Dure Kothao - Tausif | দূরে কোথায় | Coverd by me | Bangla song
দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু চোখ নির্বাক আসোনা ছুটে ।।
তুমি এলে রংধনু রঙ ঢেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহ্লাদ আসোনা ছুটে
দূরে কোথাও আছি বসে
...............
দু চোখ নির্বাক আসোনা ছুটে ।।
অনুরাগে ঝরে চাঁদও আজ
এ লগনেও এলেনা,
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলেনা
ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা
দূরে কোথাও আছি বসে
...............
দু চোখ নির্বাক আসোনা ছুটে ।।
নীলাচল নির্মল হাওয়া
এ লগনেও এলেনা,
অচেতন থাকে মন
নিষ্প্রান যত ভাবনা
ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা
দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু চোখ নির্বাক আসোনা ছুটে
তুমি এলে রংধনু রঙ ঢেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহ্লাদ আসোনা ছুটে
দূরে কোথাও আছি বসে
দু চোখ নির্বাক আসোনা ছুটে ।।
https://lyricstranslate.com/en/dure-kothao-achi-boshe-dure-kothao-achi-boshe.html
প্রিয় ভাই দুর্দান্ত গেয়েছেন। আপনার কন্ঠে জাদু আছে। একজন প্রকৃত শিল্পীর ভূমিকা পালন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।
আপনাকে অসংখ ধন্যবাদ
ভাইতো দেখি অসাধারণ গান করেন।
আপনাকে অসংখ ধন্যবাদ
প্রিয় ভাই আপনার গানের প্রতিটা লেখাই আসলে মন ছুয়ে যাওয়ার মত এক রঙ্গিল ভাবনা এসে যায় আসলে অসাধারণ আপনার প্রতিটা গানের কথা এবং লাইন আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন
আপনাকে অসংখ ধন্যবাদ
Hi, Greetings, Good to see you Here:)