বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্ত
আজকের দিনটা ছিল অন্যরকম। অনেকদিন পর আমার প্রিয় বন্ধুর সাথে দেখা হলো। সারাদিন ধরে আমরা শুধু গল্প আর আড্ডা দিয়েছি। বিকেল গড়াতেই আমাদের ক্লান্তি এসে গেলো। দুজনেই রুমে ফিরে এসে বিছানায় শুয়ে পড়লাম। দিনভর ঘুরে বেড়ানোর পর এই মুহূর্তটা সত্যিই আরামদায়ক ছিল।
শুয়ে শুয়েই সেলফি তোলার ভূত চাপল মাথায়। প্রথমবার যখন ছবি তুললাম, তখন আমার মুখে একটা হাসি লেগে ছিল। কিন্তু ও অন্যমনস্ক হয়ে কী যেন ভাবছিল, তাই ওর মুখে কোনো হাসি ছিল না। ওর ওই চিন্তিত মুখটা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম।
এরপর আমি ওকে খোঁচা দিয়ে বললাম, “কিরে! কী ভাবছিস? একটা ছবি তুলছি, হাসছিস না কেন?” আমার কথা শুনে ও হেসে উঠল। আমরা দুজনেই হাসতে হাসতে আরেকটা ছবি তুললাম। সেই ছবিতে ওর হাসিটা ছিল মন ভোলানো।
এই ছবিগুলো শুধু কিছু ছবি নয়, এগুলো আমাদের বন্ধুত্বের সুন্দর মুহূর্তগুলো ধরে রেখেছে। এই স্মৃতিগুলো সবসময় মনে থাকবে।