গান কভার: মিলন হবে কত দিনে।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৬ ই আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।
কভার ফটো
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।
গানের প্রয়োজনীয় তথ্য
- গান:- লালনগীতি
- এলবাম: সময় গেলে সাধন হবে না।
- লিরিক্স: মিলন হবে কত দিনে...
- মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
- কভার : অংকন বিশ্বাস
[কভার গানের ইউটিউব লিংক]
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী।
হব বলে চরণদাসী
তা হয় না কপাল গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ।
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
ঐ রূপ যখন স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়।
লালন ফকির ভেবে বলে সদাই
ও প্রেম যে করে সেই জানে।
এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত
আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। তবে এতোটুকু অনুমান করতে পারি যে, লালন সাঁইজি তার প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। চাতক যেমন শুধু বৃষ্টির জল পান করার জন্য মেঘের দিকে তাকিয়ে থাকে তেমনি লালন সাঁইজি প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে। এই গানটির ভিতরে প্রিয় মানুষ বলতে আসলে আমার কাছে মনে হয় মহান সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। লালন সাঁইজি এই গানের ভিতর সৃষ্টিকর্তার চরণে নিজেকে সমর্পণের মনোভাব প্রকাশ করেছে।
পোস্টের বিবরন
পোস্টের ধরন | কভার গান |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
তারিখ | ১৪ ই মে ২০২৫ খ্রিঃ |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1957336116664660038?t=8k18dfvkuuCsDuQXTikkFA&s=19
https://x.com/aongkonbd/status/1957336473864138883?t=FBr8DC-8XvkD_hJJ_KVQpg&s=19
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
Absolutely captivating performance, @aongkon! Your heartfelt rendition of "Milon Hobe Koto Dine" truly shines. It's wonderful to see how much "Amar Bangla Blog" has helped you overcome your stage fright and share your beautiful voice with us. The passion in your voice and the story you shared about your journey with music deeply resonate.
Your connection to Lalon's philosophy is evident, and it adds depth to your performance. Thank you for sharing your gift and personal reflections. I encourage everyone to listen to @aongkon's cover and share your thoughts in the comments. What did you like most about the performance? Let's show some love and appreciation for this fantastic artist!
চমৎকার লালন গীতি গান পরিবেশন করেছেন আপনি। এই গানটি আরো আগে বেশ কয়েকবার শুনেছিলাম। আজ আপনার কন্ঠে আবার শুনে আমার কাছে বেশ ভালই লেগেছে। প্রতিনিয়তই আপনার কন্ঠে গানগুলো শুনতে ভালই লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
খুবই সুন্দর একটা গানের কভার করেছেন তো। আপনার কন্ঠে এত সুন্দর একটা গান শুনে তো আমার অনেক ভালো লেগেছে। গান শুনতে আমি অনেক ভালোবাসি। তবে খালি গলায় এরকম সুন্দর গানের কভার করলে, সেগুলো শুনতে আরো ভালো লাগে। খুবই দারুণ লেগেছে আমার কাছে আপনার কন্ঠে পুরো গানটা শুনতে।
আপনি কিন্তু সব সময় ফরিদা পারভীন এর গানগুলো গেয়ে থাকেন। আজকেও আপনি চমৎকার একটি গান কভার করেছেন তার। তবে আপনার কন্ঠে গানগুলো শুনতে অনেক ভালো লাগে। সুন্দর করে মিলন হবে কত দিনে গানটি গেয়ে আমাদের মাঝে কভার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আপনার কন্ঠে আজকেও সুন্দর একটা গান শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি আজকের এই গানটা কভার করেছেন। সুন্দর সুন্দর এরকম গান গুলো শুনলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তেমনি আপনার গাওয়া আজকের গানটা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আপনার খালি গলা যেমন সুন্দর তেমনি এই গানটাও খুব সুন্দর। এভাবে আজকের গাওয়া এই গানটা এত সুন্দর করে কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
মিলন হবে কত দিনে এই গানটি শুনে মুগ্ধ হয়েছি ভাই। দারুন গেয়েছেন ভাই। আপনার গান শুনে আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাই।