My Dream Squad of Football/Soccer ||| My favourite players list and review ||| @amirhamja79999 ||| Date :12--05--2021

in Steem Bangladesh4 years ago (edited)

IMG_20210512_180146.jpg

আজকে আপনাদেরকে আমার জীবনের সবচেয়ে প্রিয় গেম সম্পর্কে আলোচনা ও কিছু কথা শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি বরাবরই একজন ফুটবল ফেন। ফুটবল খেলাটাকে আমার জীবনের একটা অংশ হিসেবে ধরে নিয়েছি।সেটা সাপোর্টার হিসেবেই হোক বা লুকাল কম্পিটিশন হোক। তো সবারই কম বেশি খেলা দেখেন। সবারই কিছু না কিছু প্রিয় পছন্দের খেলোয়াড় রয়েছে। যাদেরকে আপনি আপনার মনের কোঠায় একত্রে দেখতে চান।ইচ্ছা পোষণ করে যাতে তারা সবাই এক টিমের হয়ে খেলে। তো আমারো সেরকম একটা স্বপ্নের টিম রয়েছে।আমিও চাই তারা যদি কোনোদিন এক টিমের হয়ে ম্যাচ খেলতো। তো দেখে নেয়া যাক আমার স্বপ্নের দলের প্লেয়ার গুলো ও তাদের সম্পর্কে কিছু আলোচনা

GK

SAVE_20210512_195258.jpg

[Source]
https://images.app.goo.gl/KZkumJydfVBtNXNCA

Manual Neuer*
ইনিই হলেন আমার ড্রিন টিমের গোলকিপার বা GK. জার্মান দলের একজন নিয়মিত খেলোয়াড়(((গোলকিপার)))দারুন সেভ, বল ক্লিয়ার করে দেয়া,বিপদজনক সময়ে উপরে উঠে এসে বল ক্লিয়ার করে দেয়া, এক কথায় বলতে গেলে Just Awesome ইনি ২০১৪ বিশ্বকাপের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে বায়ার্ন মিউনিখ ক্লাবের হয়ে খেলতেছেন। এই খেলোয়াড় গোলকিপিং করা মানে একজন ডিফেন্স কম লাগা।উনার বল সেভিং গুলো অসাধারণ

RB

SAVE_20210512_195901.jpg

(Source)
https://images.app.goo.gl/1nArrkAFBmQp4rYK6

Pique

শুরতেই বলে রাখি,,,এখানে আমি আমার পছন্দের একাদশ সম্পর্ক আলোচনা করবো,,,কে কোন পজিশনে খেলে সেটা সম্পর্কে নয়। তো Right Back তে Piqu কে আমি নির্বাচন করেছি আমার প্রিয় একাদশে। ইনি স্পেনে দলের একজন নিয়মিত খেলোয়াড় । যদিও উনি CB তে খেলেন। এই প্লেয়ারের বল ক্লিয়ার করার ক্ষমতা দুর্দান্ত। যে কোনো সময় যে কোনো প্রতিপক্ষের এটাকিং প্লেয়ারকে রুখে দিতে সক্ষম। এই প্লেয়ার স্পেন দলে থাকার সময় থেকেই অনেক ভালো ফর্মে রয়েছে দেশটি৷ সেইসাথে ২০১০ বিশ্বকাপের দলে খেলেছিলেন এই প্লেয়ার এবং একটি বিশ্বকাপ জিতেছেন৷

LB

SAVE_20210512_200516.jpg

[Source]
https://images.app.goo.gl/35gTHM8EAWoan8gB8
Hummels
জার্মান দলের একজন প্লেয়ার। ২০১৪ বিশ্বকাপের সময় উনি দলে নিয়মিত খেলোয়াড় ছিলেন৷ বর্তমানে জার্মান দল থেকে খেলোয়াডি জীবন শেষ করে অবসরে গিয়েছেন। এই প্লেয়ারের জার্মান দলে থেকে একটি বিশ্বকাপ জিতেছেন ২০১৪ সালে। তিনি একজন মুসলমান খেলোয়াড়। তার খেলার ধরন সেই সাথে ব্যাবহার সব দিক থেকে তিনি খুবই সুন্দর মনের একজন মানুষ। জার্মান টিম তাকে আজীবন মনে রাখবে।

CB

SAVE_20210512_202554.jpg

[Source]
https://images.app.goo.gl/b3TaFJ4zumfmoU6c9
Sergio Ramos
বর্তমানে ডিফেন্স লাইনের এক আতংকের নাম সারজিও রামোস।স্পেন দলের একজন নিয়মিত খেলোয়াড় যিনি ২০১০ বিশ্বকাপে একটি বিশ্বকাপ জিতিয়েছিলেন জার্মান দলকে।তার রন কৌশল, ক্ষিপ্রতা,বল ক্লিয়ার করে বিপরীত দলের এটাকিং প্লেয়ারদের কাবু করে দেয়াতে তিনি বর্তমানে সেরা ডিফেন্ডারদের মাঝে একজন। বর্তমানে তিনি স্পেনের রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলতেছেন।

CB

SAVE_20210512_202253.jpg

[Spurce]
https://images.app.goo.gl/BUtmKfnejd1rShbz7
Van Dajk
বর্তমান ফর্ম কিছুটা খারাপ হলেও একটা সময় যে কোনো খেলোয়াড়দের বিশেষ করে এটাকিং খেলোয়াড়দের ভয়ের কারন ছিলেন এই ইংল্যান্ডের ডিফেন্ডার৷ তিনি বর্তমানে লিভারপুল দলের একজন নিয়মিত খেলোয়াড়। ওয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের ক্ষেত্রে এই ডিফেন্ডারের ভুমিকা ছিল অসামান্য। যেকোনো মুহূর্তে বিপরীত দলের এটাকিং প্লেয়াররা কৌশল ভেদ করে বল ক্লিয়ার করে দিতে সক্ষম এই ইংল্যান্ড ডিফেন্ডার। ইনি একবার ফিফা বর্ষসেরা ফুটবলারের নামের লিষ্টে ছিলেন 3 জনের একজন।

CM

SAVE_20210512_200855.jpg

[Source]

Kavin De Bruyne
বর্তমান ফুটবল জগতের খেলোয়াড়দের মাঝে এক অসাধারণ খেলোয়াড় হলেন এই বেলজিয়াম মিড ফিল্ডার। ডিফেন্স থেকে শুরু করে আক্রমণ ভাগ পর্যন্ত ইনি খেলে থাকেন।যে কোনো সময় যে কোনো পজিশনে মানিয়ে নিতে সক্ষম এই খেলোয়াড়। তার খেলার ধরন খুবই সুন্দর ও চমৎকার। গোল করা থেকে শুরু করে গোল এসিস্ট করা 2 টাতেই কোনো জুরি নেই। বর্তমানে তিনি সময়ের সেরা ক্লাব ম্যানসিটিতে রয়েছেন।

CM

SAVE_20210512_201215.jpg

[Source]
https://images.app.goo.gl/LKUugqeeBStRiVr5A

Tony Kroos
যারা ২০১৪ সালের বিশ্বকাপ সেমি ফাইনাল ম্যাচটি দেখেছেন তাদের কাছে এই খেলোয়াড়টি মোটেও অপরিচিত নয়। ব্রাজিলের জাল ভেদ করে গোল দেয়া প্লেয়ার গুলোর মাঝে অন্যতম ছিলেন এই জার্মান দলের খেলোয়াড় টনি ক্রুস। বর্তমানে তিনি স্পেনের রিয়াল মাদ্রিদ ক্লাবের একজন নিয়মিত খেলোয়াড়। ২০১৪ বিশ্বকাপের ফাইনালের টিকিট পাওয়ার ফেছনে এই খেলোয়াডের অবদান ছিল অসাধারণ। এবং এই প্লেয়ার ২০১৪ সালে একটি বিশ্বকাপ জিতিয়েছিলেন।

LMF

SAVE_20210512_201530.jpg

[Source]
https://images.app.goo.gl/pz41QEtgwJBTRa85A
Mesut Ozil
যারা ২০০৯ থেকে ২০১৮ বিশ্বকাপ অব্ধি ফুটবল খেলা দেখেছেন তাদের কাছে কখনোই এই নামটি অপরিচিত নয়। এনি ছিলেন জার্মান দলের একজন নিয়মিত খেলোয়াড় সেই সাথে ২০১৪ সালে একটি বিশ্বকাপ জিতিয়েছিলেন জার্মান দলকে। তার নৈপুণ্য পারদর্শিতা সব দিক থেকে তিনি ছিলেন খুবই অসাধারণ একজন খেলোয়াড়। বিপরীত দলের খেলোয়াড়ের পায়ে থেকে বল নেয়া,,,গোল এসিস্ট করাতে মেসুত ওজিল ছিলেন সবচেয়ে সেরা খেলোয়াড়ের মাঝে একজন।তাকে এসিস্ট কিং বলে ডাকা হতো।মাঝমাঠ থেকে নিজের দলের খেলোয়াড়ের কাছে এমন ভাবে বল বানিয়ে দিতেন৷ যাতে গোল মিস হওয়ার কোনো সুযোগই থাকতো না।এই প্লেয়ার তুর্কি বংশদ্ভূত একজন প্লেয়ার। একজন মুসলমান খেলোয়াড়। সব দিকে থেকে তিনি হলেন সেরা একজন মানুষ।

LWF

SAVE_20210512_201650.jpg

[Source]
https://images.app.goo.gl/u7ziPvqbe8Cfte6J7

Neymar
ফুটবল খেলা দেখেন আর নেইমারকে চিনেন না,,,এমন লোক খুজে পাওয়া অসম্ভব। ব্রাজিল দলের একজন নিয়মিত খেলোয়াড় যিনি বর্তমানে ফ্রান্স ক্লাব PSG তে রয়েছেন ২০২৫ সাল অব্ধি চুক্তিবদ্ধ হয়েছেন।তাহলে ভাবুন একবার।উনি কেমন মাপের খেলোয়াড়। তার ড্রিবলিং,,, দৌড়ের গতি,,, বিপরীত দলের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল দেয়াতে তার কোনো জুরি নেই৷ বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা ৫ টা প্লেয়ারের মাঝে নেইমার অন্যতম। তার খেলার ধরন খুবই সুন্দর ও চমৎকার। খেলার মাঝে ড্রিবলিং দেখাতে খুবই পছন্দ করেন।

RWF

SAVE_20210512_201847.jpg

[Source]
https://images.app.goo.gl/eJciAg6JBV9PUD7g6
Lionel Messi

মনে হয় না এই খেলোয়াড় সম্পর্ক বিস্তারিত বলতে গেলে শেষ হবে।আর্জেন্টিনা দলের একজন নিয়মিত খেলোয়াড় যিনি কিনা ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে একাই বিশ্বকাপে টেনে তুলেছিলেন।বর্তমানে স্পেনের বার্সেলোনা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ আছেন। শুধুমাত্র একটা বিশ্বকাপ ছাড়া বাকি সব ধরনের পুরষ্কার তিনি অর্জন করেছেন। ৬ বারের ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন তিনি। সবচেয়ে বেশি ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন৷ বলা হয়ে থাকে,,,শূন্য পায়ে দৌড়ের চেয়ে ফুটবল সামনে রেখে দৌড় দিলে এনার গতি বেশি হয়।খেলার মাঠে বুদ্ধিদিপ্ত আক্রমণ করে বিপরীত দলের খেলোয়াড়দের বোকা বানিয়ে গোল দেয়াতে তিনি সেরাদের সেরা।লিওনেল মেসিকে তাই ফুটবলের যাদুকর বলা হয়।বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা 2 জন খেলোয়াড়ের মাঝে একজন হলেন লিওনেল মেসি। যাকে ফুটবলের বরপুত্র বলা হয়।

CF

SAVE_20210512_202011.jpg

[Source]
https://images.app.goo.gl/5yFPqf7fkoJBcyvz7
Cristiano Ronaldo
এতক্ষনে হয়তো বুঝেই গেছেন এই পজিশনে এনার বিকল্প হতেই পারে না। পর্তুগাল দলের একজন নিয়মিত খেলোয়াড় যিনি বর্তমানে সিরিয়ার জুভেন্টাস দলের হয়ে খেলতেছেন। বর্তমান বিশ্বের 2 জন সেরা খেলোয়াড়দের মধ্যে ইনি একজন। এই প্লেয়ারের ফ্রি কিক গুলো অসাধারণ। হেড করে গোল করতে এই প্লেয়ারের জুরি নেই। ফিফার বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ৫ বার। বর্তমান বিশ্বে উক্ত 2 জন খেলোয়াড় ছারা মনে হয় খেলাই জমে না।

এটাই হলো আমার ড্রিম টিমের খেলোয়াড়
আমি ৪--৩--৩ ফরমেশনে পেপ গার্দিওলা কোচকে পছন্দ করি।

আপনারাও আপনাদের পছন্দের একাদশের নাম কমেন্ট বক্সে লিখে দিতে পারেন

আশা করি ভালো লেগেছে আমার স্বপ্নের একাদশ

ধন্যবাদ

Sort:  
 4 years ago 

আপনার ড্রিম টিমের সব প্লেয়ারই ওয়ার্ল্ড ক্লাস। এই টিমকে কেউ হারাতে পারবে বলে মনে হয় না।

আমারো ভাই তাই মনে হয়,,,আমার সব পছন্দের খেলোয়াড় যদি এক টিমে খেলতো