গান রিভিউ- রূপকথার জগতে ...... ||Song Review By@maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার ? আর বলবো না ভালো নেই।যেমনই আছি বেশ ভালোই আছি। আর ভালো আছি বলেই সারাদিনের ব্যস্ততার পর বসে গেলাম আপনাদের জন্য একটি পোস্ট শেয়ার করতে। পোস্ট শেয়ার না করতে পারলে মনটাই যেন কেমন উরু উরু লাগে। তাই তো শত কষ্টের মাঝেও পোস্ট করা হতে বিরত থাকিনি। বিরত থাকিনি নিজের একটিভিটিজ ধরে রাখতে। সেই ধারাবাহিকতায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নিজের আরও একটি ভালো লাগার পোস্ট শেয়ার করতে। দোয়া করবেন হাজারও ব্যস্ততার মাঝে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।
গান ভালোবাসে না তেমন মানুষ খুঁজে পাওয়াটাই বেশ কষ্টের। জীবনে একবার হলেও আমরা গুনগুনিয়ে গান করেছি। আর অনেকে তো সুর না থাকলেও গলা ছাড়িয়ে গান করি। তবে গানের ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক ধরনের। কেউ পছন্দ করে আধুনিক গান, কেউ পছন্দ করে পল্লীগীতি। আর কেউ বা পছন্দ করে ডুম তারাক্কা গান। তবে আমার কাছে কিন্তু যে গান মনের সাথে মিশে যায় সেই গানই বেশ ভালো লাগে। আর তাই তো আজ ভাবলাম নিজের পছন্দের গানের রিভিউ আপনাদের মাঝে একটু শেয়ার করি।

গানটির কিছু তথ্য
গানটির কিছু তথ্য
নাম | রূপকথার জগতে....... |
---|---|
শিল্পী | অবন্তি সিঁথী ও রেহান রাসুল |
কথা | সোমেশ্বর অলি |
মুক্তির তারিখ | 2021 |
★অবন্তি সিঁথী ও রেহান রাসুল
গানটি নিয়ে যত কথা
গানটি নিয়ে যত কথা
গানটি সম্পর্কে কিছু বলতে নিজের অজান্তেই মনের মধ্যে একটি ভালো লাগা কাজ করে। এ যুগের বা এ সময়ের গান হয়েও গানটির মধ্যে রয়েছে অন্য রকমের একটি টান। প্রিয় মানুষ কে ঘিরে এমন সুন্দর সুন্দর কথা এবং সুর গানটির মধ্যে দেওয়া হয়েছে যে গানটি একবার শুনলে বার বার শুনতে মনে চায়। গানটির মধ্যে প্রিয় জন কে চাওয়ার যে আকুলতা ফুটে উঠেছে তা সত্যিই বেশ মুগ্ধকর।

গানটির মধ্যে প্রিয় মানুষ কে ঘিরে হাজারও ভাবনার কথা প্রকাশ করা হয়েছে। আমাদের প্রত্যেকের ই কিন্তু প্রিয় মানুষ কে নিয়ে কিছু স্বপ্ন আর ভাবনাথাকে। যা হয়তো মনের মাঝে বারে বারে উকি দিয়েই যায়। তেমন করে এই গানটি প্রিয় মানুষের জন্য একজন মানুষের মনের মধ্যে জেগে উঠা হাজার কথা গুলো প্রকাশ করা হয়েছে। আর তাই তো প্রিয় মানুষটি কে না বলা কথা গুলোই আর স্বপ্নগুলোই যেন গানটির মধ্যে আমরা অনুভব করতে পারি। সেই দিক থেকে শিল্পী সুন্দর করেই গানটি তার ভক্তদের জন্য করতে পেরেছে।


গানটি কিন্তু এরই মধ্যে বেশ জনপ্রিয়। এ যুগের যুবক আর যুবতীদের কাছে বেশ জনপ্রিয় গানটি।গানটি শুনলে কেন জানি মনের ভিতর অন্য রকমের এক অনুভূতি তৈরি হয়। আর তৈরি হয় প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা।গানটির কথা, সুর আর কন্ঠ সবই কিছুই যেন ছেলেমেয়েদের আকর্ষণ করতে যথেষ্ট।আর সেই গানটির রিভিউ আজ চেষ্টা করলাম আপনাদের জন্য শেয়ার করতে।
আমার কাছে তো মনে হয় এমন সুন্দর কথা আর সুরের গান যদি বার বার ফিরে আসে তাহলে আমরাও গান গুলো বার বার গানগুলো শুনতেও আগ্রহ প্রকাশ করবো। আমার কাছে তো গানটির কথা আর সুর সেই সাথে লুকায়িত হাজার অভিযোগ শুনতে দারুন লেগেছে। আশা করি গানটির রিভিউ পড়লে আপনাদেরও বার বার গানটি শুনতে মনে চাইবে।

প্রাপ্তি: YouTube
ব্যক্তিগত মতামত
আমি জানিনা গানটি আপনাদের কার কার কাছে ভালো লাগে। তবে আমি গানটি যতবারই শুনি কোথায় যেন ভালোবাসার অনুভূতি অনুভব করি। সেই দিক থেকে আমি মনে করি গীতিকার দক্ষতা দিয়ে সুন্দর করে গানটি লিখেছিলেন, সুরকার গানটির সুর করেছেন এবং নিখুঁত সুরের মাধ্যমে গানটি ফুটিয়ে তুলেছেন। যার কারনে সেই সময়ে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। যা কিনা এই সময়ের ডিজিটাল ছেলেমেয়েদের কাছে সমান প্রিয়।
ব্যক্তিগত রেটিং
ব্যক্তিগত রেটিং
১০/১০
শেষ কথা
শেষ কথা
সত্যি বলতে আমার বেশ পছন্দের এই গানটির একটি রিভিউ করার চেষ্টা করলাম। আর আশায় রইলাম আপনাদের মতামতের। আশা করি আপনাদের সমালোচনার ঝড় দিয়ে আমাকে মুগ্ধ করবেন।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/maksudakawsar/status/1912889829358227807
https://x.com/maksudakawsar/status/1912889971154788380
https://x.com/maksudakawsar/status/1912890066088890615
https://x.com/maksudakawsar/status/1912890156656254976
https://x.com/maksudakawsar/status/1912890223576363068
https://x.com/maksudakawsar/status/1912890960901800089
https://x.com/maksudakawsar/status/1912890820707197133
https://x.com/maksudakawsar/status/1912890726758961562
https://x.com/maksudakawsar/status/1912890726758961562
https://x.com/maksudakawsar/status/1912890541983076856
https://x.com/maksudakawsar/status/1912893156464681074
https://coinmarketcap.com/community/post/357373825