গান কভার- আমি শুনেছি সেদিন তুমি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


Source


গানের রিলিক্স


আমি শুনেছি সেদিন তুমি।

আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো
আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছো

আমি কখনও যাইনি জলে, কখনও ভাসিনি নীলে
কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও, নেবে তো আমায়
বলো নেবে তো আমায়

আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে
কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা
নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে

যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে
বলো কোথায় গিয়ে
আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখো
এখনও গল্প লেখো, গান গাও প্রাণ ভরে

মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
তোমাদের ভালোবাসা এখনও গোলাপে ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু'হাত পেতেছি

আমি দু'চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু'চোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে আমি দু'হাত পেতেছি
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু'চোখ পেতেছি


✳️গানের কিছু তথ্য✳️


গান :- আমি শুনেছি সেদিন তুমি।
শিল্পী :- মৌসুমি ভৌমিক।


Source


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


আমি মাহমুদা মিলা রত্না। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি বিএ পড়ছি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি seo ফ্রীল্যানসিং এ কাজ করছি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মৌসুমী ভৌমিকের এই গানটা আমার অনেক পছন্দের। এবং এই গানটা অনেক জনপ্রিয় যেটা বলে বোঝানো যাবে নাহ। একটা মাস্টারপিস গান। এটার জনপ্রিয়তা কখনো কমবে না। গানটা বেশ সুন্দর কভার করেছেন। বেশ দারুণ লাগল শুনতে। খুবই চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া এটা একটা মাস্টারপিস গান। আমার কভার করা গানটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কন্ঠে গান সম্ভবত এর আগে কখনো শোনা হয়নি। আপনার কন্ঠ অনেক সুন্দর। মিষ্টি কন্ঠে অনেক সুন্দর একটি গান কভার করেছেন। এই গানটি আমার ভীষণ পছন্দের একটি গান। সত্যি খুব ভালো লাগলো গানটি শুনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই সুন্দর একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রথমবারের মধ্যেও আপনার কন্ঠে গান শুনতে পেলাম এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া এটাই আমার প্রথম গান কভার৷ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কন্ঠে সম্ভবত এই প্রথম গান শুনলাম। গানটি কিন্তু অনেক সুন্দর এবং আপনি চমৎকারভাবে গানটি কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব ভালো লাগলো শুনে। শুভকামনা আপনার জন্য আপু ।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ আপু আপনার কন্ঠ তো একদম মনোমুগ্ধকর। সাথে দারুণ রকমের একটি গানের কভার করেছেন আপনি। আপনার করা আমি শুনেছি সেদিন তুমি গানটি দারুন ভাবে কভার পড়াশোনা আপনি। এই গানটি আমি আগে কখনো শুনিনি কিন্তু আপনার কন্ঠে দারুন ভাবে উপভোগ করলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি গানের কভার আমাদের সোনার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

ভাইয়া কমেন্ট অনেক গুলো ভুল আছে৷ ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এর আগে আপনার কন্ঠে গান শোনা হয়নি। সত্যিই আপু আপনার গানের গলা অসাধারণ। দারুন একটি গান আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করছি মাঝে মাঝেই আমাদের মাঝে দারুন দারুন গান উপস্থাপন করবেন।

 2 years ago 

চেষ্টা করবো আপু মাঝে মাঝে গান গেয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ আপনি বেশ ভালো গান করেন দেখছি। আপনার কন্ঠে এই গান শুনতে বেশ ভালো লাগছে। আপনি খুব সুন্দর ভাবে গানটি কভার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই গানটি আমার পছন্দের গান গুলোর মধ্যে একটি। আপনার কন্ঠে আজকে প্রথম গান শুনতে পেয়ে ভীষণ খুশি হলাম। অনেক সুন্দর করে গানটি পরিবেশন করে আমাদের মাঝে উপহার দিয়েছেন। প্রতি সপ্তাহে একটি করে গান কভার করার চেষ্টা করুন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

এই গানটি আমার বেস্ট ফ্রেন্ডের পছন্দের গান। কলেজে পড়ার সময় অবসরে ও শুধু এই গানটিই শুনতো৷ এখন আর তার সাথে আমার যোগাযোগ নেই। সময়ের ব্যবধানে হারিয়ে গেছে সব যোগাযোগ। তবে গানটি আমারো অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর করে আমাকে উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ্ আপনি বেশ চমৎকার ভাবে গানটির কভার দিয়েছেন। মৌসুমি শিল্পীর গান তেমন শোনা হয় না তবে আপনার কন্ঠে গানটি শুনে খুবই ভালো লাগলো। আপনার কণ্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর আপু।আপনার গান শোনার জন্য অপেক্ষায় রইলাম আপু।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বর্তমান সময়ে কমিউনিটিতে প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর গান কভার করে শেয়ার করে যাচ্ছেন। খুবই সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনি যেই গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন এই গানটা আমার অনেক বেশি পছন্দ। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile