জাতীয় সংগীত | National Anthem Coverd by me.
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে—
ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
মরি হায়, হায় রে—
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
ও মা, অঘ্রানে তোর ভরা খেতে কী দেখেছি
আমি কী দেখেছি মধুর হাসি
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো!
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মরি হায়, হায় রে—
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন—
ও মা, আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
ভাইয়া খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অনেক দিন পর এত সুন্দর কন্ঠে আমাদের প্রিয় জাতীয় সংগীত শুনালেন। আমাদের মাঝে এত সুন্দর ভাবে জাতীয় সংগীতটি উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।জাতীয় সংগীত এখন অনেক মিস করি স্কুল জীবন, কলেজ জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জাতীয় সংগীতে। অনেক দিন পর জাতীয় সঙ্গীত শুনে খুবই ভালো লাগলো।
সময়ের পরিবর্তনের সাথে আমাদের কাজকর্ম অনেক পরিবর্তন ঘটেছে আমি নিজেও গান গাওয়ার সময় পায়না সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করব পরবর্তীতে আরো গান পরিবেশন করে আপনাদের শোনানোর।
ভাইয়া অনেক সুন্দর হইছে।আপনার গানের গলা ভালোই মাশাআল্লাহ। আমাদের একটা গান শুনাইয়েন একদিন
Thanks bro.
Hi, Greetings, Good to see you Here:)