অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর জয়ের মুখ দেখলো বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল অনুষ্ঠিত হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে টাইগাররা সিরিজে ১-১ সমতায় ফিরেছে। এই জয় শুধু মাঠের হিসেব-নিকেশে নয়, মনোবল ও আত্মবিশ্বাসের দিক থেকেও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৮ রান। ওপেনার পারভেজ হোসেন ইমন দুর্দান্ত ব্যাটিং করেন। ৬৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন তিনি। ৬টি চারের পাশাপাশি ছিল ৩টি ছক্কার মার। অন্যপ্রান্তে তানজিদ হাসান ৭ রান এবং নাজমুল হোসেন শান্ত ১৪ রান করে দ্রুত উইকেট হারান।
মাঝের দিকে তৌহিদ হৃদয় ৫১ রানের দারুণ এক ইনিংস খেলে দলের রান বাড়াতে সহায়তা করেন। তিনি ৬৯ বল খেলে ২টি চার মারেন। তবে দুঃখজনকভাবে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৯ শামিম হোসেন ২২ এবং উইকেটকিপার জাকের আলী ২৪ রানের ছোট ছোট ইনিংস খেলে দলের সংগ্রহ ২৪৮ পর্যন্ত নিয়ে যান।
শ্রীলঙ্কার পক্ষে অসিথা ফার্নান্দো দারুণ বল করেন। তিনি ৪টি উইকেট নেন মাত্র ৩৮ রানে। ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ১ উইকেট।
দ্বীপ রাষ্ট্র লংকানদের লক্ষ্য ছিল ২৪৯। তবে কারা শুরুটা ভালো করতে পারেনি। ওপেনার নিশান মাদুশকা করেন ১৭ রান। আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা মাত্র ৫ রানে ফিরে যান। তবে দ্রুতগতির ব্যাটিংয়ে কুশল মেন্ডিস খেলেন ৩১ বলে ৫৬ রানের দারুণ ইনিংস। তার ৯টি চার ও ১টি ছক্কা শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করে। এরপর কামিন্দু মেন্ডিস ৩৩ এবং অধিনায়ক চারিথ আসালাঙ্কা ৬ দ্রুত ফিরে গেলে বিপদে পড়ে লঙ্কানরা।
মাঝের দিকে জেনিথ লিয়ানাগে খেলেন ৭৮ রানের দুর্দান্ত ইনিংস। ৮৫ বলে ৭টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। কিন্তু তার লড়াই শেষ পর্যন্ত কাজে আসেনি। বাকিদের ব্যর্থতায় ৪৮.৫ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ২৩২ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে তানভীর ইসলাম ছিলেন সবচেয়ে সফল। ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। তাসকিনের অনুপস্থিতিতে দলে আসা তানভীর অসাধারণ বল করেন। এছাড়া তানজিম হাসান শাকিব ও মোস্তাফিজুর রহমান ১টি করে উইকেট নেন। দলের সবাই দুর্দান্ত ফিল্ডিং করে শ্রীলঙ্কাকে চাপে রাখে।
ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যায় তানভীর ইসলামের বল হাতে জ্বলে ওঠা এবং কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিসকে দ্রুত ফেরত পাঠানো। এছাড়া রান আউটের কারণে তৌহিদ হৃদয়ের উইকেটটি হারানো বাংলাদেশের জন্য হতাশাজনক হলেও, বাংলাদেশের বোলাররা ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম হন।
পারভেজ হোসেন ইমন তার ৬৭ রানের ইনিংস দিয়ে ম্যাচের ভিত্তি গড়ে দেন। আবার তানভীর ইসলাম ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠেন। দুইজনের অবদানেই বাংলাদেশ কাঙ্খিত জয় পায়। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে দুই দল ১-১ সমতায় রয়েছে। শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। তাই শেষ ম্যাচে দুই দলই নিজেদের সেরা খেলাটা দেখাতে চাইবে।
অবশেষে টাইগারদের মুখে হাসি ফুটেছে। টিম স্পিরিট, বোলারদের দায়িত্বশীলতা ও ব্যাটসম্যানদের সংগ্রামী মানসিকতার ফলেই জয় এসেছে। এই জয় দেশের ক্রিকেটভক্তদের জন্যও ছিল স্বস্তির। শেষ ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
ব্লগার: @joniprins
কমিউনিটি: আমার বাংলা ব্লগ
তারিখ: ০৬ জুলাই ২০২৫
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
বাংলাদেশ বনাম শ্রীলংকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আমি খুব সুন্দর উপভোগ করছি। তবে বাংলাদেশের ইমন ও তাওহিদ হৃদয় অনেক সুন্দর একটি রান নিয়ে আসছে।তবে যাইহোক যেটুকু রান করছে তারা কিন্তু ম্যাচ জিতার মতো রান করছে।তবে তারা সহজ ম্যাচটি কঠিন ভাবে জিতেছে এটা একটু আমার ভয় লেগেছে।যাই হোক বাংলাদেশ টিমের জন্য সব সময় অনেক অনেক শুভকামনা রইলো।
https://x.com/RamimHa74448648/status/1942246472600482128?t=LiBNV97a-K_MHtqRJ1MCug&s=19
https://x.com/RamimHa74448648/status/1942248573560819786?t=4_1TCgQ0CTFB3cJMvu6rtA&s=19