অসুস্থ হাওয়াই হাসপাতালের বেডে কয়েকদিন
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৬-১০-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অসুস্থ হাওয়াই হাসপাতালের বেডে কয়েকদিন। বেশ কিছুদিন আগে আমার শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল। তখন আমি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ডাক্তার দেখানোর পরে আমার জটিল রোগের আক্রান্তের কথা বলেছিল। তখন ডাক্তারদের কথা শুনে সত্যি আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। আমার সাথে শুধুমাত্র আমার মামা ছিল। সেদিন আমরা অল্প কিছু ওষুধ নিয়ে আমাদের এলাকার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাসায় ফিরেছিলাম। আমাকে ১৪ দিনের ঔষধ দেওয়া হয়েছিল ঔষুধগুলো খাওয়ার পরে আবারো স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা করার কথা বলা হয়েছিল। যখন আমি ১৪ দিন পরে ডাক্তারের সাথে দেখা করেছিলাম তখন আমাকে ডাক্তার পরামর্শ দিয়েছিল আরো ভালো জায়গায় উন্নত চিকিৎসার জন্য পরামর্শ নিতে। সত্যি ডাক্তারের এই ধরনের কথা শুনে আমি বেশ ভয় পেয়েছিলাম। তবে চলুন আজকের পোস্ট লেখা শুরু করা যাক..........
আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ডাক্তার দেখানোর একদিন পরেই আমি এবং আমার ছোট মামা বাড়ি থেকে রওনা হয়ে পড়ি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রাজশাহী মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের বাড়ি থেকে রাজশাহী যেতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় অতিবাহিত হয়। সকালবেলায় বের হওয়ার পরে আমরা দুপুরবেলায় রাজশাহী মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পৌঁছেছিলাম। বিকেল তিনটায় ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছিল ইমিডিয়েটলি অপারেশন করার জন্য। আমি তখন সত্যিই মানসিকভাবে অনেক ভেঙ্গে পড়েছিলাম। আমার সাথে শুধুমাত্র আমার ছোট মামা ছিল সেখানে আমরা অপারেশনের জন্য প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম না। ডাক্তার মোঃ শফিকুজ্জামান তিনি হচ্ছে ইন্ডিয়া এবং আমেরিকা থেকে সার্জারি বিষয় নিয়ে ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন অনেক বড় এবং ভালোমতো ডাক্তার।
ডাক্তার মোঃ শফিকুজ্জামান যেহেতু আমাকে পরামর্শ দিয়েছিল ইমিডিয়েটলি অপারেশন করার জন্য তাই আমি এবং মামা দুজনের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আজকে অপারেশন করব। ডাক্তার আমাকে বলেছিল আরো অনেক আগে অপারেশন করার দরকার ছিল। আসলে আমার শারীরিক অবস্থা অনেক আগে থেকেই খারাপ ছিল কিন্তু আমি বাড়িতে কাউকে বুঝতে দিতাম না। তারপরে আমরা এবং ডাক্তার মিলে বেশ কিছু সময় আলোচনা করার পরে সন্ধ্যা ছয়টার দিকে অপারেশনের জন্য আমাকে প্রস্তুতি নিতে বলেছিল। আমি এবং মামা হাসপাতালে বসে অনেক মানসিক চিন্তার মধ্যে ছিলাম। আসলে এত অল্প বয়সে এত বড় একটা রোগ শরীরে বাধা বেধেছিল। তারপরে আমাকে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে কয়েকজন নার্স এসে অপারেশন রুমে নিয়ে যাই তারা আগ মুহূর্তে আমি আমার মা বাবার সাথে বেশ কিছু সময় মোবাইল ফোনে কথা বলছিলাম তারা সবসময় আমাকে মানসিক চাপ থেকে মুক্তি রাখার চেষ্টা করেছিল।
আমাকে যখন অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে একটি অপারেশন বেডের উপরে আমাকে বসানো হয়েছিল। তারপরে আমার মাজার মেরুদন্ডের হাড়ে একটি আবাসের ইনজেকশন দেওয়া হয়েছিল। তার কয়েক মুহূর্ত পরে আমি পুরো জ্ঞান হারিয়ে অপারেশন বেডে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর থেকে আমার আর কিছু মনে ছিল না তাই ১ ঘন্টা ৪০ মিনিট অপারেশন চলার পরে আমাকে রুম থেকে বের করেছিল। তারপরে একটা আইসো রুমে রাখা হয়েছিল প্রায় ১২ ঘণ্টা আমার এই সব কিছু মনে ছিল না পরবর্তীতে আমার ছোট মামা আমাকে বলেছিল। তারপরে দিন সকাল বেলায় আমি জ্ঞান ফিরে পেয়েছিলাম মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। আগের তুলনায় এখন অনেক সুস্থ আছি ভালো আছি আশা করি ভবিষ্যতেও যেন এরকম সুস্থ তাই সারা জীবন অতিবাহিত করতে পারি। আসলে মানুষ অসুস্থ হয়ে পড়লে বুঝতে পারে সুস্থতা মহান আল্লাহতালার কত বড় নেয়ামত। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আজকের মত পোস্ট লিখে এখানে শেষ করছি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
https://x.com/kibreay001/status/1975014417957044263?t=aPx7MzlO8rYEDNvVUjraJg&s=19
ভাইয়া বেশ কিছুদিন আগে আপনি অসুস্থ ছিলেন শুনে আসলে খারাপ লাগলো। আর ভাইয়া বড় অপারেশনগুলো যখন করানো হয় তখন অজ্ঞান করা হয়। আর বড় অপারেশন করার পর অনেক মানুষকে আইসিও রাখা হয়। তবে এটি একটি অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত।
https://x.com/kibreay001/status/1975016504388399171?t=X1zNsuvUzEQ4nQSMqLzE2w&s=19
https://x.com/kibreay001/status/1975016815861567579?t=X1zNsuvUzEQ4nQSMqLzE2w&s=19
https://x.com/kibreay001/status/1975228750070755729?t=X1zNsuvUzEQ4nQSMqLzE2w&s=19
https://x.com/kibreay001/status/1975229812173422965?t=X1zNsuvUzEQ4nQSMqLzE2w&s=19
https://x.com/kibreay001/status/1975230086308823408?t=X1zNsuvUzEQ4nQSMqLzE2w&s=19