২২ ই শ্রাবণ!!

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বুধবার, ৬ ই আগষ্ট ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000584747.png


আজ ২২ শে শ্রাবণ। হঠাৎ আজ বাংলা ক‍্যালেন্ডার নিয়ে কেন পড়লাম এটা অনেকের কাছেই প্রশ্ন হতে পারে। এই ২২ শে শ্রাবণের সাথে বিখ‍‍্যাত একজন মানুষ জড়িয়ে আছে। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস। অর্থাৎ উনি এই ২২ শে শ্রাবণে মৃত্যুবরণ করেছিলেন। বিশ্বকবির প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। বাংলা সাহিত‍্যকে উনি যা দিয়ে গিয়েছেন সেটা অসামান্য। বাংলা সাহিত‍্যের এমন কোন ক্ষেএ নেই যেখানে উনার হাত পড়েনি। কবিতা থেকে শুরু করে ছোটগল্প উপন‍্যাস প্রবন্ধ নাটিকা গান সবকিছুতেই উনি উনার প্রতিভার পরিচয় দিয়ে গিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমার পরিচয় খুবই ছোটবেলা সেই ক্লাস টু তে থাকতে হবে সম্ভবত। উনার কোন কবিতা পড়ার মাধ্যমে জেনেছিলাম উনার নামটা।

তারপর যতই সামনে গিয়েছি রবীন্দ্রনাথ নামক সাগরের গভীরতা বুঝতে পেরেছি। আমাদের জাতীয় সংগীত এর রচয়িতা এই রবীন্দ্রনাথ ঠাকুর। তবে আমি কথা বলব আরেকটু ভিন্ন বিষয় নিয়ে। আমাদের বাংলাদেশের একটা বৃহৎ অংশ রবীন্দ্রনাথ ঠাকুর কে ঘৃণা করে। এবং ঘৃণা করার যুক্তিগুলো খুবই অদ্ভুত। একটা বিশাল অংশের মানুষ উনাকেনাকে ঘৃণা করে শুধুমাত্র উনি হিন্দু বলে। আমি কখনোই উনার ধর্ম কে গুরুত্ব দেয়না। রবীন্দ্রনাথ একজন মানুষ ছিলেন। ছিলেন অসামান্য একজন লেখক কবি। আমি সবসময় উনার লেখাগুলো পড়ার চেষ্টা করি। এবং সেগুলো পড়ার পর বরাবরই উনার প্রতি আমার সম্মান শ্রদ্ধা বেড়ে যায়। ধর্মকে অস্ত্র করে উনাকে যারা হিংসা করে তারা ছাগল ভিন্ন আর কিছু না।



আমাদের দেশের একশ্রেণির ছাগল উনাকে ঘৃণা করে উনি ভারতীয় বলে। এবং তারা আবার পছন্দ করে কাজী নজরুল ইসলাম কে। কাজী নজরুল ইসলাম নিজেও একজন ভারতীয়। উনি জাতীয় কবি হওয়ার আগে মাএ একবার বাংলাদেশে এসেছিলেন। কিন্তু এই মূর্খগুলোকে আপনি এগুলো কখনোই বুঝাতে পারবেন না। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কে অনেক শ্রদ্ধা করতেন সম্মান করতেন। দুজন দুজনের প্রতি তাদের লেখাও উৎস্বর্গ করেছেন। কিন্তু এদের আপনি কখনোই যুক্তি দিয়ে বোঝাতে পারবেন না। আবার এমন প্রোপাগাণ্ডাও প্রচলিত আছে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের লেখা চুরি করে নোবেল পেয়েছেন। অথচ গাধাগুলো ভেবে দেখে না রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরষ্কার পেয়েছে তখন নজরুলের বয়স মাএ ১৪।

এইরকম আরও বেশ কিছু প্রোপাগাণ্ডা প্রচলিত আছে এই মূর্খদের মুখে মুখে। যাইহোক সব আর না বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবসময়ই এক অসাধারণ কিছুর ইঙ্গিত দিয়ে গিয়েছে। কিন্তু আমরা সেগুলোর মূল‍্যায়ন করতে পেরেছি খুব সামান্যই। উনারা যে চিন্তা ভাবনা নিয়ে ঐসময়ে লিখেছেন। আমাদের যতটা এগিয়ে দিয়ে গিয়েছিলেন ঐসময়ে। কিন্তু আমরা এখন দিনে দিনে পিছিয়ে যাচ্ছি। সত্যি বলতে আমরা ঐসময় থেকে এখন অনেক পিছিয়ে। জ্ঞানে পিছিয়ে চিন্তা ভাবনায় পিছিয়ে। আমরা এখনও ঐরকম মুক্তমনের বা মুক্ত চিন্তার অধিকারী হতে পারিনি। আজ ২২ শে শ্রাবণ বিশ্বকবির প্রয়াণ দিবসে তাকে অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.