এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে জয় পেল বাংলাদেশ।।
বাংলা ভাষার কমিউনিটি
Screen Short Form- Asian Cricket Council
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
এশিয়া কাপের উত্তেজনা সবসময়ই অন্যরকম হয়ে থাকে। গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি সেই উত্তেজনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। এই ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল বাঁচা-মরার লড়াই, কারণ জয় ছাড়া অন্য কিছুই তাদের শেষ চারে জায়গা পাওয়ার আশা বাঁচিয়ে রাখতে পারত না। আর ঠিক সেই জায়গাতেই সাকিবহীন বাংলাদেশ দল অসাধারণ দলীয় প্রচেষ্টায় আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে টিকে থাকার আশা জাগালো।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ কিছুটা সতর্কভাবেই শুরু করে। ওপেনার সাইফ হাসান ৩০ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন। তবে আসল ইনিংস খেলেন তরুণ তারকা তামিম হাসান। মাত্র ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যার মধ্যে ছিল ৪টি চার এবং ৩টি ছক্কা। তার ব্যাটিং ছিল দলকে সামনে এগিয়ে নেওয়ার মূল চালিকা শক্তি।
Screen Short Form- Asian Cricket Council
এছাড়া তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ও চমৎকার ব্যাটিং করেন। তিনি ২০ বলে ২৬ রান করে দলের রান সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। লিটন দাস এবং শামিম হোসেন তেমন বড় ইনিংস খেলতে না পারলেও, শেষ দিকে জাকের আলি ও নুরুল হাসান ছোট ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলে দলকে ২০ ওভারে ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন। বিশেষ করে নুরুল হাসানের ৬ বলে ১২ রানের ইনিংসটি ছিল ম্যাচের গতিপথ নির্ধারণে সহায়ক।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই বিপদে পড়ে যায়। প্রথম ওভারেই নাসুম আহমেদের দুর্দান্ত বলিংয়ে শূন্য রানে আউট হন সাইদুর রহমান আতাল। এরপর কিছুটা লড়াই জমাতে চেষ্টা করেন উইকেটকিপার-ব্যাটার রহমতউল্লাহ গুরবাজ। তিনি ৩১ বলে ৩৫ রান করেন, যার মধ্যে ছিল ২টি চার ও ২টি ছক্কা। কিন্তু তিনিও বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হন।
মাঝে গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবী কিছুটা আশা জাগালেও বাংলাদেশের বোলাররা সবসময় নিয়ন্ত্রণ ধরে রাখেন। আসল প্রতিরোধ আসে আজমাতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে। মাত্র ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলে তিনি ম্যাচে রোমাঞ্চ ফিরিয়ে আনেন। ৩টি ছক্কা হাঁকিয়ে যখন মনে হচ্ছিল আফগানিস্তান ম্যাচ বের করে নেবে, তখনই টাসকিন আহমেদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তার উইকেট তুলে নেয় বাংলাদেশ।
Screen Short Form- Asian Cricket Council
শেষ দিকে কারিম জানাতও দলকে টেনে নিতে ব্যর্থ হন। ফলে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান থেমে যায় ১৪৬ রানে, যা বাংলাদেশের জন্য ৮ রানের স্বস্তির জয় এনে দেয়।
বাংলাদেশের জয়ের নেপথ্যে সবচেয়ে বড় অবদান ছিল বোলারদের। নাসুম আহমেদ শুরুতেই দুই ওপেনারের উইকেট তুলে নিয়ে ম্যাচের ভিত গড়ে দেন। রিশাদ হোসেনও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়ে চাপ ধরে রাখেন। মুস্তাফিজুর রহমান ও টাসকিন আহমেদও কার্যকর বোলিং করেন। বিশেষ করে ডেথ ওভারে তাদের নিয়ন্ত্রিত বলিংই আফগানিস্তানের রান আটকে দেয়।
এই জয় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখনো তাদের শেষ চারে ওঠার সম্ভাবনা টিকে আছে। ১৮ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান যদি হারে কিংবা কম রানে জয় পায়, তবে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার পথ উন্মুক্ত থাকবে। এ কারণে এই জয় শুধু পয়েন্ট টেবিলে নয়, মানসিকভাবেও বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে।
Screen Short Form- Asian Cricket Council
ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। বাংলাদেশ ব্যাটিংয়ে বড় রান তুলতে না পারলেও দলীয় প্রচেষ্টা ও সঠিক সময়ে উইকেট তুলে নেওয়ার দক্ষতাই জয় এনে দিয়েছে। তরুণদের পারফরম্যান্স, বিশেষ করে তৌহিদ হৃদয়ের ব্যাটিং ও রিশাদ-নাসুমের বোলিং, বাংলাদেশ দলের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করেছে।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এই জয় নিঃসন্দেহে এক বড় স্বস্তির নিশ্বাস। এখন শুধু অপেক্ষা ১৮ তারিখের ম্যাচের ফলাফলের দিকে, যেখানে ঠিক হবে বাংলাদেশ এশিয়া কাপের শেষ চারে জায়গা করে নিতে পারবে কি না।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও অবশেষে আমাদের দেশ জয় পেয়েছে। তবে এই ম্যাচ হেরে গেলে এশিয়া কাপ থেকে এবারের মতো বিদায় নিতে হতো। শেষ পর্যায়ে গিয়েও অনেকটাই চাপের মধ্যে ছিল। যাইহোক যেহেতু জিতে গিয়েছে আশা করি আগামী ম্যাচগুলোতেও ভালো করবে টাইগার টিম। সুন্দর রিভিউ করেছেন ভাই।