ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে কক্সবাজার প্রকৃতির রুদ্ররূপে আতঙ্কিত উপকূল

in Steem For Bangladesh2 months ago

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।
আরো একটি নতুন দিনের সূচনা হলো।
সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

IMG_20250530_111235.jpg

Cox's BazarLocation Map

২০২৫ সালের মে মাসের শেষ প্রান্তে এসে প্রকৃতি আবারও দেখিয়েছে তার রুদ্ররূপ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ এর প্রভাবে কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলগুলোতে শুরু হয়েছে ঝড়ো হাওয়া, টানা বৃষ্টি ও উত্তাল সাগরের এক আতঙ্কজনক পরিবেশ। দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন যেন নিস্তব্ধ, জনশূন্য ও বিপর্যস্ত এক জনপদ।

এই ঘূর্ণিঝড়ের ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ ও উপকূলবর্তী বাসিন্দারা। মাছ ধরার নৌকা, ছোট ট্রলারসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় একদিকে যেমন জেলেরা জীবিকা হারিয়েছেন, অন্যদিকে দ্বীপাঞ্চল যেমন সেন্ট মার্টিনে পৌঁছানো ত্রাণ সামগ্রী বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছাতেও বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

IMG_20250530_112434.jpg

Cox's BazarLocation Map

জেলা প্রশাসন ও আবহাওয়া অফিসের নির্দেশে উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মানুষ গাদাগাদি করে অবস্থান করছে, যদিও নিরাপত্তা ও খাদ্য সহায়তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হচ্ছে।

পর্যটন নির্ভর কক্সবাজারে এই দুর্যোগের প্রভাবে পর্যটকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সৈকতে লাল পতাকা টানানো হয়েছে এবং পর্যটকদের সমুদ্রে না নামার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। হোটেলগুলোতেও বাতিল হচ্ছে বুকিং, যার প্রভাব পড়ছে পর্যটন ব্যবসায়ীদের ওপর।

এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো মানুষকে সচেতন রাখা এবং সহনশীলতা বজায় রাখা। প্রকৃতির সাথে লড়াইয়ে মানুষ সব সময় জয়ী হতে পারে না, তবে প্রস্তুতি ও সহযোগিতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ আমরা অতিক্রম করব – এটাই হোক আমাদের প্রত্যাশা।

ঘূর্ণিঝড় ‘শক্তি’র এই আঘাত আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও পরিবেশগত ভারসাম্য রক্ষা কতটা গুরুত্বপূর্ণ। এখনই সময়, আমরা যেন প্রকৃতিকে শত্রু নয়, বরং মিত্র ভাবতে শিখি।

IMG_20250530_111841.jpg

IMG_20250530_111244.jpg

Cox's BazarLocation Map

সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত পুরো লেখাটি পড়ার জন্য। আবারও এমন কোন নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

Sort:  
 2 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI24
Period2025-06-01
ResultClub100