অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত

in Steem For Bangladesh9 days ago

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। কিন্তু আমি ভালো নাই। কারন আমি কয়েক দিন ধরে অসুস্থ। আমার ৩ থেকে ৪ দিন ধরে জ্বর।

Screenshot_2025-07-31-16-45-27-364-edit_com.miui.gallery.jpg

মানুষ অসুস্থ হলে মানুষের শরীর দুর্বল হয়ে হয়ে যায়। যেমম আমার ৩ থেকে ৪ দিন ধরে প্রচন্ড পরিমানে জ্বর। আমি ৩ দিন বিছানা থেকে ওঠতে পারি নাই। এই ৩ দিন আমি ঠিক ঠাক মতো খাই তে পারি নাই।

জ্বর আসলে পুরা শরীরের অঙ্গ প্রতঙ্গে ব্যাথা করে। যেমন মাথা ব্যাথা, মাথা ব্যাথায় জন্য বিছানা থেকে ওঠা যায় না। মাথা ভাড় হয়ে থাকে। শুধু মাথা না এক কথায় পুরা শরীর ব্যাথা করে।

তারপর আমি আমি সহ্য করতে না পেরে ডাক্তার এর কাছে গেলাম তারপর ডাক্তার আমাকে ভালো ভাবে পরিক্ষা করে দেখে আমাকে ঔষধ দিল।

IMG_20250731_122450.jpg

তারপর আমি বাড়িতে এসে হালকা পাতলা খাওয়া দাওয়া করে ঔষধ খেলাম।

IMG_20250731_145225.jpg

তারপর ঔষধ খাওয়া খাওয়ার পর। আমি এখন কিছুটা সুস্থতা বোধ করছি। আসলে মানুষ অসুস্থ হলে বোঝা যায় মানুষের সুস্থতা কত বড় নিয়া মত। আমার জন্য সবাই দোয়া আমি যাতে তারাতাড়ি সুস্থ হয়ে যাই। সবাই ভালো থাকবেন।

IMG_20250709_134444.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

Hello, welcome to STEEM. I hope you enjoy publishing on the platform.

I invite you to visit other users' posts in the community and share your opinion on their publications. As a newcomer, it's very important to engage with others and get to know the community.