THE ROSES ( গোলাপ ফুল)

ফুল সব লোকেরই পছন্দের এর মধ্যে কিছু কিছু ফুল আছে সবারই খুব প্রিয়। আমার গোলাপ ফুল প্রিয় গোলাপ ফুল সবার প্রিয়। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা হলেও গোলাপকে আমরা সবাই ভালোবাসি। এই গোলাপ ফুলকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করে থাকি বিশেষ করে ১৪ই ফেব্রুয়ারি যখন আসে তখন আমরা এই ফুলকে অনেক বন্ধু-বান্ধবকে গিফট করে থাকি।

গোলাপ ফুল এমন একটি ফুল যার পছন্দের মধ্যমণি। গোলাপ ফুলকে আমরা সবাই প্রিয় মানুষটিকে দেয়ার জন্য ভালোবাসি।

আসুন আমরা ফুলকে ভালবাসি এবং ফুলের চারা বাড়িতে রোপন করি তাতে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে।

ধন্যবাদ সবাইকে
যদি আমার লেখা ভাল লাগে তাহলে সবাই একটু সাপোর্ট করবেন।
কাজী মারুফ হোসেন
সবাই আমার শুভেচ্ছা গ্রহন করবেন।
1000024417.jpg

1000024418.jpg

![1000024416.jpg]