স্বাধীন জীবন নিয়ে কবিতায়, @moarif 10% beneficial 🦊।
হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দ গণ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আর ভালো থাকাটাই আমি একান্তভাবে কাম্য বোধ করি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দের।আমি ও বেশ ভালো আছি আপনাদের দোয়া।
অনেকদিন পরে আসলাম আবার, এখন থেকে আবার নতুন করে শুরূ করবো ভাবতেছি।তাই আপনাদের সহযোগিতা এক্যান্ত কাম্য।
তাই আপনাদের মাঝে একটা কবিতায় নিয়ে এসেছি আজকে যেটি আমার নিজের লেখা।
স্বাধীন জীবন
মোতাহের হোসেন (আরিফ)
মনের আন্তে-প্রান্তে তাঁড়া দেয় আষাঢ়ের ঘনঘটা মেঘ,
তাই বলে কি বন্ধ থাকিবে, যাপিতে উল্লাস জীবন বেদ।
এই ঘনঘাটা আষাঢ়ের মেঘের দর্শনে লোকজনের অন্তরে কতই না ভয়,
কিন্তু বিধাতার এই ধরিত্রের অম্বরে মেঘের গর্জন চিরস্থায়ী নয়।
তাইতো ঝাঁপিয়ে পড়ি উপভোগ্য আনন্দঘন'ময় মুহূর্তে,
বিষাদময় দিনগুলিকে জানাই বিদায় চিরাচরিত প্রান্তরে।
দেখেছি আমি মুক্ত আকাশে সাদা মেঘে উড়ে যেতে শঙ্খচিল,
তাইতো আমি আজ বড্ডই মুক্ত স্বাধীন।
স্বাধীনভাবে উড়ে বেড়াই আমি উন্মুক্ত নভোমন্ডলে,
যেতে চাই না আমি অতীতের মায়াজালে।
দেশ-বিদেশে ঘুরে বেড়াই আমি উন্মুক্তভাবে,
করিতে হয়না জবাবদিহিতা কারও কাছে।
এ যেন আমি গগনের মাঝে শঙ্খচিল,
সত্যি আমি আজ বড্ডই স্বাধীন।
পাখি ডানা ভর করে পাড়ি দেই আমি অচিন দেশে,
প্রেম ভালোবাসা, ঐশ্বর্য, যেন সবই অথর্ব আমার কাছে।
এখনকার জীবন আমার আনন্দময় প্রবণ,
সারাটি জীবন থাকিতে পারলে ধন্য হবে আমার জীবন।
আমার জীবনে শুরু হলো আনন্দের পঙ্খী ভ্রমণ,
চলিতে থাকে যেন সারাটি জীবন।
তাইতো হারাই আমি নব আনন্দময়ী জীবনে,
বেশ ভালোই আছি আমি এই নতুনত্বে।
শুরু হলো আমার, আসমান খোঁজার অলিক কল্পনা কষ্টের ছররা,
সে যে ঢিল,
পঙ্খী হয়ে ঘুরে বেড়াবে নীল আকাশে,
সোনালি ডানার শঙ্খচিল
সত্যি'ই বলছি আজ আমি বড্ডই স্বাধীন।