গান কভার || বুকের মাঝে সুখের কাঁটা || শিল্পী: মনির খান

in আমার বাংলা ব্লগ7 months ago


❤️আসসালামু আলাইকুম❤️




বিনোদন পর্বে স্বাগতম

কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহের বানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বিনোদন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বিনোদন মানুষের মনে প্রশান্তি আনে। সুখ-দুঃখ হাসি আনন্দের মাঝে সবাই বিনোদনকে অনেক বেশি পছন্দ করে। তবে অন্যান্য বিনোদনের চেয়ে মানুষ সুখে দুখে গান কে বেশি পছন্দ করে থাকেন। ঠিক তেমনি আমিও গানকে অনেক বেশি পছন্দ করি। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার প্রিয় শিল্পী মনির খানের সুন্দর একটি গান কভার নিয়ে। গানটার প্রথম কলি টাইটেলের দেখেছেন। আশা করি আমার কন্ঠে এই জনপ্রিয় গানটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে গানটা প্লে করি।


Picsart_25-01-23_18-00-09-040.jpg

Editing the picture with picsart


গানের তথ্য


Singer: Monir Khan
Album: Tomar Kono Dosh Nei
Released on: 2017-03-20
Composer: Farid Ahmed
Lyricist: Milton Khandaker
Main link

কন্ঠ:
Sumon09


গান


বুকের মাঝে সুখের কাঁটা
তুমি বিঁধাইয়া
রইলা কোথায় প্রান সজনী
তুমি লুকাইয়া।
কোথায় রইলা লুকাইয়া।

বুকের মাঝে সুখের কাঁটা
তুমি বিঁধাইয়া
রইলা কোথায় প্রান সজনী
তুমি লুকাইয়া।
কোথায় রইলা লুকাইয়া।

দেহো হইলো আমার দেহো
মনতো আমার নয়।

দিবানিশি মনটা শুধুই
তোমার কথা কয়।

দেহো হইলো আমার দেহো
মনতো আমার নয়

দিবানিশি মনটা শুধুই
তোমার কথা কয়।

এমন কি যে হইবোরে লাভ
এমন কি যে হইবোরে লাভ
আমায় কাদাইয়া।

রইলা কোথায় প্রানসজনী
তুমি লুকাইয়া
কোথায়,রইলা লুকাইয়া।

বুকের মাঝে সুখেরকাঁটা
তুমি বিধাইয়া
রইলা কোথায় প্রানসজনী
তুমি লুকাইয়া।

কোথায়, রইলা লুকাইয়া

নয়ন হইলো আমার নয়ন
দৃস্টি আমার নয়
নয়নেরই আড়াল হইলে
দৃস্টি অন্ধ হয়।

নয়ন হইলো আমার নয়ন
দৃস্টি আমার নয়
নয়নেরই আড়াল হইলে
দৃস্টি অন্ধ হয়।

তুমিবিনে প্রেমেরী ফুল
তুমিবিনে প্রেমেরী ফুল
যায়রে শুকাইয়া।

রইলা কোথায় প্রানসজনী
তুমি লুকাইয়া
কোথায়,রইলা লুকাইয়া।

বুকের মাঝে সুখেরকাঁটা
তুমি বিঁধাইয়া।
রইলা কোথায় প্রানসজনী
তুমি লুকাইয়া।
কোথায়, রইলা লুকাইয়া।

বুকের মাঝে সুখেরকাঁটা
তুমি বিঁধাইয়া।
রইলা কোথায় প্রানসজনী

তুমি লুকাইয়া।
কোথায়, রইলা লুকাইয়া



গানের লিঙ্কঃ ইউটিউব চ্যানেল


আমি ছোট থেকে বিরহের গান বেশি পছন্দ করে থাকি। যে সমস্ত বিরহের গানগুলো ভালোবাসা কেন্দ্রিক এবং একটু সুরেলা হয়ে থাকে, সেটা আমার অনেক ভালো লাগে। আমি জানি আমাদের দেশে বেশ কয়েকজন প্রতিভা সম্পন্ন বিরহের সঙ্গীতশিল্পী রয়েছেন যারা বেশিরভাগ বিরহের গান গেয়ে মানুষের মন জয় করেছেন। তার মধ্যে শিল্পী মনির খান অন্যতম। শিল্পী মনির খানের বেশ অনেকগুলো সুন্দর সুন্দর বিরহের গান রয়েছে। তিনি অনেক অ্যালবাম বের করেছেন এ যাবত। যে সমস্ত অ্যালবামের মধ্যে ভালোলাগার বিরহের গানগুলো রয়েছে, সেই সমস্ত গানগুলো আমি আলাদাভাবে ইউটিউবে লাইক দিয়ে অথবা ডাউনলোড করে মোবাইল ল্যাপটপে রেখে দিয়েছি। মাঝেমধ্যে গানগুলো শোনা হয় আবার কভার করার চেষ্টা করি। আজকে আপনাদের মাঝে সুন্দর এই গানটা কভার করে শুনিয়েছি। গানটা বেশ কয়েকদিন ধরে আমার বারবার শুনতে ইচ্ছে হয়েছিল। তাই গানটা ইউটিউবে ক্লিক করে শোনার পাশাপাশি আমি নিজেও সুর মিলানোর চেষ্টা করেছিলাম। এরপর নিজের মতো করে গানটা কভার করার চেষ্টা করেছিলাম। জানিনা খালি কন্ঠে গান কভার কেমন হয়েছে। আপনাদের কতটা ভালো লাগাতে পেরেছি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার থেকে কেমন গান শোনার আশা করেন আর শিল্পী মনির খানের ভালোলাগার কোন গান থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমার যদি সম্ভব হয় চেষ্টা করব গানটা কভার করার।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png


পোস্টের বিবরণ


গুরুত্বপূর্ণতথ্য
পোস্টগান কভার
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
Editing appspixelLab, InShot & picsart
লোকেশনগাংনী-মেহেরপুর
দেশবাংলাদেশ


গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় উপস্থিত হব ভাললাগার কোন গান নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png




file-g5jU1EzEHAcdc41yLeGvhd2C.webp


Sort:  
 7 months ago 

বেশ সুন্দর গান কভার করেছেন আপনি। বুকের মাঝে সুখের কাঁটা এই গানটি আমার খুব পছন্দের। আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। আসলে মনির খানের গান আমার কাছে শুনতে খুব ভালো লাগে। এতো সুন্দর মিষ্টি কন্ঠে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 6 months ago 

মন্তব্য দেখে অনেক অনেক খুশি হলাম ধন্যবাদ

 7 months ago 
 7 months ago 

আপনার কন্ঠে সুন্দর সুন্দর গানগুলো শোনার জন্য আমি তো প্রতিনিয়তই অপেক্ষায় থাকি। আপনি এত সুন্দর গান করেন যে, গানগুলো শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায় সাথে সাথে। সব সময়ের মত আপনার আজকের গানের কভারটাও দারুন ছিল। নিজের মতো করে আপনি এই গানে খুব সুন্দর করে সুর দিয়েছেন। এই গানটা একবার শুনে আরো শুনতে ইচ্ছে করছিল। ধন্যবাদ এত সুন্দর করে এটা ভাগ করে নেওয়ার জন্য।

 6 months ago 

এ সপ্তাহে শুনতে পারবেন ভাই

 7 months ago 

আপনার গানটি শোনতে অনেক ভালো লাগলো
আসলে এখন আর আগের মতো সময় নিয়ে গান শোনা হয় না। তবে মাঝে মাঝে শোনতে পারলে অনেক ভালো লাগে। অনেক দিন পরে মনির খানের গান শোনলাম। আপনি অনেক সুন্দর গান করেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

ভালো লাগলো জেনে খুশি হলাম

 7 months ago 

আমাদের সবার প্রিয় শিল্পী মনির খানের গান গুলো খুবই সুন্দর। বিশেষ করে মনির খান বিরহের গান গুলো বেশি গাইতেন। আপনি আজকে অনেক সুন্দর একটি গান কভার করলেন মনির খানের গাওয়া গান। আপনার গান কভার শুনে আমার বেশ ভালো লেগেছে। দারুণ কন্ঠে গান গেয়ে শেয়ার করলেন।

 6 months ago 

হ্যাঁ ঠিক বলেছেন এর গানগুলো আমার খুব ভালো লাগে

 7 months ago 

অনেক সুন্দর একটি গান কভার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গান শুনতে আমার খুব ভালো লাগে। এত সুন্দর গান কভার করেছেন শুনতে পেরে খুব ভালো লাগলো আমার। মনির খানের বেশ কিছু গান আমারও খুব ভালো লাগে।

 6 months ago 

খুব সুন্দর মন্তব্য করেছেন আপনি

 7 months ago 

আপনার কন্ঠে গান শুনতে আমার অনেক ভালো লাগে ভাইয়া। আমি এর আগেও আপনার কন্ঠে একদম পাশে বসে শুনেছি অনেকগুলো গান শুনেছি। আপনার মিষ্টি কন্ঠটা আমি অনেক পছন্দ করি। আশা করব এভাবে সুন্দর সুন্দর গান পরিবেশন করবেন আমাদের কাছে।

 6 months ago 

গানটা শুনে মন্তব্য করার জন্য ধন্যবাদ

 7 months ago 

23-01-25

Screenshot_20250123-130126.jpg

Screenshot_20250123-130026.jpg

 7 months ago 

শিল্পী মনির খানের গান গুলো শুনতে বেশ ভালোই লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মনির খানের একটি জনপ্রিয় গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো।পুরো গান টি একদম সুন্দর ভাবে পরিবেশন করেছেন।

 6 months ago 

উৎসাহ পেলে আবারো কভার করব

 7 months ago 

ভাইয়া আপনি আজকে অনেক সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার শেয়ার করা গানটি শোনা হয়নি তবে আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালোই লাগলো।বলতে গেলে আপনার কন্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 6 months ago 

পাশে থাকার জন্য ধন্যবাদ