একটি কবিতা 'দালালপাড়া'

in Steem Bangladesh2 years ago

"

দলালপারার মাঝে ঘুরে বেড়াচ্ছি আমি,
পাখির গানের সুরে শোনা যায় সেই শোভা।
ফসলের মাঠে খেতের গর্তে ঘুমি পাই আমি,
ধূসর ধূসর গ্রামের সুখে ভরা দুঃখ সোভা।

হাওড়ার তীরে পানি খুব শান্ত আছে,
কোনদিন দেখতে পাব না শিশির ফাঁকে কাছে।
গাভীর বাঁশে হাওড়া করে ক্ষোভ দেখে আমি,
দলালপারা আমার জীবনের সেরা রংধুনু কাঁচা।

গ্রামের বাঁচা সবাই খুব বন্ধুত্বপূর্ণ,
আমার মনে প্রেম জাগায় নাকি তাদের সান্তন।
দলালপারার সুন্দর কথা জানি নাকি একা আমি,
ভালোবাসি তোমায় দলালপারা, আমার জীবনের সম্পদ।