বৃষ্টিমুখর দিনে কক্সবাজারের পরিবেশ হয়ে উঠে আরও বেশি সুন্দর

in Steem For Bangladesh2 months ago

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।
আরো একটি নতুন দিনের সূচনা হলো।
সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

IMG_20250526_143931.jpg

IMG_20250526_144108.jpg

Cox's BazarLocation Map

বর্ষা এলে কক্সবাজারের শহর যেন নতুন রূপে ধরা দেয়। সবুজ গাছপালায় ধুয়ে যাওয়া বৃষ্টিস্নাত রাস্তাঘাট, ছায়াময় অলিগলি আর ঘরের বারান্দা থেকে ঝুলে থাকা পাতাগুলোর ফাঁকে বৃষ্টির জল টুপটাপ ঝরে পড়ে—এই সবকিছু মিলে তৈরি হয় এক মনোমুগ্ধকর দৃশ্যপট।

ছবিতে দেখা যায় এক নির্জন, ভেজা গলি। রাস্তায় বৃষ্টির ছাপ স্পষ্ট, কোথাও কোথাও জমে থাকা পানি যেন শিশিরের মতো ঝকমক করছে। গাছের ডালগুলো রাস্তার উপর ছায়া বিস্তার করেছে, আর দেয়ালের পাশে হেঁটে চলেছে কেউ একজন—একটি অচেনা অথচ পরিচিত শহরের ছায়া যেন এখানে ধরা দেয়।

IMG_20250526_144233.jpg

Cox's BazarLocation Map

আকাশের দিকে তাকালে দেখা যায় সাদা-নীল মেঘে মেশানো আকাশ আর এক কোণায় লাল ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছ। পাশের গাছে ঝুলে থাকা পোস্টারগুলো জানিয়ে দেয়, এই শহর জীবন্ত—এখানে মানুষ আছে, গল্প আছে, আশা-নিরাশা সব মিলিয়ে এক সজীব অনুভব।

এই ছবির মাধ্যমে ফুটে ওঠে বর্ষা দিনে শহরের শান্ত, ধীর কিন্তু প্রাণবন্ত সৌন্দর্য। কক্সবাজারের এই একান্ত, গহীন মুহূর্তগুলো হয়তো সৈকতের তুলনায় কম চেনা, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে বাস্তব শহরের কোমলতম চিত্র। বর্ষায় এই শহর কেবল পর্যটনের নয়, বরং একান্ত অনুভবের স্থান, যেখানে প্রকৃতি আর নীরবতা হাতে রেখে হেঁটে চলে।

IMG_20250526_143850.jpg

Cox's BazarLocation Map

সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত পুরো লেখাটি পড়ার জন্য। আবারও এমন কোন নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

Sort:  
 2 months ago 

আপনার এই লেখাটি কক্সবাজার শহরের এক ভিন্ন ও গভীর রূপকে আমাদের সামনে অসাধারণভাবে তুলে ধরেছেন। বর্ষার নীরবতা, বৃষ্টিভেজা অলিগলি আর প্রকৃতির কোমল উপস্থিতি কে আমাদের সামনে একধরনের অনুভবের জগতে নিয়ে যায়। শহরের চেনা দৃশ্যগুলো কেও আপনি আপনি এমনভাবে বর্ণনা করেছেন যে সেগুলো নতুন ও জীবন্ত মনে হয়েছে। ছবির বর্ণনা ও শব্দচয়ন এতটাই প্রাণবন্ত ছিল যে মনে হয়, যেন আমরাও সেই গলিতে দাঁড়িয়ে বৃষ্টির ছোঁয়া অনুভব করছি। সমুদ্র সৈকতের বাইরে কক্সবাজারের এই মনোমুগ্ধকর রূপ সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। অসংখ্য ধন্যবাদ বর্ষাকালে কক্সবাজারের মুহূর্ত গুলো এত সুন্দর ভাবে আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

Thanks

 2 months ago 

আপনার পোস্ট ভিজিট করে অনেক ভালো লাগলো। সত্যি আমাদের কক্সবাজারের সৌন্দর্য অপরূপ। বর্ষাকাল আসলে আসলে কক্সবাজারের সুন্দর দ্বিগুণ বেড়ে যায়। আপনার পোস্টের মাধ্যমে আমার শহরের দৃশ্য গুলো দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

Thanks

Loading...