A Diary Game. 02/10/2022. Eidgah to Coxsbazar Gov't College.
![]() |
---|
আসসালামু আলাইকুম।
প্রিয় স্টিম বাসী আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন।
আজ আমার আর দিনলিপির গল্প হচ্ছে আমার বাসা থেকে আমার শিক্ষা প্রতিষ্টানের উদ্দেশ্যে যাত্রা। অর্থাৎ ঈদগাহ থেকে কক্সবাজার সরকারী কলেজের উদ্দেশ্যে রওয়ানা। মাঝপথে আপনাদের জন্য রয়েছে চমৎকার কিছু প্রাকৃতিক দৃশ্যপট। যেটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। সাধারণত আমার দিন শুরু হয় ফজরের নামাজের মধ্য দিয়ে। এরপর বাসায় এসে কোরআন তেলাওয়াত করি। এরপর কিছুক্ষণ পড়াশুনা করি, এরপর একটু খানি আবারো ঘুমায়।
অর্থাৎ ৮টা হতে ৯ঃ৩০ পর্যন্ত এর কমবেশি আরকি।
মুলত ঘন্টাখানেক না ঘুমালে আমার ক্লান্তি ভাবটা যায় না সারাদিন। তাই একটু ঘুমিয়ে নিই।
এরপর আজ আমার কলেজে কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিলো কিন্তু ক্লাস ছিলো না।
তাই ১১:৩০ এর পর বাসা থেকে বের হলাম।
তাও বন্ধু মাজেদের বিরক্তিকর কলের কারণে।
নাহলে আরো দেরী হয়ে যেতো।
বাসা থেকে বের হওয়ার সময় আমি যা যা করি তা পরবর্তী ধাপে জানাচ্ছি...↓
আমার যাত্রার প্রথম ছবি![]() |
---|
আমি বাসা থেকে বের হওয়ার সাধারণত যে, সব জিনিসপত্র নিতে গুরুত্ব দিই তা হচ্ছেঃ- মানিব্যাগ,কলম,ঘড়ি,প্রয়োজনীয় কাগজপত্র,চার্জ ভর্তি দুইটা ব্যবহারের মুবাইল।
বিশেষ করে আমার এই প্রয়োজনীয় জিনিসগুলা আমি খুবই যত্ন সহকারে বহণ করি। আজকেও এর ব্যাতিক্রম নাহ।
যেহেতু আজ কলেজে যাবো,প্রয়োজনীয় কাজ সারতে,ক্লাসের জন্য নাহ।
ক্লাস হলে তো অবশ্যই বই না নিলে খাতা অন্তত নিতাম।
চলুন পরের ধাপে যায়...↓
আমার সরঞ্জাম![]() |
---|
এটি আমাদের বৃহত্তর ঈদগাহ-বাসীর জন্য ঐতিহাসিক স্থান। যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান। আমরা এখান থেকে দূর পাল্লার বাস নিয়ে, আপন গন্তব্যে রওয়ানা হই। অবশ্যই এখানে আমার জন্য অনেক আগে থেকেই অপেক্ষায় আছে আমার প্রিয় বন্ধু মাজেদ।
তাকে অনেক্ষণ যাবৎ দাঁড় করায় রাখছি,আমার লেইটের জন্য।
এই স্থান থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি। অর্থাৎ আপনি সারা বাংলাদেশের যেখানেই যেতে চান,এখানে অনেক বাস কাউন্টার আছে, যার মাধ্যমে আপনার প্রছন্দের সব গন্তব্যে যেতে পারবেন।
আমাদের আজকের যাত্রা খুব বেশি দূরে না,মাত্র ৩০ কিলোমিটারের পথ পাড়ি দেবো।
চলুন বাকি পথ আপনাদের সাথে নিয়েই উপভোগ করি...↓
ব্যস্ততম ঈদগাহ বাস স্টেশন![]() |
---|
চলেন এবার আপনাদের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখায়..↓
আমি আর বন্ধু মাজেদ বাসে উঠলাম![]() |
---|
আমাদের এই পর্যটন রাজধানী কক্সবাজার প্রায় সবখানে আপনাকে সবুজের মনোরম দৃশ্য মুগ্ধ করবেই।
সাধারণত আমরা লোকাল বাসে করে যাওয়ার সময় এরকম দৃশ্য উপভোগ করার মধ্য দিয়েই যাতায়াত করি কক্সবাজার শহরের উদ্দেশ্যে। আপনারা কখনো আসলে সত্যি বিমোহিত হবেন।
চলেন আরো দেখা যাক...↓
![]() | ![]() |
---|
বাংলাদেশের সর্ব বৃহৎ রাবার বাগান এটি।
সবচেয়ে দামী এবং উন্নতমানের গাছ থেকে এই রাবার উৎপন্ন হয়। যা পরবর্তীতে বাজারজাত করণের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাঠানো এবং বৈদেশিক মুদ্রা আয় করা হয়।
কিন্তু এটি আমাদের কক্সবাজার জেলার জন্য অত্যান্ত চমৎকার একটা পরিবেশ বান্ধব জায়গা। যা আপনাকে সবুজের মাঝে হারিয়ে, দুঃখ ত্যাগের সুযোগ করে দিবে।
বিশেষত এটি একটি বিশাল এলাকাজুড়ে রয়েছে,যেটি বনবিভাগের অধীনে পরিচালিত হচ্ছে।
আপনারা কখনো এই পথ দিয়ে যাতায়াত করলে একটু নেমে উপভোগ করে দেখিয়েন।
চলেন আরো কিছু দেখা যাক...↓
![]() | ![]() |
---|
এখন আমরা অবস্থান করছি বাঁকখালী নদীর উপরে,যেটি খুবই বহমান এবং এই এলাকার জন্য চমৎকার একটি প্লাটফর্ম।
এখানের আশপাশ ক্ষেত খামারে ভরপুর। আর মাছের তো সুবিধা আছেই।
সত্যি বলতে এই এলাকার মানুষ এটি নিয়ে খুবই সন্তুষ্ট।
পরের যায়গাটি হচ্ছে লিংকরোড় যা বাঁকখালীর পাশেই। অর্থাৎ এটি কক্সবাজার জেলা থেকে উখিয়া এবং টেকনাফ যাওয়ার সড়ক পথ। যেটি দিয়ে বর্তমানে ঘুমধুম মায়ানমার সীমান্ত পর্যন্ত যেতে পারবেন। এটিও একটি চমৎকার সড়কপথ।
চলেন আজকের গন্তব্যে যাওয়া যাক..↓
![]() | ![]() |
---|
Location Source: w3w Link Here...↑ |
---|
এখন আমরা চলে আসছি আমাদের আজকের গন্তব্যের মেইন পয়েন্টে।
এখন আমি আর বন্ধু প্রবেশ কলেজে প্রধান গেইট দিয়ে। এরপর সোজা পথ দিয়ে হাটাহাটি শুরু করে বাঁয়ে আমাদের ডিপার্টমেন্ট বাংলা বিভাগ। যখন বিভাগের সামনে গেলাম দেখি বন্ধুদের একটি অংশ আড্ডা দিচ্ছি,তাই কলেজের কাজ রেখে আমরাও কিছুক্ষণ আড্ডা আর সেলফি, ফটোগ্রাফ করে,গেলাম অফিসে।
সেখানে আমাদের সেই চির চেনা শ্যামল দ্যা,যথারীতি আমাদের জন্য অপেক্ষায় আছেন। আমরা আর দেরী না করে কাগজপত্র জমা দিলাম,সেই সাথে স্যারদের সাথেও কিছুক্ষণ কুশল বিনিময় হলো। এরপর বেরিয়ে বন্ধুদের সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম খুবই চমৎকার সময় পার করলাম। পরে সবার সাথে আড্ডাবাজী সম্পন্ন করে বেরি গেলাম ক্যাম্পাস থেকে।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
আলহামদুলিল্লাহ আজ খুবই চমৎকার একটি দিন পার করলাম। বিশেষ করে বন্ধুদের সাথে দেখা অনেক দিন পর। এবার তবে ফেরা হউক আপন নীড়ে।
ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবারো দেখা হবে,অন্যকোন ডায়রি গেইম নিয়ে।
আমাদের জন্য দোয়া করবেন,এই বন্ধন যেনো অটুট থাকে।
সবাই ভাল থাকবেন,দোয়া করবেন আল্লাহ হাফেজ।
কক্সবাজার বাস টার্মিনাল থেকে ফেরার পথে...↓![]() |
---|
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Determination of #Club5050 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
অনেক সুন্দর মুহুর্ত উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
thanks bro.
Deleted!
@monnacox
Be careful this person wants to damage your account please don't click on the link provided by him. Be careful.
ok thanks brother.