Dinner party with my steemit buddy.

in Steem For Lifestyle3 days ago (edited)

Who is my Steemit friend?

Good afternoon, my friends, how are you all? Hope you are all well as always. Friends, today I am writing to you about a different topic. Actually, this is not a review or tips, but rather I will talk about someone without whom I would not have survived on Steemit. He is a very close friend of mine, @hafizullah bhai.

Why did I choose him as my Steemit friend?

When I first came here, steemit blogging platform. I felt completely lost my mind. I had no clue about blogging or how things worked on this platform. I didn't know how to create a post, what I saying in comments, or witch on right or wrong. After this, I was really confused.

At that time, I got help from many people and called many people to help me because I used to ask many of them who were working on this platform for a long time about various things. And during that time, some people helped me, but among them, @hafizullah Bhai helped me the most in every field. When I would send him messages, he would never get angry, but would instead explain to me in a way that I would never make a mistake. Many times, even after committing a big mistake, if I talked to him about it, he would explain it to me very well.

Friends, Is that all? Till now, whenever I face any problem, I knock on his door first. Because I know that if someone helps me selflessly, there is one person from whom I will never turn back. it is hard to find such a person who helps someone selflessly. So it would be a big mistake to call him just my online friend. He is like an elder brother to me, a guide. A good friend. Whom I always respect, honor and follow.

stefan-vladimirov-Q_Moi2xjieU-unsplash.jpg

Src

If only I could have a dinner party with him...

I sometimes think, if I ever actually meet him, maybe we'll sit at a roadside stall and chat for hours over a cup of tea. We'll talk about various things with him, and most of all, we'll talk about Steemit, about our writing, and about a thousand other stories from life. Then maybe I could have sat him down and said, "Brother, I'm still here because of you.

Do I believe blogging can be done alone?

In the present time, many people say that blogging can be done alone. I don't agree with this at all. specially in a place like Steemit, it is almost impossible to move forward alone. Because it is like a family. Here, if everyone doesn't pull everyone together, you can never move forward. Yes, but you may be able to write alone for a few days, but then you will have to disappear one day. Because if we don't develop a good relationship with each other in this family, then the existence of this family will be in vain.

Steemit.jpg

Friends, actually, this post is written for @hafizullah brother. Whenever I saw this competition, I thought that today I would share something about my beloved person. This writing may be a small attempt on my part to express that gratitude, which I could never say verbally. Many times I hesitated and thought about many things.

Finally, thank you all for reading these little words from my heart carefully. I hope you all liked the story of my little journey. If you don't believe me, you can check his account once and see what kind of person he is.

May everyone be healthy. I am ending today here by thanking everyone.

I am calling three of my friends to participate in this contest:
@adeljose @solperez @ninapenda @ripon0630 @suboohi

Bangla///

আমার স্টিমিট বন্ধু কে?

শুভ বিকাল আমার সকল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই। আশা করি আপনারা সবাই বরাবরের মতো বেশ ভালই আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে লিখতে বসলাম আপনাদের মাঝে। আসলে এটা কোনো রিভিউ বা টিপস না, বরং এমন একজনের কথা বলবো, যাকে ছাড়া হয়তো আমার স্টিমিটে টিকে থাকাই হতো না। সে আমার খুব কাছের একজন বন্ধু, @hafizullah ভাইয়ের কথা।

কেন আমি তাঁকে আমার স্টিমিট বন্ধু হিসেবে বেছে নিয়েছি

আমি যখন প্রথম এই প্ল্যাটফর্মে আসি, সত্যি বলতে কিছুই বুঝতাম না। আসলে ব্লগিং কি এবং এই প্লাটফর্মে কাজ কিভাবে করে আমি কোন কিছুই জানতাম না বুঝতাম না। কেমন ধরুন পোস্ট কেমনে করে, কমেন্টে কী লিখবো, কোনটা ঠিক কোনটা ভুল, এসবের কোন ধারনাই ছিল না। সেই সময়টাই মাথা খারাপ হওয়ার মতো অবস্থা ছিল আমার। ঠিক ওই সময়ে আমি অনেক মানুষের দারস্ত হই অনেক মানুষকে আমার হেল্প করার জন্য আহ্বান জানাই কারণ যারা অনেক দিন ধরে এই প্লাটফর্মে কাজ করছিল তাদের অনেকেরই আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসা করতাম। আর সেই সময়টাই কিছু কিছু মানুষ আমাকে সহযোগিতা করেছে তবে তার ভেতরে হাফিজুল্লাহ ভাই-ই আমাকে সবচাইতে বেশি হেল্প করেছে সর্বক্ষেত্রে। উনাকে মেসেজ দিলে কখনও বিরক্ত হয়নি, বরং এমনভাবে বুঝিয়েছে যেন আমি কোনোদিন ভুল না করি। অনেক সময় বড়সড়ো ভুল করার পরেও উনার সাথে আমি সেই বিষয়ে কথা বললে উনি আমাকে খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলতেন।

শুধু কি তাই? এখনও পর্যন্ত, যখনই কোনো সমস্যায় পড়ি, সবার আগে তাঁকেই নক দিই। কারণ আমি জানি আমাকে যদি কেউ নিঃস্বার্থভাবে হেল্প করে তাহলে একজন মানুষই আছে যার কাছ থেকে আমি কোনদিনই ফিরব না। এই যে নিঃস্বার্থভাবে একজনকে সাহায্য করা, আজকাল এমন মানুষ পাওয়া যায় না বললেই চলে। তাই ওনাকে শুধু আমার অনলাইন বন্ধু বললে অনেক বড় ভুল হবে। সে আমার কাছে একজন বড় ভাইয়ের মতো, একজন গাইড। একজন ভালো বন্ধু। যাকে আমি সব সময় সম্মান করি শ্রদ্ধা করি এবং ওনাকে অনুসরণ করি।

যদি তাঁর সঙ্গে একটি ডিনার পার্টি করতে পারতাম…

আমি মাঝে মাঝে ভাবি, যদি সত্যি কোনোদিন ওনার সাথে দেখা হয়ে যায়, হয়তো কোনো রাস্তার ধারের দোকানে বসে এক কাপ চা খেতে খেতে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেব। উনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব, আর সব চাইতে বেশি কথা হতো স্টিমিট নিয়ে, আমাদের লেখালেখি নিয়ে, জীবনের আরও হাজারটা গল্প নিয়ে। তখন হয়তো উনাকে সামনে বসিয়ে বলতে পারতাম, "ভাই, আপনার জন্যই কিন্তু আমি এখনও এখানে আছি।

আমি কি বিশ্বাস করি একা ব্লগিং করা যায়?

বর্তমান সময়ে এসে, অনেকেই দেখি বলে, ব্লগিং নাকি একা একাই করা যায়। আমি এই কথাটা একদমই মানি না। বিশেষ করে স্টিমিটের মতো একটা জায়গায় তো একা এগোনো প্রায় অসম্ভব বললেই চলে। কারণ এটা তো একটা পরিবারের মতো। এখানে সবাই সবাইকে টেনে না তুললে সামনে এগোনো যায় না কখনোই। হ্যাঁ তবে একা একা হয়তো কয়েকদিন লেখা যাবে, কিন্তু তারপর হারিয়ে যেতে হবে একদিন। কারণ আমাদের এই পরিবারে একজন আরেকজনের সাথে যদি ভালো সম্পর্ক গড়ে না উঠে তাহলে এই পরিবারের থাকাটাই বৃথা হয়ে যাবে।

বন্ধুরা, আসলে এই পোস্টটা @hafizullah ভাইয়ের জন্যই লেখা। যখনই আমি এই প্রতিযোগিতাটি দেখলাম ভাবলাম আজকে আমি আমার সেই প্রিয় মানুষটাকে নিয়েই কিছু কথা শেয়ার করব। এই লেখাটা হয়তো সেই ধন্যবাদটুকু দেওয়ার একটা ছোট্ট চেষ্টা হবে আমার পক্ষ থেকে, যা আমি মুখে কোনোদিন বলতে পারিনি। অনেক সময় অনেক দ্বিধাবোধ করেছি অনেক কিছুই ভেবেছি।

সবশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার মনের ছোট্ট এই কথাগুলো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ সকলকে আশা করি আমার ছোট্ট এই জার্নির গল্পটি আপনাদের ভালো লেগেছে আমার প্রিয় মানুষটির কথাগুলো আপনাদের ভালো লেগেছে বিশ্বাস না হলে আপনারা একবার ওনার একাউন্ট চেক করে দেখতে পারেন উনি কেমন মানুষ।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg