Creative Writing - Why People Fail in Business?

in Steem For Bangladesh2 months ago

‎আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। লেখাটির মূল বিষয়বস্তু হচ্ছে ব্যবসায় কেন মানুষ লোকসান করে।
‎‎


man-7593199_1280.jpg

Photo Source


‎ব্যক্তিগত জীবনে আমি বর্তমানে একটি ফার্মেসিতে কাজ করছি। অর্থাৎ ধরা যায় আমি নিজেও একজন ব্যবসায়ী। এই কাজের সাথে আমি পাঁচ বছর ধরে জড়িত। আমি অনেক ফার্মেসি মালিককে দেখেছি তারা ফার্মেসি দেওয়ার পর অল্প কয়েক দিনের মধ্যে ফার্মেসি গুটিয়ে চলে যাচ্ছে বিশাল রকমের লোকসান গুনে। অথচ ফার্মেসি ব্যবসা এমন একটি ব্যবসা যেখানে লোকসানের সুযোগ খুবই কম। তদুপরি আপনি যদি ব্যবসা সম্পর্কে না বুঝে থাকেন তাহলে আপনাকে লোকসান গুনতেই হবে।

‎ঔষধ মানুষের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। এমন কোন পরিবার নেই যাদের ওষুধের প্রয়োজন হয় না। অথচ যখন আপনি জানতে পারেন কেউ ফার্মেসি ব্যবসায় নেমে লোকসান গুনে চলে যাচ্ছে, তাহলে আপনি এই দোষটি কাকে দেবেন? যেকোনো ব্যবসার কয়েকটি মূলনীতি রয়েছে। বিশেষ কয়েকটি আমি নিচে তুলে ধরছি।

পজিশন


‎আপনি যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান দেবেন, তখন আপনাকে অবশ্যই সেই দোকানটি কোথায় দেবেন সে সম্পর্কে সবার আগে ভাবতে হবে। আপনি নিশ্চয়ই একটি শপিং মলে ফার্মেসী দিবেননা। কোন বাস স্টেশনে কাপড়ের দোকান দিবেন না। অর্থাৎ যেখানে যা মানানসই নয় সেখানে যদি আপনি সেই দোকান দেন, তাহলে আপনাকে লোকসান গুনতেই হবে। ধরুন, আপনি একটি স্টেশনারি ও ফটোকপির দোকান দিবেন তাহলে। আপনাকে স্কুল, কলেজ, মাদরাসার সামনে দিতে হবে। কারণ আপনার বেশি বেশিরভাগ কাস্টমারই হবে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।


market-1558658_1280.jpg

Photo Source

‎গ্রাহক কারা সে সম্পর্কে ধারণা নেওয়া

‎আপনি যখন কোন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকান দেবেন, তখন কারা আপনার গ্রাহক সে সম্পর্কে আপনার ধারণা নিতে। যেমন ধরুন, আপনি যদি ফার্মেসি দেন তাহলে আপনার গ্রাহক হবে রোগীরা। সাধারণত তারা একটু বাড়তি কেয়ার চাইবে আপনার কাছ থেকে। এই বাড়তি কেয়ারটুকু যদি তারা পায় তাহলে আপনার এবং আপনার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে।

‎কি ধরনের পণ্য রাখতে হবে তা জানা

‎এটি হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি কি প্রোডাক্ট রাখবেন বা উৎপাদন করবেন এ সম্পর্কে আপনার পর্যাপ্ত ধারণা থাকতে হবে। একেক এলাকায় একেক জিনিসের চাহিদা ভিন্ন রকম হতে পারে। আপনি যদি কোন গ্রামে ইলেকট্রিসিটির দোকান দিয়ে থাকেন এবং সেখানে বিক্রির জন্য যদি এয়ারকন্ডিশন নিয়ে যান তাহলে তো আর তা বিক্রি হবে না।
‎‎


vegetable-market-50974_1280.jpg

Photo Source

‎অভিজ্ঞতা অর্জন


‎কোন ব্যবসা লোকসান গুনার সবচেয়ে বড় কারণ হচ্ছে পূর্ব অভিজ্ঞতা না থাকা। আপনি যে ধরনের ব্যবসা-ই দিতে চান না কেন, যদি আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে অবশ্যই আপনাকে লোকসান গুনতে হবে। এজন্য আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। প্রয়োজনে যেখানে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কিছুদিন বিনা পারিশ্রমকে অথবা ক্ষুদ্র পারিশ্রমিক অথবা পূর্ণাঙ্গ পারিশ্রমিকে কাজ শিখতে পারেন। অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ব্যবসার পূর্ব শর্ত হচ্ছে অভিজ্ঞতা থাকা। উদ্যোক্তা হওয়ার জন্য আপনি যেই জিনিসের উদ্যোক্তা হবেন তার সম্পর্কে আপনার জ্ঞান থাকা লাগবে, অভিজ্ঞতা থাকা লাগবে। অন্যথায় আপনাকে পস্তাতেই হবে।