হঠাৎ করে ইমার্জেন্সি অক্সিজেন নিতে হয়েছে।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
হঠাৎ করেই গতকাল বিকেলে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। আসলে বেশ কয়েকদিন যাবৎই শরীর ভালো না। তবে গতকাল সকাল থেকেই অনেক বেশি খারাপ লাগছিল আর অস্বস্তি হচ্ছিল।তাই ডাক্তারের সাথে কথা বলেছিলাম।তখন তিনি বললেন একবার চেক আপ করিয়ে নিতে যেহেতু হঠাৎ করেই সমস্যা শুরু হয়েছে৷ তাই দেরী না করে সন্ধ্যার আগেই বেরিয়ে গেলাম। যেহেতু আমি দাগনভূঞাতেই ডাক্তার দেখাই তাই ডাক্তারের কাছে যেতে বেশি সময় লাগেনি।
যাইহোক অন কল ডাক্তার যেহেতু তাই যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলাম।এরপর ডাক্তার এলেই আমরা দেখিয়ে নিলাম।তখন আমার আগের রিপোর্টগুলো দেখে, প্রেসার চেক করেছিল। প্রেসার কিছুটা হাই ছিল সাথে আরও কিছু সমস্যা ছিল। তাই তখন কিছু টেস্ট আর অক্সিজেন নিতে বলেছিল। আসলে অক্সিজেন দেয়ার ব্যাপারটা শুনে একটু খারাপ লাগছিল। কারণ এইভাবে হঠাৎ করে অক্সিজেন দেয়া তাও আবার প্রথমবার এজন্যই ভয় লাগছিল।
যাইহোক টেস্টের জন্য স্যাম্পল দিয়ে আমরা অক্সিজেন নিতে চলে যাই। এরপর ১ঘন্টা অক্সিজেন নিতে হয়েছিল।এদিকে নিভৃত ছিল তার নানুর কাছে, সেখান থেকে তাকে তার আব্বু নিয়ে এসেছিল। এই এক ঘন্টা যাবৎ সেখানে একপাশ হয়ে শোয়াটা খুবই কষ্টকর ছিল। যাইহোক তবুও কোনোমতে ঘন্টা পার করে তারপর বের হলাম হসপিটাল থেকে। এর আগেই নিভৃতের আব্বু ঔষুধ নিয়ে চলে এসেছিল।এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম।
আসলে মাঝে মাঝে এই অসুস্থতাগুলো এতটাই বেশি হয়ে যায় যে ডাক্তার দেখানো ছাড়া কোনো উপায় থাকে না। তবে এর পেছনেও অনেক কারণ থাকে। সত্যি বলতে কেউ অসুস্থতার সময় আমাদের উপর নির্ভর ছিল।কিন্তু আমাদের অসুস্থতায় তারা লেজ গুটিয়ে পালালো।এই অবিচারের বিচারও একদিন বিধাতা করবে। নিজের সুবিধামত স্বার্থপরতা যারা দেখিয়েছে তারাও একদিন আল্লাহর দরবারে জবাবদিহি হবে।
তবে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থেকেই বলছি,কেউ অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখী হতে পারে না। সব অন্যায়ের বিচার হবে, সেটা হোক দুনিয়াতে কিংবা আখিরাতে।তবে আলহামদুলিল্লাহ কিছু মানুষের দোয়া ও ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি হয়তোবা কর্মফলের কারণে।কারণ সবাইকে নিয়ে একসাথে থাকার বৈশিষ্ট্যটা আমার ফ্যামিলিগতই। এখানে অনেক কিছু হলেও একে অপরকে বুঝে নেয়াটাই আসল।তাই সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়া যায় আর সঠিক মানুষদেরও পাশে পাওয়া যায়।আল্লাহর রহমত হয়তো আমার উপর একটু ভিন্নভাবেই আছে। যাইহোক অসুস্থতার মাঝে কত কি মাথায় ঘুরে সেটা বলাও সম্ভব না।কারণ তখন মানসিক অবস্থা ভালো থাকে না।
যাইহোক, সুস্থতা, অসুস্থতা, ভালো থাকা কিংবা মন্দ থাকা সবই আল্লাহর ইচ্ছা।সবকিছুকে মানিয়ে নেয়াটাই আমাদের কাজ,এর থেকে পিছুপা হয়ে আলাদাভাবে একা নিজের জন্য ভাবা আমাদের কাজ নয়।দুনিয়াটা অল্প দিনের, এখানে যত ভালোভাবে দিনগুলো পার করা যায় ততই মঙ্গল।সবার কাছে সুস্থতার দোয়া প্রার্থী।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.