খুঁজে পাওয়া যায়।আমি খুব স্বাধীনচেতা মানুষ। আর তাই স্বাধীনভাবে কিছু করার মাঝে আনন্দ খুঁজে পাই।তাই যখন যা ইচ্ছে হয় করি।মনের চাওয়াকে কখনো ই ছোট করে দেখিনা।নিজের মনকে ভালো রাখার দায়িত্ব একান্তই নিজের।তাইতো পছন্দের মাছ কেনার জন্য ছুটে গেলাম স্বপ্ন সুপার শপে। তবে ঘুরে ঘুরে সবই দেখা হলো।দূর্ভাগ্যবশত নিজের পছন্দের মাছটি আনতে গেলেও পাওয়া হলো না।আমার পছন্দের মাছটি হলো ইলিশ মাছ।অনেক পছন্দের মাছের মধ্যে ইলিশ মাছটি সেদিন পাওয়া হলো না।
স্বপ্ন সুপার শপটি বেশ বড়।কোন আইটেম চাই আপনার, মোটামুটি সবই পাবেন।তবে সেদিন বেলা করে যাওয়াতে ইলিশ মাছ পাইনি।এরা দেখলাম জ্যান্ত মুরগিও রেখে দিয়েছে।আপনি চাইলে কেটে দিতে পারবে।এখানে সবাই খুব আন্তরিক।তাইতো কোনকিছু দরকার হলেই এখানে ছুটে আসি।এমন ও হয়েছে আমার কিছু প্রয়োজন কিন্তু ভুলে গেছি।তখন তাদের শপ ঘুরে ঘুরে আবার প্রয়োজনীয় জিনিসগুলো অনেক কিছু দেখে দেখে নিয়েও নিয়েছি।এদের অফার সব সময়ই চলতে থাকে।আমিতো এখানে যেকোনো কিছু কেনাকাটা করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি।
এখানে নদীর মাছের পাশাপাশি সামুদ্রিক মাছ ও পাওয়া যায়। সামুদ্রিক মাছ খাওয়া তো খুবই ভালো।আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি মাছ আছে আর দাম কেমন?? দাম তো মাছের গায়েই লিখে দেয়া আছে। তাই দাম নিয়ে কোন দরদাম করার প্রয়োজন পরে না।বেশকিছু মাছ দেথতে পেলাম।মাছ দেখলেই ইচ্ছে করে কিনে ফেলি।মাছ আমার খুব পছন্দ। আর মাছ খেতেই আমি বেশী পছন্দ করি।
সুপার শপের ভেতরের বেশকিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।এখানে মাছ, মাংস,কোয়েল পাখি সবই আছে।শুধু পছন্দের ইলিশ মাছেরই সন্ধান মিলেনি।যাই হোক কি আর করার মুরগী আর পাবদা মাছ নিলাম।আর ছেলের জন্য চকলেট ও এরোসল নিলাম।এরপর আরো কিছু সময় ঘুরে ফিরে বাসায় চলে এলাম।
সময় উপযোগী এরোসল আমাদের সবার জন্যই খুব দরকারী।সবাই এই সময়টাতে নিরাপদে থাকবেন,সুস্থ থাকবেন।
আজ আর নয়।আশাকরি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।সবাই খুব ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল পোস্ট |
---|---|
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস | SamsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি। |
---|
Twitter link
সুপার শপে গিয়ে মার্কেট করতে আমার খুব ভালো লাগে। একটি জায়গা ঘুরলে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়।
আপনি মাছ কিনার দারুন অভিজ্ঞতা শেয়ার করেছেন জানতে পেরে খুবই ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আমাদের এখানেও স্বপ্ন সুপার মলের একটি শাখা আছে। আমিও মাঝে মাঝে ও সুপার মলে গিয়ে আমার পছন্দের জিনিস গুলো নিয়ে আসি। স্বপ্ন সুপার মল থেকে সত্যি খুব সময়োপযোগী একটি এরোসল কিনে এনেছেন এখন যে হারে ডেঙ্গু জ্বর হচ্ছে মানুষের সত্যি এটা আমাদের সবার জন্য খুবই দরকারি। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
পছন্দের মাছ পেলেন না, যাইহোক পরবর্তীতে পাবদা মাছ নিলেন। বর্তমানে ডেঙ্গু জ্বর যেভাবে ছড়িয়ে পড়ছে সতর্কতা হিসেবে এরোসল আমাদের সবার জন্যই খুব প্রয়োজন। আপু স্বপ্ন সুপার শপ হাউজ বিল্ডিং এর চৌরাস্তার পাশের সেই সপটি?
অনেক ধন্যবাদ আপু। আপনি কোন জায়গার কথা বলছেন?? এটা ধানমন্ডি ঝিগাতলাতে।
একদম ঠিক কথা বলেছেন আপু নিজের মনকে ভালো রাখার দায়িত্ব একমাত্র নিজেরই । নিজের মনকে অন্য কেউ এসে ভালো করে দিতে পারে না । আমাদের মন ভাল রাখার জন্য সব কিছু করা উচিত। যাই হোক আপনি স্বপ্ন সুপার শপে গিয়ে বেশ ভালো কেনাকাটা করেছেন। এরকম সুপার শপে গেলে কেনাকাটা করতে অনেক সুবিধা হয়। একসঙ্গে সব জিনিস এক জায়গায় পাওয়া যায়। ভালো লাগলো আপনার কেনাকাটা দেখে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
যদিও পছন্দের মাছ কেনার জন্য স্বপ্ন সুপার সাপে ছুটে গিয়েছিলেন কিন্তু পাননি। অবশেষে মুরগি এবং পাবদা মাছ কিনে এনেছেন এটা জেনে ভালো লাগলো। আর আপনার ছেলের জন্য চকলেট ও এরোসল কিনে এনেছেন এটা জেনে অনেক ভালো লেগেছে। এখন মশার পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে এবং কি ডেঙ্গু দেখা দিয়েছে বেশিরভাগ মানুষের মাঝে। আর তাই এরোসল অনেক বেশি প্রয়োজন।
অনেক ধন্যবাদ আপু, মন্তব্য করে পাশে থাকার জন্য।
এরকম সুপার শপ গুলোতে গেলে নিজের পছন্দমত সবকিছু কেনাকাটা করা যায়। কারণ এরকম শপের মধ্যে প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসপত্র থাকে। আপনি আপনার শখের ইলিশ মাছ কেনার জন্য স্বপ্ন সুপার শপে গিয়েছিলেন। না থাকার কারণে যদিও ইলিশ মাছ কিনতে পারেননি, কিন্তু মুরগি এবং পাবদা মাছ কিনেছিলেন। আশা করছি খুব মজা করে খেতে পারবেন এগুলো। আপনার ছেলে নিশ্চয়ই চকলেট পেয়ে অনেক খুশি হয়েছিল।
অনেক ভালো লাগলো মন্তব্য পেয়ে। মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
কয়েক মাস আগে আমাদের এখানেও স্বপ্ন সুপার শপের একটি শাখা খুলেছে। নতুন হিসেবেও বেশ ভালোই চলছে এবং প্রায় সব জিনিস এখানে পাওয়া যায়। যাইহোক আপনি ইলিশ মাছ কিনতে গিয়েছিলেন কিন্তু না পাওয়ায় মুরগি এবং পাবদা মাছ কিনে এনেছেন। আমার ছেলেও স্বপ্নতে গেলে শুধু চকলেট নিবে।ধন্যবাদ আপু কেনাকাটার মুহূর্তে শেয়ার করার জন্য।

ওরে বাবাটা 🥰 ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ ফটো মন্তব্য শেয়ার করার জন্য।