বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কিছু কেনাকাটা, আর সাথে রয়েছে চমৎকার কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
গতকাল চলে গিয়েছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে শপিং করতে।তৌহিদার বাসা থেকে খুব বেশি দূরে নয় এই মলটি, ১০ থেকে ১৫ মিনিট লাগে গাড়িতে।দুপুর ২:৩০ মিনিটে বাসা থেকে বের হয়ে যাই সকলে মিলে।খাওয়া দাওয়া না করেই সকলে বের হয়ে গিয়েছিলাম কারণ আমাদের প্ল্যান ছিল আমরা সকলে মিলে সেখানে একসাথে দুপুরের লাঞ্চ করব।বিশাল জায়গা নিয়ে খুবই চমৎকার একটি শপিং কমপ্লেক্স।যদিও এর আগে আমি একবার এসেছিলাম, যখন আমার বিয়ে হয় তখন হাজব্যান্ডের সাথে প্রথম এখানে শপিং করতে এসেছিলাম।এখানকার জিনিসপত্রের দাম একটু বেশি কিন্তু কোয়ালিটি ভালো।মূলত এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল নিজের ও বাচ্চাদের কিছু কাপড়চোপড় কেনাকাটা করা। হাজব্যান্ড ছিলনা জরুরি কাজে ঢাকার বাইরে ছিল। তাই আমরা মা মেয়ে তিনজন, আমার বোনের ফ্যামিলি, আর সাথে ছিল আমার মা।
শপিং কমপ্লেক্সের সামনে থেকে এই ফটোগ্রাফিগুলো নিয়েছিলাম। খুবই চমৎকার লাগছিল রাস্তা।
রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল তাই যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই যাওয়া সাথে সাথে সবাই চলে গেলাম খাওয়ার জন্য।গিয়ে দেখলাম খুবই চমৎকার পরিবেশ খাওয়ার জন্য। প্রচুর ভিড় রয়েছে সেখানে।মেনু দেখে যার যার পছন্দ মতো খাবারের অর্ডার দিলাম।ছোট মেয়ে অর্ডার করলো বার্গার আর পিজ্জা,বড় মেয়ে বিরিয়ানি, আর আমরা সকলে মিলে করেছিলাম বিরিয়ানি সহ রাইস ফ্রাইড।যেহেতু তোরা সকলে বলছিল এখানকার রাইস ফ্রাইড খুবই মজার, তাই আমিও তাদের সাথে অর্ডার করলাম।আর সাথে কিছু ড্রিঙ্কস, মেয়েরা করেছিল অরিও মিল্ক শেক, আরও করেছিলাম লাচ্ছি। খাবারগুলো বেশ ভালো টেস্টি ছিল কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে চিকেন বিরিয়ানি।
এরপর খাওয়া দাওয়া শেষে শুরু হয়ে গেল আমাদের শপিং।প্রথমেই আমার মায়ের জন্য বাটা থেকে একটি সু কিনে নিলাম। যদিও আমি ইংল্যান্ড থেকে একটি সু এনেছিলাম কিন্তু তার পায়ে লাগেনি। তাই এখানে নিয়ে এসেছিলাম সু কিনে দেওয়ার জন্য।এরপর নিজের জন্য একটি সুতি ড্রেস কিনে নিলাম।ড্রেসটির দাম ছিল ৬ হাজার টাকা, তারা বলল পাকিস্তানি ড্রেস, কাপড় খুবই সুন্দর।যেহেতু ড্রেসটি আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে তাই কিনে নিলাম।যেহেতু সিলেট থেকে আগেই অনেকগুলো ড্রেস কিনে ফেলেছিলাম তাই এখান থেকে আর বেশি কেনা হয়নি।এরপর বাচ্চাদের জন্য ৫-৬ টি ড্রেস কিনে নিলাম। ড্রেসের দাম খুবই চড়া, একটু পছন্দ হলেই সাত থেকে আট হাজারের মধ্যে থাকে। কিন্তু কি আর করা, ভালো লেগেছে তাই কিনে নিলাম।
আরো কিছু কেনাকাটা বাকি ছিল কিন্তু বাচ্চারা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল তাই কেনাকাটা শেষে রাত ৯ টায় বাসায় ফিরি।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

Wow, @tangera, what a delightful peek into your বসুন্ধরা শপিং কমপ্লেক্স adventure! Your post is buzzing with the energy of a family shopping trip – from the mouthwatering food (that biriyani looks divine!) to the excitement of finding the perfect dresses for yourself and the kids.
I especially enjoyed the personal touch of you sharing the story behind your previous visit with your husband. It’s these details that make your post so engaging. The photos are fantastic, capturing the atmosphere beautifully.
It sounds like a tiring but fulfilling day! Have you worn the new dress yet? I'm curious to hear which shop had the best kids' clothes. Thanks for sharing your experience. It inspires me to plan my own family outing!
বসুন্ধরা শপিং মলে সকল কিছুর দাম একটু বেশি হলেও ভালো মানের কাপড় পাওয়া যায়। আর বেশ সুন্দর ডিজাইন এর হয়। আর এর ফুড কোর্ট এর খাবারগুলোও বেশ ভালো। বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়।
বসুন্ধরা সিটি শপিংমলে গিয়ে কেনাকাটা করতে খুব ভালো লাগে। দাম বেশি হলেও, মান সত্যিই খুব ভালো। আপনারা মজার মজার খাবার খাওয়ার পর,বেশ ভালোই শপিং করেছেন দেখছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।