Poem About Patriotism | দেশপ্রেম নিয়ে স্বরচিত কবিতা

in Steem For Bangladesh3 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় Steemians বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে আমার নিজের লেখা একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। কবিতার বিষয়বস্ত হচ্ছে দেশপ্রেম


flag-2525861_1280.jpg

Photo Source


ছেলে আমার বিলেত যেতে চায়

‎ছেলে আমার মেধাবী বেশ
‎বিলেত যেতে চায়।
‎দোয়া করো সে যেন
‎স্কলারশিপ পায়।

‎সে দেশের নিয়ম কানুন
‎হচ্ছে অনেক কড়া।
‎এদিক সেদিক করো যদি
‎খাবে তুমি ধরা।

‎‎পড়ালেখা শেষ হলে তার
‎পাবে বড় কাজ.
‎গাড়ি বাড়ি সবই হবে
‎করবে সেথায় রাজ।

‎এদেশে থেকে লাভ কি বলো?
চাষা-পোষার দেশ।
বিলেত গেলের আমার ছেলের
ভালো হবে বেশ।

গরীব, মূর্খে ভরা এই দেশ,
নেই কোন কালচার।
এই দেশে থাকলে ছেলের,
ইজ্জত হবে পাংচার!

যাবে বিলেত ছেলে আমার,
স্বপ্ন তিন পুরুষের।
এই দেশে-তে থাকলে সে,
হয়ে যাবে চামার।

আমাদের এই দেশটা বড়ই অভাগা একটি দেশ। যাদেরই সামর্থ্য আছে তারাই বিদেশ চলে যেতে চায়। যারা মধ্যেপ্রাচ্যে যায়, তাদের মধ্যে যথেষ্ট দেশপ্রেম রয়েছে। তারা দেশের উন্নতির জন্য হামেশাই পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু যারা আটলান্টিকের ওপারে কিংবা ইউরোপের দিকে যায়, তারা আর ফিরে আসতে চায়না। বরঞ্চ, দেশের সাথে ধোঁকাবাজি করে। আমি এক স্কলারশিপ পেয়ে যুক্তরাজ্যে যাওয়া লোকের ইন্টারভিউ পড়েছিলাম। সেখানে তিনি বলেছেন, একবার আদালতে তার নাগরিকত্ব পাওয়া নিয়ে মামলা চলছিলো। তখন সেখানকার আইনজীবী তাকে প্রশ্ন করেছিলেন,

একটা গরীব দেশের সরকার তোমার যাবতীয় খরচ চালাচ্ছে। সেই দেশের সাথে তুমি কিভাবে বেঈমানি করতে চাও?

তিনি কি উত্তর দিয়েছিলেন তা আর না বলি। তবে লোকটি আর বাংলাদেশে ফিরে আসেননি। সেখানেই স্যাটেল হয়েছেন। তার পরবর্তী দুই প্রজন্ম এখন সেখানকার নাগরিক। কয়েক বছর আগে বাংলাদেশে বেড়াতে আসলে বাংলাদেশের স্বনামধন্য একটি পত্রিকা তার সাক্ষাৎকার নিয়েছিলো। এসব ক্ষেত্রে আমাদের দেশপ্রেম হাওয়ায় উড়ে যায়।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1P6GVMw8KB8wLsqpQp37X16UnXvwxqyUE6hGJiaReyq5r8xBj4YBq9xycYgAev6RGuTMzr4X5XcVFmerS.png

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।

Sort:  

You are giving a very nice post. And through this post you have repeated a very nice poem about patriotism. I really enjoyed reading this poem. I read many poems in my childhood but maybe I don't read them yet due to lack of time. Anyway, I really enjoyed reading this poem about patriotism of yours. Thank you very much for sharing this beautiful post with us. May you be very well and healthy. Best wishes to you my dear friend.

 3 months ago 

Thank you, bro. I am happy that you like it.