Steem Bangladesh Contest || Movie review:- " 🎞️ Pk 🎞️" || 02/08/2021
Hello Guys, Assalamualaiku.How you all?আজকে আমি স্টিম-বাংলাদেশ কমিউনিটির জন্য একটা মুভি রিভিউ করছি।মুভির নাম " Pk "। আশা করি সবাই সম্পূর্ণ রিভিউটি পড়বেন।
Pk
১.পরিচালক ও ইডিটরঃরাজকুমার হিরানি
২.প্রযোজকঃরাজকুমার হিরানি ও বিধু বিনোদ চোপড়া
৩.রাইটারঃঅভিজাত জোশি ও রাজকুমার হিরানি
৪.ভিত্তিঃসামাজিক বিশৃঙ্খলা
৫.শিল্পীঃআমির খান,আনুষ্কা,সুশান্ত সিং,বোমান ইরানি,সঞ্জয় দত্ত,সৌরভ শুক্লা
৬.বর্ণনাঃআনুষ্কা
৭.সিনেমেটোগ্রাফীঃসি.কে মুরালিধারান
৮.গানঃঅজয়,শান্তনু মইত্রা,অন্কিত তিওয়ারি
৯.প্রোডাকশন কোম্পানিঃরাজকুমার হিরানি ফিল্মস, ভিনোদ চোপড়া ফিল্মস
১০.ডিস্ট্রিবিউটরঃইউটিভি মোশন পিকচার
সময়ঃ১৯/১২/২০১৪
১১.দেশঃইন্ডিয়া
১২.ভাষাঃহিন্দি,রাজস্থানি, ভোজপুরি
১৩.বাজেটঃ৮৫ কোটি
১৪.বক্স অফিসঃ৮৫৪ কোটি
১৫.ধরণঃকমেডি,ড্রামা।
Pk মুভির কাস্টিং
এলিয়েন চরিত্রে আমির খান
জাগ্গু চরিত্রে আনুষ্কা শর্মা
সুশান্ত সিং এর চরিত্রে সার্ফরাজ ইউসুফ
জাগ্গুর বসের চরিত্রে বোমান হিরানি
জাগ্গুর বাবার চরিত্রে পারিকশিট সাহনি
জাগ্গুর মা চরিত্রে আমারদিপ ঝা
পুলিশ অফিসার চরিত্রে রোহিতাশ গোউড
সহকর্মী এলিয়েন চরিত্রে রণবীর কাপুর
ভাইয়া চরিত্রে সঞ্জয় দত্ত
তাপাসসী মহারাজের চরিত্রে সৌরভ শুক্লা
ইত্যাদি।
Pk মুভির প্লট
এক এলিয়েন রাজস্থানে নামে নগ্ন হয়ে গবেষণা করতে কিন্তু তখন তার রিমোট হারাই যায় তাই সে তার প্লেনেটে আর ফিরতে পারেনা।তখন সে রিমোট চোরের ক্যাসেট পায়। আর সেদিন বেলজিয়ামেই জাগ্গু সার্ফরাজের সাথে দেখা করে ও তার প্রেমে পরে।কিন্তু যেদিন সার্ফরাজ আর জাগ্গুর বিয়ের দিন সেদিন আর সার্ফরাজ যায়না কিন্তু জাগ্গুর কাছে একটা চিঠি আসে। সার্ফরাজ ও আসেনা তাই বিয়েও হয়না।
এদিকে এলিয়েনের অদ্ভুত আচরণের জন্য সবাই তাকে পিকে বলে ডাকে মানে মাতাল।পরে পিকে একজনকে ভাইয়া ডাকে সে চোরকে খুজে পায় আর পিকে তাকে ফোন দিলে ভাইয়া পিকে কে বলে যে সএ চোরকে ধরেছে আর চোর নাকি স্বীকার করেছে যে ওই রিমোটটি সে তাপাসসী মহারাজের কাছে বিক্রি করে দিয়েছে।আর ওইদিকে তাপাসসী ওইটা নিয়ে প্রচার প্রসার করছিলো যে ওই রিমোট টা হলো ঈশ্বরের দেওয়া উপহার।এতে পিকে বুঝে যে এই মহারাজ ভুয়া।
পিকের এসব বলার কারণে মহারাজের মার্কেট ডাউন হচ্ছিলো এজন্য সে রাজি হয় পিকের সাথে সামনাসামনি বসতে।তারাও একদিন বসে আর তর্কে তর্কে পিকেই সঠিক প্রমাণ হয় আর এটাও প্রমাণ হয় সার্ফরাজ সেদিন সমস্যার কারণে আসতে পারেনি।আর তাই পিকে জাগ্গুকে আর তার ভালোবাসার কথা প্রকাশ করেনি কারণ সার্ফরাজ জাগ্গুকে তখনো ভালোবাসে।
এর ১ বছর পর পিকে তার আরো সঙ্গী নিয়ে পৃথিবীতে আসে মানুষের প্রকৃতি নিয়ে গবেষণা করতে।
Pk মুভির সাউন্ডট্রাক
গানের নাম,
ভাগোয়ান হে কাহা রে তু
লাভ ইজ এ ওয়েস্ট অফ টাইম
চার কাদাম
দিল দারবাদার
পিকে ডেন্স থিম
ঠাকরি ছোকরে
নাঙ্গা পুঙ্গা দোস্ত
Pk মুভির প্রাপ্ত বিভিন্ন সাইটের রেটিং
Behindwoods এর রেটিং ★★★★
বলিউড হাংগামার রেটিং★★★★
IMDb রেটিং ৮.১%
Pk মুভির প্রাপ্ত এওয়ার্ড
আপসারা ফিল্ম প্রোডিউসার গিল্ড এওয়ার্ড পেয়েছেন রাজকুমার হিরানি ও ভিন্দু বিনোদ চোপড়া বেস্ট ফিল্মের জন্য।
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমী এওয়ার্ডস পেয়েছেন - রাজকুমার হিরানি বেস্ট ডিরেক্টর হিসেবে,বেস্ট ডায়লগ এর জন্য রাজকুমার হিরানি ও আভিজাত জোশি।
বলিউড হাংগামা সারফারস চয়েজ মুভি এওয়ার্ডস পেয়েছেন - আমির খান বেস্ট এক্টর হিসেবে,বেস্ট মুভি,বেস্ট ডিরেক্টর হিসেবে রাজকুমার হিরানি।
ইটিসি বলিউড বিজনেস এওয়ার্ডস পেয়েছেন - আমির খান সর্বোচ্চ আয়কারী অভিনেতার জন্য,আনুষ্কা শর্মা সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হিসেবে।
ফিল্মফেয়ার এওয়ার্ডস পেয়েছেন - বেস্ট স্ক্রিনপ্লে ও ডায়লগের জন্য রাজকুমার হিরানি ও আভিজাত জোসি।
এসব সহ আরো অনেক।
Pk সম্পর্কে আমার মতামত
আমার কাছে এই মুভিটি অসাধারণ লেগেছে।১ম এ বলবো আমির খান আমার খুবই পছন্দের একজন অভিনেতা আর আনুষ্কা শর্মা ও আমার কাছে পছন্দের।তারা দুইজন ছিলো এই মুভির মেইন ক্যারেক্টার তার মানে আসলে মুভিটা কেমন হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।এই মুভিতে খুব সুন্দর ভাবে আমাদের সমাজের অবস্থা তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে জাত,পাত,ধর্ম আরো কত কি ভিন্নতা। সে ভিন্নতায় চলে ঘৃণা আর বিদ্বেষ। আমরা ভুলে যাই যে আমরা সবাই মানুষ, আমাদের সকলের গায়ের ভেতরের রঙটা লাল। এই মুভিতে এই ব্যাপারটাই তুলে ধরা হয়েছে।আর বলবো বোমান হিরানি স্যার আমার খুব খুব প্রিয়।তিনি যেই চরিত্রেই থাকেন সেই চরিত্রই ইন্টারস্টিং হয়ে উঠে।আর সুশান্ত সিং এর অভিনয় এর কথা কি বলবো তার কথা মনে উঠলেই মনে হয় বলিউড একটা জ্বলন্ত তারাকে হারালো।সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে এমনকি খুবই ফেমাস একটি মুভি এটি।সবাই দেখতে পারেন।আমার রেটিং তো ১০/১০ ই।
ধন্যবাদান্তে,
@sahadathossen
সুন্দর হয়েছে ভাই
ধন্যবাদ
Onek sundor 1ta movie jeta dekhle kokhon o boweing feel hoy na......onek sundor vabe review diyechen.
ধন্যবাদ ♥
awesome review..
তিনি ভালো একজন অভিনেতা ছিলেন। ভালো রিভিউ দিয়েছেন।
ধন্যবাদ ভাই