স্পোর্টস রিভিউ :- হোয়াইটওয়াশ এড়াতে গিয়ে বিধ্বস্ত বাংলাদেশ।

in আমার বাংলা ব্লগ10 months ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।


IMG_20241014_084004.jpg

খেলার রিভিউ।


IMG_20241014_084047.jpg

এর আগের ম্যাচের মত আজকের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও সূচনা ভালো হয়নি ইন্ডিয়ার ব্যাটসম্যানদের। শুরু করে প্রথম উইকেট হারাতে হয় তাদের। তবে ভারত টি-টোয়েন্টিতে কতটা ভয়ংকর হতে পারে সেটা আমরা আগে থেকেই জেনেছি। আর এই কারণে হয়তোবা এভাবে তারা তাদের আসল রূপ দেখাতে পারে। তারপরও দেখা যাক শেষ পর্যন্ত কতটা দূরে এগোতে পারে। তবে টি-টোয়েন্টি খেলায় প্রথম দিকে উইকেট ফেলে দিতে পারলে বেশ প্রতিপক্ষকে চাপে রাখা যায়। যদিও জানি তাদেরকে চাপে রাখা এতটা সহজ নয়।

IMG_20241014_084029.jpg

প্রথম উইকেট হারানোর পরে শামজুর উইকেটে আর তারা উইকেটে থাকার পর মনে হয় যেন উইকেটে তাণ্ডব চলছে একপ্রকার। দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপে রান করেন এই দুই বেটার। সেই সময় খেলা দেখার সময় মনে হয়েছিল এ যেন পাড়াগাঁয়ের পাড়ার কিছু পেলেয়ার বল করছে এবং এরা ব্যাট করছে। বাংলাদেশের বলার রিশাদের এক ওভারে পাঁচটা ছয় মারেন। বুঝতেই পারছেন শেষ দশ ওভার না হতে রান ১৫০ ছাড়িয়ে গেছে । তাহলে বোঝাই যাচ্ছে আজকের রান তিনশর কোঠায় পৌঁছাবে, যা ৫০ ওভারও করা সম্ভব হয়ে ওঠেন অনেক সময়। কিন্তু তার খেলে দেখে যাচ্ছে সেই সম্ভাবনা ।

IMG_20241014_084016.jpg

সামঝু তার অসাধারণ করেন ৪০ বলে একশত রান। আর এর মধ্যে এক ওভারে ছক্কা মেরেছেন পাঁচটি। অসাধারণ ব্যাটিং এত সুন্দর ব্যাট করেছিল খেলা দেখে মনে হয়েছিল টি টেন খেলা করছে তারা। খেলা দেখার সময় একটা বিষয় লক্ষ্য করলাম কোন বল সহজে সে পরহস্ত হয়নি প্রত্যেকটা বল চমৎকার শট করেছেন। বাংলাদেশের বোলিংরা যেন একপ্রকার নাস্তা বোধ হয়ে পড়েছে। যেখানে যেভাবে বল ফেলছে সেখানে সে বাউন্ডারি হাকাচ্ছে । মনে হয়েছিল যেন পিসের উপরে একপ্রকার ঘূর্ণিঝড় চলছে। ভাবা যায় ১৫ ওভার খেলা না হতে রান ২০০ পার হয়ে গেছে।

IMG_20241014_084004.jpg

ইন্ডিয়ান বেটারদের সেই দানবীয় খেলায় শেষ পর্যন্ত তাদের রান থামে 297 রানে, ছয় উইকেট হারিয়ে। তবে বলে রাখি এর মধ্যে একটা কথা তারা একটা রেকর্ড ছুঁয়ে দিত যদি তারা১৪ ওভারের আগে ২০০ রান করতে পারতো। যে রেকর্ডটি করেছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এখন বাংলাদেশকে এই রান টপকাতে হলে আমার মনে হয় তিনবার ব্যাট করতে হবে। আসলে এসেছে সেই অনেক মার মুখে ভূমিকায় খেলেছে অর্থাৎ তাদের টার্গেট ছিল মনে হয় ৩০০ রান পার করে দেবার যাই হোক সর্বশেষে তারা ৩০০ রানের কাছাকাছি করতে পেরেছে।

IMG_20241014_083929.jpg

বাংলাদেশ সেই সূচনা তাদের খেলা প্রথমেই তারা উইকেট হারিয়ে তোপের মুখে পড়ে যায় আর ইন্ডিয়ার বোলারদের সামনে কোনোভাবেই তারা ভালো কিছু করে উঠতে পারছে না। একই পিসের তারা চালিয়েছে তাণ্ডব আর এরা ব্যাট তুলে খেলতেই পারছে না। যদিও খেলতে গেলে দেখা হচ্ছে প্রথমে দেখে উইকেট পড়ে চাপে পড়ে যাচ্ছে। আসলে ওভার প্রতি প্রায় ১৫ করে রান নিতে হবে। তাহলে আপনি বুঝতে পারছেন একটা বল ডটমানে মনে হচ্ছে যেন ইকনোমিক রান বেড়েই চলেছে।

IMG_20241014_083915.jpg

দেখতে দেখতে খেলা দশ হবার না হতেই বাংলাদেশের তিন উইকেট পড়ে যায়। আসলে যেখানে সাত ওভার বাট অপরের রানের করার কথা ছিল প্রায় 100 এর উপরে। যদি ম্যাচ জেতার জন্য খেলতে হয় তাহলে তাদেরকে আরো ভালো করা দরকার ছিল কিন্তু তারা মাত্র তিন উইকেটে হারিয়ে পড়ে প্রথম দশহরের মধ্যেই। যদিও এই ম্যাচ জেতা তাদের জন্য অসম্ভব তারপরও একটা ভালো স্কোর করা দরকার ছিল কিন্তু মনে হয়না তারা দেড়শ পাগল পার হতে পারবে। আসলে টি-টোয়েন্টি খেলা এমন নয় পর প্রতিপক্ষ যেভাবে খেলবে ঠিক সেভাবেই খেলা দরকার।

IMG_20241014_083859.jpg

শেষ পর্যন্ত বাংলাদেশের কোন প্লেয়ার ভালো কিছু করতে পারেনি শুধু তৌহিদ হৃদয় যে রান টুকু করেছে এতোটুকুই। হয়তোবা সে এই রানটা না করতে পারলে প্রায় 200 + রানে পরাজিত হতো। তবুও বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত তারা ভারতের কাছে ১৩৩ রানের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে হেরেছে। বলা যেতে পারে লজ্জা জনক হার হেরেছে। যেখানে টি-টোয়েন্টি ম্যাচে মোট রান করে ১৩৩, সেখানে ১৩৩ রানে জেতাটা সত্যি গর্বের বিষয়। বলতেই হয় ইন্ডিয়ার ব্যাটিংরা দারুণ খেলেছে।


পোস্ট বিবরণ

শ্রেণীস্পোর্টস
ডিভাইসpoco M2
স্ক্রিনশট সোর্সSports live
লোকেশনমেহেরপুর


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

খেলাধুলায় হার জিত থাকবে এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি হার-জিত বড় জিনিস নয় খেলা দেখার আনন্দটাই বড় জিনিস। কিন্তু অনেকেই হতাশায় পরিণত হয় খেলা দেখতে গিয়ে। এটা আমি মোটেও পছন্দ করি না। কারণ এটা খেলাধুলা এটা ইনজয়ের বিষয়। আর সেই দৃষ্টিকোণ থেকে দেখলে পারে কষ্টটা কম লাগবে। যাহোক খেলার বিষয়ে বিস্তারিত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

প্রত্যেকটা জিনিসের পেছনে একটা লক্ষ্য থাকে তাই হার জিত একটা বড় ব্যাপার থাকে। খেলাধুলা আনন্দের বিষয় এটা কষ্টের বিষয় না।

 10 months ago 

আপনার পোস্টের টাইটেল টা দেখে আমার বেশ ভালো লেগেছে সাথে হাসিও পেয়েছে। সত্যি সত্যি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। এমনভাবে পিটিয়েছে সেটা বলার বাইরে। বাংলাদেশের বোলারদের যেন কোন পাওাই দেয় নাই ভারতীয় ব‍্যাটসম‍্যান রা।

 10 months ago 

কি বলবো কোন কিছু বলার নেই ভাই।