গান কভারঃ-💕“আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো”💞
সবাই কেমন আছেন??
আমি@samhunnahar।
গান | “আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো” |
---|---|
শিল্পী | কামরুজ্জামান রাব্বি |
গীতিকার | অজানা |
সঙ্গীত | অজানা |
আমার আজকের গান কভার লিংক
[গানের লিরিক্স]
অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালবাসা
তোমারে না পাইলে এই জীবন বৃথা (বন্ধু)
অন্তরে না রাখলেও মুখে মুখে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে (বন্ধু)
জিন্দা থাকতে না ডাকিলে ও মইরা গেলে ডাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
মাহবুব ভেবে বলে মায়ের কোলেই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা (দয়াল)
দুনিয়ার সবাই ভালা তাগোই বুকে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
সোর্স
প্রিয় বন্ধুরা আমার আজকের গান কভার আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।আজ আমি এখানে আমার লেখা শেষ করতেছি।আবার উপস্থিত হব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন। |
---|
🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আরে বাহ আপনি তো খুব সুন্দর একটি গান কভার করেছেন। গানটি আপনার কন্ঠ শুনে সত্যি খুব ভালো লাগলো। গানটি মাঝে মাঝে আগে শুনতাম। আপনি কেন এত বিরহের একটি গান পরিবেশন করেছেন তা খুবই জানতে ইচ্ছে হয়। যাইহোক এত চমৎকার গান আমাদের মাঝে সুন্দরভাবে মিষ্টি কন্ঠে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কেন জানিনা এমন বিরহের গানগুলো আমার গাইতে আর শুনতে খুব ভাল লাগে।
এই গান কখনো শুনা হয়নি তবে আজকে আপনার কণ্ঠে শুনে খুব ভালো লাগলো। আমি গান গাইতে পারিনা তবে আপনাদের কণ্ঠে শুনতে আমার অনেক ভালো লাগে। এর আগেও আপনার অনেক গান শুনেছি খুব সুন্দর গান করেন আপনি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য।
গানটি আমার কাছে অনেক ভালো লাগে আপু আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন বেশ ভালো লেগেছে।
চমৎকার একটি গান কভার করেছেন আপু ৷ আসলে একটা সময় এই গানটা ভালোই শুনতাম ৷ ভালো লাগতো আমার এই গানটি ৷ আজ বহুদিন পর আবারও আপনার কন্ঠে এই গানের কভার শুনে অনেক ভালো লাগলো ৷ চমৎকার গেয়েছেন ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
আপনি ঠিক বলছেন এই গানটি অনেক ভালো লাগে আমিও একটা সময় অনেক শুনতাম তবে এখন মাঝে মাঝে শুনি।
আপনার মত আমারও কেন জানি না বিরহের গানগুলো শুনতে খুব ভালো লাগে। আগে তো বান্ধবীরা খুব ঠাট্টা করত যে আমি প্রেমের ছ্যাকা খেয়েছি তাই বিরহের গান শুনি। আসলে এরকমটা কিছুই না। শুনতে ভালো লাগে তাই। খুবই সুন্দর হয়েছে আপু আপনার কভার করা গানটি। আমার খুব পছন্দের একটি গান এটি। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর এই গানটি।
গান শুনলে আসলে ছ্যাকা খাওয়ার কিছু নাই।যার যে রকম গান ভালো লাগে আপু সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ।
এই গানটি আমার তেমন একটা শোনা হয় নি। তবে আজ আপনার কন্ঠে শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার গান এর আগেও আমি শুনেছি, আপনি খুব সুন্দর করে আমাদের কে গান শোনান। আপনার কন্ঠে গান শুনতে আমার ভালই লাগে। এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
গানটি শোনার মতো আপু শুনলে ভিন্ন ধরনের একটা অনুভূতি কাজ করে তবে মাঝে মাঝে শুনেন আপু ভাল লাগবে।
আপু অতীতের কথা গুলো পুরনো সৃতি গুলো আমি ভুলে যেতে চাই ৷ আর ভালো কাকে খুজবো সবাই এরকম ৷
কে বলেছে আপনি ভালা না আপনি তো আমার ব্লগের সেরা ৷ হাহাহাহাহা!!!
যা হোক আপু মজা করলাম ৷ সত্যি মাঝে মধ্যে গান শুনতে বা গাইতে ভালোই লাগে ৷ তবে আপনার গানের গলা বেশ চমৎকার ৷ অনেক ভালো লাগলো লাগলে আপু ৷
অতীতের কথা আর পুরনো স্মৃতিগুলো ভুলে যেতে চাইলেও ভুলা যায় না।
https://steemit.com/hive-129948/@samhunnahar/2cbrpj
একটা সময় এই গানটা খুব ই ফেভারিট ছিল আমি নিজেও ট্রাই করেছিলাম হয়তো, আপনি মাশাল্লাহ খুব চমৎকার গান করতে পারেন, মিউজিক টা বোধহয় এই গানের নয় তবে বেশ সুন্দর লাগছে আপনার কণ্ঠের সাথে একদম মিলে গেছে।
আপনি গানটি কভার করেছিলেন তবে শুনতে পারিনি যদি সম্ভব হয় আরেক বার কভার করবেন ভাইয়া আপনার কন্ঠ একবার শুনতে চাই।
আপনি প্রায়ই গানের কাভার করে থাকেন এবং এটা আমার খুব ভাল লাগে। আপনি আরেকটি সুন্দর গানের কাভার গেয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আমি ত ভালা না ভালা লইয়া থাইক গানটি খুব পরিচিত সবার কাছে এবং গানের কথাগুলো অর্থ বহন করে। ধন্যবাদ আপু।
আপনারা অনুপ্রেরণা দেন বলেই গান কভার করতে আমার ইচ্ছে হয় বেশ ভালো মন্তব্য করেছেন।