সাউথ আফ্রিকা দলের অবস্থা আজকে অনেক খারাপsteemCreated with Sketch.

in #sports2 years ago

আজকে সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডের খেলা হচ্ছে। সাউথ আফ্রিকা টসে জিতে নেদারল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো। নেদারল্যান্ড প্রথমে ব্যাটিং করে ২৪৬ রান টার্গেট দিয়েছে। প্রথম দিক থেকেই নেদারল্যান্ড অনেক চাপের মধ্যে ছিলো। কারণ সাউথ আফ্রিকার বোলিং অনেক ভালো। রাবাডা ও জানসেন আজকে ভালো বোলিং করেছে। তবুও শেষ পর্যন্ত নেদারল্যান্ড ২৪৬ রান করেছিলো ৪৩ ওভারে৷ বর্তমানে সাউথ আফ্রিকা ব্যাটিং করতেছে। প্রথমটা ভালোমতই শুরু করার পরেও ৪৭ রানে ৪ উইকেট পরে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সাউথ আফ্রিকা ১১০ রানে ৬ উইকেট গিয়েছে। সাউথ আফ্রিকা তাদের প্রথম দুই ম্যাচ অনেক ভালো খেলেছিল। দুটি ম্যাচেই ডি কক ১০০ রান করেছিল। আজকে তিনি ভালো ব্যাটিং করতে পারেন নি। আমার মনে হচ্ছে না আজকে সাউথ আফ্রিকা ম্যাচটি জিততে পারবে। সাউথ আফ্রিকার এখনো ১৭ ওভারে এক বলে ১৩৫ রান প্রয়োজন হাতে আছে চার উইকেট। এখনও ক্রীজে যে মিলার আছে৷ আমরা জানি মিলার একজন ভালো মানের ফিনিশার। দেখা যাক আজকে তিনি কেমন খেলেন। তিনি কি পারবেন সাউথ আফ্রিকা দলকে জেতাতে?