🌼 আমার বাগানে ফুটেছে পুরুল (দুন্দুল) ফুল
আজকে আমার ছোট্ট বাগানে ফুটেছে পুরুল বা দুন্দুল ফুল। হলুদ রঙের এই সুন্দর ফুল বাগানকে ভরে দিয়েছে অন্যরকম সৌন্দর্যে। দুন্দুল গাছ সাধারণত লতানো হয় এবং বর্ষাকালে এদের বৃদ্ধি বেশি হয়। গাছে একের পর এক ফুটে থাকা হলুদ ফুল সত্যিই চোখে এক অপূর্ব দৃশ্য এনে দেয়।
শুধু সৌন্দর্য নয়, এই গাছ আমাদের অনেক উপকারেও আসে। দুন্দুল সবজি রান্নায় ব্যবহার করা যায় এবং এটি শরীরের জন্যও উপকারী। বাগানে এমন ফুল ফুটে থাকা মানেই প্রকৃতির কাছাকাছি থাকা আর সবুজে ভরপুর পরিবেশ উপভোগ করা।
আজ বাগানে হাঁটতে হাঁটতে যখন এই ফুলগুলো চোখে পড়লো, সত্যিই মনটা ফুরফুরে হয়ে গেলো। প্রকৃতির এই সৌন্দর্য সবার সাথে ভাগাভাগি করতে চাই।
📸 ছবিগুলো আমার বাগান থেকে তোলা
🌿 উপসংহার
নিজের বাগানে এমন ফুল ও সবুজ প্রকৃতি থাকা মানে এক ধরনের মানসিক প্রশান্তি। প্রতিদিন সকালে যখন ফুলগুলো দেখি, মনে হয় আল্লাহর এক অনন্য নেয়ামত আমাদের চারপাশের এই প্রকৃতি।
#steem #steemit #steemforbangladesh #nature #flower #garden #photography