Essential Apps - Patient Aid: Part III
বর্তমান সময়কে ধরা হয় তথ্য প্রযুক্তির যুগ। এযুগে যে যত তথ্যকে ব্যবহার করতে পারবে, সে তত অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। এ বিষয়কে মাথায় রেখে আমি আমাদের জন্য প্রয়োজনীয় কিছু মোবাইল এপস নিয়ে ধারাবাহিকভাবে লেখার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম এপস হিসাবে আমি বেছে নিয়েছি চিকিৎসা ব্যবস্থার জন্য জরুরি একটি এপস প্যাশেন্ট এইড। এই এপস নিয়ে এটি আমার ৩য় এবং শেষ পর্ব।

গত দুই পর্বে আমি আলোচনা করেছিলাম রোগের ধরন অনুযায়ী ডাক্তার খোঁজার উপায় এবং ঔষধ সম্পর্কিত তথ্য জানার উপায় সম্পর্কে। এই পর্বে আমি আলোচনা করব পেশেন্ট এইড ডিরেক্টরি নিয়ে।
ডিরেক্টরি কি
ডিরেক্টরি হল এমন একটি জায়গা, যেখানে সাজানো গোছানো ভাবে আপনি যে কোন নির্দিষ্ট একটি বিষয় সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য একসাথে পাবেন। প্যাশন্ট এইডের এই ডিরেক্টরিতে রয়েছে ডাক্তার, হাসপাতাল, এম্বুলেন্সসহ অন্যান্য চিকিৎসা সম্পর্কিত বিষয়ের পর্যাপ্ত তথ্য।

আপনি যখন ডিরেক্টরি ইন্টারফেসে প্রবেশ করবেন, তখন সেখানে ছয়টি মেনু দেখতে পাবেন। সেগুলো হচ্ছে, ডাক্তার, হাসপাতাল, এম্বুলেন্স, ব্লাড ব্যাংক, ও টিকা তালিকা।

ডাক্তার
আপনি যখন ডাক্তার মেন্যুতে যাবেন, সেখানে ডাক্তারের নাম লিখে সার্চ দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় ডাক্তারকে খুঁজে পেতে পারেন। সেখানে রয়েছে ডাক্তারের পদবী (যেমনঃ অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক), তার সম্পন্ন করা কোর্স সমূহ। অর্থাৎ কোন বিষয়ে তিনি প্রফেশনাল ডাক্তার। তিনি যে প্রতিষ্ঠানে ক্লাস নেন অথবা বসেন সেই প্রতিষ্ঠানের নাম, তার চেম্বার ও সিডিউল।
![]() | ![]() |
---|---|
Doctors Name & Info | Chamber & Schedule |
হাসপাতাল
হাসপাতাল মেন্যুতে গেলে আপনি সেখান থেকে আপনার পছন্দের হাসপাতাল সম্পর্কে তথ্য জানতে পারবেন। সেখানে হাসপাতালে ঠিকানা এবং মোবাইল ও টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে।
![]() | ![]() |
---|---|
Search Result | Hospital/Diagnostic Info |
অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্স মেন্যুতে রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিসের নাম এবং কোথায় তারা মূলত কাজ করে সেই ঠিকানা। সাথে তাদের মোবাইল ও টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে।
![]() | ![]() |
---|---|
Ambulance Service List | Ambulance Service Info |
ফার্মেসি
ফার্মেসি মেন্যুতে একইভাবে আপনারা আপনার নিকটস্থ ফার্মেসীর নাম জানতে পারবেন। সেখানে নাম, ঠিকানা, এবং কখন খোলা এবং কখন বন্ধ থাকে সে সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে।
![]() | ![]() |
---|---|
Pharmacy List | Pharmacy Info |
ব্লাড ব্যাংক
ব্লাড ব্যাংক মেন্যুতে ব্লাড ব্যাংকগুলোর নাম, তারা কোন এলাকায় কাজ করে, তাদের মোবাইল নাম্বার দাওয়া রয়েছে।
![]() | ![]() |
---|---|
Blood Bank List | Blood Bank Info |
টিকা তালিকা
টিকা তালিকা মেন্যুতে টিকা সম্পর্কিত তথ্য দেওয়া রয়েছে। অর্থাৎ কখন কখন কোন কোন ধরনের টিকা দেওয়া উচিৎ, কোন টিকার কি কি সমস্যা হতে পারে, কখন টিকা দেওয়া যাবে, কখন দেওয়া যাবে না এসম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে।
![]() | ![]() |
---|---|
Vaccine Info | Vaccine Details |

এই ছিল এই এপিসোডে প্যাশেন্ট এইড সম্পর্কে আমার লেখা। এর মাধ্যমে প্যাশেন্ট এইড সম্পর্কে আমার টিউটোরিয়ালটি শেষ হলো। সামনের এপিসোডে আমি অন্য কোন একটি জরুরী অ্যাপ নিয়ে কথা বলব।