Little Monid's small hand art.

in Steem For Bangladesh2 months ago

Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu.

Dear friends,
I hope you are all well, and I am also well and healthy with your prayers and the infinite mercy of Allah the Almighty. Today I will present to you some art drawn by my little daughter Alfa Al Tayouba.

She has drawn two pictures, these have tried to depict the natural environment. It is not appropriate, but as a small person, it can be considered fairly good. In the picture, it can be seen that some natural trees and houses have been beautifully created. In another picture, a picture of the natural environment is drawn, a river scene is seen, a sun scene is seen and some trees and houses scenes have been beautifully depicted.

IMG_20250524_174305.jpg

IMG_20250524_174241.jpg

In addition, some more flower scenes have been drawn. Here, the leaves of the flowers have been drawn beautifully, even they have been colored, that is, yellow flowers can be seen and the leaves of the trees have also been drawn, which have been colored green. Another flower has been drawn, the petals of which have been beautifully drawn, which have been beautifully painted red, and its leaves have been painted green.

IMG_20250524_174411.jpg

IMG_20250524_174330.jpg

In addition, a picture of a murshid has been drawn. Two minarets have been drawn on both sides of the mosque and the dome of the murshid in the middle has been drawn, which looks very beautiful.

IMG_20250524_174440.jpg

In addition, a small poem has been written, on three sides of the poem, pictures of flowers have been drawn beautifully, which looks very beautiful and pleasant.

IMG_20250524_174653.jpg

In addition, the Eid moon has been drawn, which looks very beautiful. In addition, a picture of the sun has been drawn, which depicts a scene like the sun taking on a red color at dusk.

IMG_20250524_174612.jpg

IMG_20250524_174538.jpg

Friends, these art pictures were drawn by my daughter in class two, studying Alfa al-Taiba. Let me know how it went. I am ending here today, I will appear again tomorrow with another topic, InshaAllah.

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রিয় সাথী বৃন্দ,
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আমার ছোট মেয়ে আলফা আল তাইয়ৌবার হাতে আঁকানো কিছু আর্ট আপনাদের সামনে পেশ করব।

সে দুটি ছবি এঁকেছে এগুলো প্রাকৃতিক পরিবেশের চিত্র ফুটে তোলার চেষ্টা করেছে। যথাযথ হয়নি ছোট মানুষ হিসেবে মোটামুটি ভালো হয়েছে ধরা যায়। ছবিতে দেখা যাচ্ছে যে কিছু প্রাকৃতিক গাছ এবং ঘরবাড়ি চিত্র সুন্দরভাবে তৈরি করেছে। আরো একটি ছবিতে প্রাকৃতিক পরিবেশ এর আট করা ছবিতে একটি নদীর দৃশ্য দেখা যাচ্ছে একটি সূর্যের দৃশ্য দেখা যাচ্ছে এবং কিছু গাছপালা এবং ঘরবাড়ি দৃশ্য সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে।

এছাড়া আরো কিছু ফুলের দৃশ্য আট করা হয়েছে। এখানে ফুলগুলোর পাত্তি সুন্দরভাবে আঁকানো হয়েছে এমনকি সেগুলো রং করা হয়েছে অর্থাৎ হলুদ রঙ্গের ফুল লক্ষ্য করা যাচ্ছে এবং সাথে গাছের পাতাও আঁকানো হয়েছে তাকে সবুজ রং করা হয়েছে। আরেকটি ফুল আঁকানো হয়েছে যেটি পাপড়িগুলো সুন্দরভাবে আঁকানো হয়েছে যা সুন্দর ভাবে ফুটিয়ে উঠেছে এবং লাল রং করা হয়েছে এছাড়াও এর পাতা ও আঁকানো হয়েছে যা সবুজ রং করা হয়েছে।

এছাড়া একটি মুর্শিদের চিত্র আর্ট করা হয়েছে। মসজিদের দুই পাশে দুটি মিনার হাঁটানো হয়েছে এবং মাঝখানের মুর্শিদের গম্বুজ আঁকানো হয়েছে যা অত্যন্ত সুন্দর লাগছে।

এছাড়া একটি ছোট্ট কবিতা লেখা হয়েছে যে কবিতার তিন পাশে সুন্দরভাবে ফুলের ছবি আঁকানো হয়েছে যা দেখছো অনেক সুন্দর এবং মনোজ্ঞ দেখা যাচ্ছে।

এছাড়া আছে ঈদের চাঁদ আঁকানো হয়েছে যা অত্যন্ত সুন্দর লাগছে। এছাড়া একটি সূর্যের ছবি আঁকানো হয়েছে যা গোধূলির তে যেমন সূর্য লাল রং ধারণ করে সে রকম দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

বন্ধুরা এই আকানো আর্ট করা ছবিগুলো আমার মেয়ে ক্লাস টু এ পড়ে আলফা আল তাইবা তাই আকাইছে। কেমন হয়েছে তা একটু জানাবেন। আজকের মত এখানেই শেষ করছি আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ।