The Diary Game - (2nd day 01/06/2025) আজকের দিনে আমাদের বাড়ির পাশে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ দেখে আসলাম।

in Steem For Bangladeshlast month

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

প্রিয় সাথী বন্ধু,
আজকে বিকালের দিকে আমাদের বাড়ির পাশে যমুনা নদীর তীর বাধা কাজে শেষ প্রায় আজ সেই বাঁধ দেখতে গিয়েছিলাম।

IMG_20250601_184019.jpg
আমার সাথে গিয়েছিল আমার ভাইয়ের মেয়ে এবং আমার ছোট মেয়ে আলফা আলতাইবা এবং আয়েশা সিদ্দিকা। ওরা আমার সাথে পুরো সময় ছিল এবং বিভিন্ন সময়ে আমার বেশ কয়েকটি ছবিও ওরা তুলে দিয়েছে।
IMG_20250601_182858.jpg
আসলে একসময় এই যমুনা নদী এমন ভাবে ভেঙ্গে যায় যা করার কিছুই ছিল না সরকারও কিছু করতে পারত না এবং আমাদেরও করার কিছুই ছিল না শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া। আজকের অবস্থা দেখে অনেক ভালো লাগলো সেখানে একটা বাধ নির্মাণ করা হয়েছে সেটা ছিল বালুর বাঁধ।
IMG_20250601_182601.jpg
এই বালুর বাঁধের চারপাশে জিও ব্যাগ দিয়ে মোড়ানো ছিল এরপর আজকে দেখলাম ছি ছি ব্লক দিয়ে বাদের সামনে বাদের উত্তর সাইট এবং দক্ষিণ সাইট সবগুলোই সিসি ব্লক ফেলেছে। দেখে অনেক ভালো লাগলো। এই সিসি ব্ল্যাক ফেলানোর পরে আমার মনে হয় বাচ্চা অনেক শক্তপোক্ত হয়েছে। এবং আরো অনেক সিসি ব্লক দেখা যায় যে বাঁধের উপরে অনেক স্তুপ করে রাখা হয়েছে। যেগুলো বর্ষার সময় কোন জায়গায় যদি কোন সমস্যা হয় অর্থাৎ সি সি ব্লক ডেভে যায় তাহলে এগুলো সেখানে ফেলানো হবে।
IMG_20250601_181843.jpg
এই ট্রাকগুলো সি সি ব্লক বহন করার জন্য আমাদের বাড়ির সামনে যে রাস্তা সেই রাস্তা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যা আপনার ছবিতে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের চোখে পড়ল।
IMG_20250601_181712.jpg
রাস্তায় বিভিন্ন গর্ত দেখা যাচ্ছে তার ভিতর পানি জমে আছে ছোট পোলাপান সেই গর্ত থেকে পানি দিয়ে খেলা করছে। তারও একটি ছবি আমরা তুললাম।
IMG_20250601_181049.jpg
আমাদের বাড়ির সামনে বাদবাকি রাস্তা ইটের সোলিং পাড়া রয়েছে সেই রাস্তাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধুলিময় কাদাময় হয়ে গেছে। তারপরেও ভালো যে আমাদের যমুনা নদী কবল থেকে আমরা যেন রাখি পায় আর সেই কাজ করা জন্যই তো আমাদের রাস্তা এরকম হয়েছে এতে তারপরও আমাদের কোন সমস্যা নেই। আমরা তাতে অনেক খুশি।
IMG_20250601_181020.jpg
এরপর দেখার শেষে আমরা মসজিদের দিকে চলে এলাম এবং মাগরিবের নামাজ পড়লাম এরপর বাড়িতে চলে আসলাম আজকে আমার এই বাদ পরিদর্শন এবং আজকের দিনে আমি এই বাঁধ টা দেখায় সময় অনেক সময় কেটে কাটিয়েছি। আজকের মত এখানেই শেষ করছি আগামীতে অন্য কোন বিষয় নিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ।

Sort:  
 last month (edited)

হ্যালো, আশা করছি স্টিমিট প্লাটফর্মে পাবলিকেশন করতে আপনার ভালোই লাগছে । আপনার প্রোফাইল ভিজিট করে জানতে পারলাম এই প্লাটফর্মে আপনি প্রায় দীর্ঘ সময় পূর্বে জয়েন করেছেন । এই সময়টিতে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে, স্টিমিট প্লাটফর্মে একজন ইউজারের রেপুটেশন তৈরি করতে হলে সর্বপ্রথম তাকে পোস্ট কোয়ালিটির দিকে নজর দিতে হবে । এক দুইদিনে সম্ভব নয়, তবে আমরা চাইলে ধীরে ধীরে আমাদের পাবলিকেশন গুলোকে ইমপ্রুভ করতে পারি যাতে পাঠকরা আমাদের কন্টেন্ট গুলো দেখে আমাদের সাথে যুক্ত হতে ইচ্ছা পোষণ করে ।

সাজেশন হিসেবে আমি আপনাকে কমিউনিটির পিন পোস্ট গুলো পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সেখানে পোস্ট কোয়ালিটি সম্পর্কে অনেক গাইডলাইন পোস্ট দেওয়া আছে । সবচেয়ে ভালো হয়, যদি আপনি অন্য ইউজারদের পোস্ট গুলো রেগুলার পাঠ করেন, এতে আপনার ধারণার মধ্যে পরিবর্তন আসবে । অন্যদের পোস্ট গুলোতে বেশি বেশি নিজের মতামত শেয়ার করার চেষ্টা করুন তাহলে কমিউনিটিতে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হতে সুবিধা হবে ।

আপনাকে আপনাকে সাপ্তাহিক নিউকামার ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রন জানাচ্ছি যেটি প্রতি শুক্রবার রাত ৯ টায় আমাদের ডিসকর্ড সার্ভারে অনুষ্ঠিত হয় । ধন্যবাদ , আপনার দিনটি শুভ হোক ।

 last month 

আপনি আমাকে পরামর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি শুক্রবারে কমিউনিটিতে যোগ হবে ইনশাল্লাহ।

 last month 

আপনার ডাইরি লেখাটি পড়ে বেশ অনেক ভালো লাগলো আপনার চারপাশে প্রাকৃতিক সুন্দর এই ফটোগ্রাফিতে ভেসে উঠেছে যমুনা নদীর পানি এবং আপনি রাস্তার কিছু ফটোগ্রাফি দিয়েছেন আসলে রাস্তাগুলোর অবস্থা একদম বেশ খারাপ দেখা যাচ্ছে আপনার বাড়ির সামনের রাস্তাটাও ফটোগ্রাফি দিয়েছেন এবং রাস্তার মাঝে কাদা পানি দিয়ে বাচ্চারা খেলা করছে আসলে এমন কাদা পানিতে অনেক রোগ জীবাণু থাকে আসলে রাস্তা গুলো দেখে আপনার অনেক খারাপ লাগছে

 last month 

আপনি আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতি শুভকামনা রইল