আমার ব্যবসা প্রতিষ্ঠান পর্ব -২
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমোন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমার ব্যবসায়িক জীবনের সফলতার পার্ট দ্বিতীয়, আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, আশা করি শেষ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। এবং আমাকে সাপোর্ট করবেন। আমার আইডি @alomgir121.
প্রিয় বন্ধুরা চলুন শুরু করা যাক। তো গত পর্বে যেখানে শেষ করেছিলাম, সেখান থেকে আবার শুরু করলাম। বন্ধুরা আমি যখন, নতুন পদোন্নতি পেয়ে সিনিয়র সেলসম্যান হলাম। তখন আমার উপরে দায়িত্ব আরো কয়েকগুণ বেড়ে গেলো।
কয়েক বার ইচ্ছে হয়েছিল,যে সবকিছু ছেড়ে চলে যাবো। কারণ একই সাথে দোকান ও কাস্টমার, সামলানো, অনেক কষ্টো কর হয়ে উঠেছিল। তারপরেও অধিক ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে, সবকিছু সামলে উঠেছি।,বাস্তব জীবনে আপনি যদি, কঠোর পরিশ্রম করেন, তাহলে সফলতা সুনিশ্চিত। কারণ পরিশ্রমী হচ্ছে, সফলতার মূল চাবিকাঠি। এভাবে করেই,আমার জীবনের দুটি বছর কাটিয়ে দিলাম।তখন আমার সফলতা দেখে। আমার মালিকপক্ষ আমাকে আবারো,পদোন্নতি দিয়ে ম্যানেজার পোস্টে পোস্টিং করল।
সত্যি বলতে তখন খুব ভালো লেগেছিল, কারণ নিজের জীবনের অর্ধেক সফলতা অর্জন করতে পেরেছি। তাই সবাইকে, বিরিয়ানি ট্রিট দিলাম।
প্রিয় বন্ধুরা এরপরই হচ্ছে আমার জীবনের মূল সফলতার গল্প। এটা আপনাদেরকে তৃতীয় পর্বে আমি বোলবো। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম,আল্লাহ হাফেজ। @alomgir121
writing by @alamgir121